ভয়েল কাপড় এর পরিচিতি | Voil Fabrics - Textile Lab | Textile Learning Blog
ভয়েল কাপড়

১. প্রচলিত ওভেন কাপড় এর মাঝে এটি হলো সবচেয়ে কম GSM এর কাপড় ।

২. এর কন্সট্রাকশন ৯৬X৮৮/৬০X৬০।

৩. এই কাপড় এর ৬০ কাউন্ট এর সুতা লাগে।

৪. এটি পকেটিং এর সিটিং কাপড় এর তুলানায় ঘনো তবে অনেক স্মুথ।

৫. সিটিং কাপড় মার্সারাইজেশন করা হয় না কিন্ত ভয়েল মার্সারাইজেশন করা হয়।

৬. এই কাপড় ব্লিচ সাধারনত জিগারে করা হয়।

৭. ভয়েল কাপড় এর কালার এর পিকিং রেইট টুইল বা সাটিন বা অন্য প্নেইন এর তুলনায় কম।

৮. ল্যাব এর রেসিপি এর চেয়ে বাল্কে ডাইং করতে ৪০% বেশি কালার দেয়া লাগে।

৯. সাধারনত এর কাপড় এ সফেনার বাড়িয়ে ফিনিশিং করা হয়।

১০. ভয়েল কাপড় সানফোরাইজিং বা কম্পেক্টিং করা হয় না।

১১. সাধারনত ভয়েল কাপড়ে লাইক্রা ব্যাবহার করা হয় না।



ভয়েল কাপড় এর পরিচিতি | Voil Fabrics

ভয়েল কাপড়

১. প্রচলিত ওভেন কাপড় এর মাঝে এটি হলো সবচেয়ে কম GSM এর কাপড় ।

২. এর কন্সট্রাকশন ৯৬X৮৮/৬০X৬০।

৩. এই কাপড় এর ৬০ কাউন্ট এর সুতা লাগে।

৪. এটি পকেটিং এর সিটিং কাপড় এর তুলানায় ঘনো তবে অনেক স্মুথ।

৫. সিটিং কাপড় মার্সারাইজেশন করা হয় না কিন্ত ভয়েল মার্সারাইজেশন করা হয়।

৬. এই কাপড় ব্লিচ সাধারনত জিগারে করা হয়।

৭. ভয়েল কাপড় এর কালার এর পিকিং রেইট টুইল বা সাটিন বা অন্য প্নেইন এর তুলনায় কম।

৮. ল্যাব এর রেসিপি এর চেয়ে বাল্কে ডাইং করতে ৪০% বেশি কালার দেয়া লাগে।

৯. সাধারনত এর কাপড় এ সফেনার বাড়িয়ে ফিনিশিং করা হয়।

১০. ভয়েল কাপড় সানফোরাইজিং বা কম্পেক্টিং করা হয় না।

১১. সাধারনত ভয়েল কাপড়ে লাইক্রা ব্যাবহার করা হয় না।



কোন মন্তব্য নেই: