যারা মেজর হিসেবে গার্মেন্টস নিয়েছো তাদের জন্য অগ্রিম করনীয় কিছু কাজ জেনে রাখো :
১. Excel & Outlook শেখা লাগবে।
২. CAD এর কাজ শেখা লাগবে।
৩. Marchandising এর Course কারা লাগবে।
৪. BGMEA থেকে Fair Saifty Course করা লাগবে।
৫. Spoken English তো মাস্ট।
৬. IE এর Course করা লাগবে।
৭. Lean, Six Sigma, Kizen এর উপর স্টাডি করতে হবে।
৮. Shade -Quality -Finishing -Fabric এর উপর ব্যাপক দরকার।
৯. BKMEA থেকে IE, Supply Chain, ও Course গুলি করা যায়।
১০. টেক্সটাইল টেস্টিং এর উপর AATCC থেকে course করা যায়।
১১. Buyer দের টেস্টিং ম্যানুয়াল বা GPQ Guide Line পওয়া যায় তা ভাল করে স্টাডি
করতে হবে। যেমন : H&M GPQ Manual. Mark & Spencer GPQ Manual etc..
করতে হবে। যেমন : H&M GPQ Manual. Mark & Spencer GPQ Manual etc..
Note :
তোমরা যারা মেজর গার্মেন্টস নিছো জব এর ক্ষত্রে বর্তমানে ৮০ ভাগ জব হচ্ছে IE, Planning তে। দুঃক্ষের বিষয় IE, Planning এর জন্য ইউনিভার্সিটিতে বিশেষ কোন সাবব্জেক্ট নাই।
তাই জব এ ডুকার পর অনেক কে চাকুরী বাদ দিয়ে পড়তে হয়, যে কাজটা স্টুডেন্ট লাইফে করা যেত। তবে আগে পড়া থাকলে অন্তত ভাইবা তে বা লিখিত পরিক্ষায় ভালো করা যাবে
তাই জবে ভালো করতে নিচের টপিক গুলি স্টাডি করতে থাকো
১. 5s
২. 6 sigma
৩. kanban
৪. kaizen
৫. lean manufacturing process
উপদেশ :
যারা GMT নিয়ে পড়ছেন অথচ ক্যারিয়ার গড়তে চান GMT / গার্মেন্টস প্রডাকশন অন্য কোথাও জব না করে তাহলে আপনারা Bsc শেষে অথবা রানিং অবস্থায় supply chain & management (https://m.facebook.com/iscea.org/ )এর উপর ৩/৬ মাসের কোর্স করে নিতে পারেন যার ফলে আপনি সহজেই ডেভোলপ করতে পারবেন গার্মেন্টস সেক্টরে।
যারা GMT নিয়ে পড়ছেন অথচ ক্যারিয়ার গড়তে চান GMT / গার্মেন্টস প্রডাকশন অন্য কোথাও জব না করে তাহলে আপনারা Bsc শেষে অথবা রানিং অবস্থায় supply chain & management (https://m.facebook.com/iscea.org/ )এর উপর ৩/৬ মাসের কোর্স করে নিতে পারেন যার ফলে আপনি সহজেই ডেভোলপ করতে পারবেন গার্মেন্টস সেক্টরে।
বি:দ্র: SUST এর ছেলে মেয়েরা রানিং অবস্থায় ইউনিভার্সিটি তে course টি করে ফেলে যেন বেটার কিছু করতে পারে অন্য সবার থেকে, যার প্রমাণ ইতোমধ্যে ফেক্টোরিতে দিয়েছে এবং তাদের যথেষ্ট পরিমানে সুনাম আছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন