Formaldhide : Most Hazardous Chemical
ফরমালডিহাইড এমন একটি ভয়ানক ক্যামিকেল যেটি বায়ার দের মাথা ব্যাথার কারন,
সাধারনত এন্টিক্রিজ, রেজিন, বাইন্ডার এই ক্যামিকেল গুলিতে বাই প্রডাক্ট হিসেবে এই ফরমালডিহাইট থাকে, সাধারনত ফিনিশিং ক্যামিকেলে এই সমস্যা বেশি দেখা যায় । এই ফরমালডিহাইড স্কিন এর এলার্জি, কেন্সার সহ বিভিন্ন ক্ষতি কারক রোগের জন্য দায়ী। ফেক্টরির ইকো সার্টিফিকেশন পেতে অব্যশই সব ক্যামিকেল ফরমালডিহাইড ফ্রি হতে হয়।
কাপড় থেকে ফরমালডিহাইড দুর করার কিছু উপায় যা প্রডাকশন ফ্লোরে ফলো করে :
1.use urea with softener.
2. Hot rinse with H2O2.
3. Use Formaldihide free chemical.
যিনি ফরমালডিহাইড টেস্ট এর জন্য স্যাম্পল পাঠাবেন তাকে অবশ্যাই নন স্মোকার হতে হবে, বা স্মোকিং করার পর আপনি স্যাম্পল ধরতে পারবেন না।
ফেব্রিক বা টেক্সটাইল ম্যাটেরিয়াল এর ভেতরে ফরমালডিহাইড এর পারমিজিবল লিমিট হলো
For 0_3 yrs infant max 0.05 ppm
For adult and direct skin contact product 75 ppm
For adult with indirect skin contact 300 ppm max .
Why They Use : ফরমালিন ( Formaldihide) নিয়ে ইদানিং সবাই চিন্তিত। অসাধু ব্যবসায়ীরা খাবার বিশেষত ফল সংরক্ষণে ফরমালিন ব্যবহার করে থাকেন।
কিন্তু সমস্যা হলো এই সংরক্ষনটিকে ক্যান্সার উদ্দীপক ব্যবহার করে থাকেন। আরো উদ্বেগের খবর হলো ইদানং কাপড়ের ভাজ প্রতিরোধেও ( Wrinkel Resisting Finish) ফরমালিন ব্যবহার করেছেন ফেব্রিক বা ডাইং প্রতিষ্ঠান।
কাপড় নির্মাতা বা গার্মেন্টসগুলো জাপানের অনুপ্রিত নিয়মানুযায়ী সাধারণত তিন বছরের নীচে শিশুদের ক্ষেত্রে বিশ 20 পিপিএম (পার্টস পারমিলিয়ন), ফরমালিন ( Formaldihide ) ব্যবহারের নিয়ম থাকলেও অধিকাংশ প্রতিষ্ঠান এই নিয়ম মেনে চলেন না। গবেষণায় দেখা গেছে বাতাসে দশমিক এক পিপিএম ফরমালিনও যদি অবস্থান করে তবেতার জন্য চোখে নাকে এবং গলায় , কফ কাশি, বমিভাব এবং এমনকি শ্বাসকষ্টে দেখা দিতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন