Fabric Dyeing এর ক্ষত্রে ফেইস ব্যাক সমস্যা - Textile Lab | Textile Learning Blog
টেক্সটাইলীয় সমস্যা :

আজ আমাদের ফেব্রিক এর সেড এপ্রুভাল নিয়ে একটি সমস্যা হয়।  সমস্যা টি হলো কাপড় এর ফেইস ব্যাক নিয়ে। সাধারনত কাপড় এর পিচ করা সাইড বা সুইডিং করা সাইড কে ফেইস ধরা হয়,  আর বায়ার এর কাছে সেড সাবমিশন করার সময় সোয়াচ এর ফেইস সাইড উপরে দিতে হয়।
আমাদের পার্টির বায়ার এর রিকোমেন্ডেশন ছিলো কাপড় এর ব্যাক সাইড কে ফেইস ধরে ডাইং করতে হবে ,  পার্টির লোক রা আমাদের তা বলে নি তাই আমাদের ল্যাব থেকে সেড সাবমিশন করার সময় পিচ সাইড কে ফেইস ধরে সাবমিট করে।

যা হবার তাই হলো বায়ার প্রথমেই না দেখে সেড এপ্রুভ করে দিয়েছে

সমস্যা ও করনীয়

১. কাপড় এর ফেইস ব্যাক এর সেড ডাইং এর ফেইস আর ব্যাক এর সেড আলাদা হয়।

২. ফেইস এর  ডিজাইন এ ফেইস সুতা লুজ না ইয়ার্ন ফ্লোটিং বেশি তাই ফেইস সাইড সব সময় ডার্কার হয় ব্যাক এর তুলনায় ।

৩. বায়ার এর অর্ডার সিটে কি ভাবে সেড সাব মিশন করতে হয় তা তারা উল্লেখ করে দেয়,  তাই সেড সাবমিশন এর আগে কমেন্ট থাকলে তা ফলো করুন।

৪. কাপড় কে পুনোরায় রিফিনিশিং করে সেড মিলিয়ে দিতে হবে।

৫. রি ফিনিশিং এর ক্ষত্রে কাপড় এর ফেইস ব্যাক একই থাকবে কিন্ত সেড এর টোন হবে ব্যাক সাইড এর টোন এর মতো ।

৬. ভুল ছিলো পার্টির লোকের, সে বলে কি যে সেডে কমেন্টস আছে,  আর বায়িং হাউজ এর লোকের,  সে খেয়াল না করে ল্যাব ডিপ এপ্রুভ করে দিয়েছে ।

৭. পার্টির মন রক্ষার জন্য আমরা এই ভুল সংশোধন করে দেই।
ঠুনকো ভুলের জন্য মাঝে মাঝে অনেক হয়রানির স্বিকার হতে হয় :

Fabric Dyeing এর ক্ষত্রে ফেইস ব্যাক সমস্যা

টেক্সটাইলীয় সমস্যা :

আজ আমাদের ফেব্রিক এর সেড এপ্রুভাল নিয়ে একটি সমস্যা হয়।  সমস্যা টি হলো কাপড় এর ফেইস ব্যাক নিয়ে। সাধারনত কাপড় এর পিচ করা সাইড বা সুইডিং করা সাইড কে ফেইস ধরা হয়,  আর বায়ার এর কাছে সেড সাবমিশন করার সময় সোয়াচ এর ফেইস সাইড উপরে দিতে হয়।
আমাদের পার্টির বায়ার এর রিকোমেন্ডেশন ছিলো কাপড় এর ব্যাক সাইড কে ফেইস ধরে ডাইং করতে হবে ,  পার্টির লোক রা আমাদের তা বলে নি তাই আমাদের ল্যাব থেকে সেড সাবমিশন করার সময় পিচ সাইড কে ফেইস ধরে সাবমিট করে।

যা হবার তাই হলো বায়ার প্রথমেই না দেখে সেড এপ্রুভ করে দিয়েছে

সমস্যা ও করনীয়

১. কাপড় এর ফেইস ব্যাক এর সেড ডাইং এর ফেইস আর ব্যাক এর সেড আলাদা হয়।

২. ফেইস এর  ডিজাইন এ ফেইস সুতা লুজ না ইয়ার্ন ফ্লোটিং বেশি তাই ফেইস সাইড সব সময় ডার্কার হয় ব্যাক এর তুলনায় ।

৩. বায়ার এর অর্ডার সিটে কি ভাবে সেড সাব মিশন করতে হয় তা তারা উল্লেখ করে দেয়,  তাই সেড সাবমিশন এর আগে কমেন্ট থাকলে তা ফলো করুন।

৪. কাপড় কে পুনোরায় রিফিনিশিং করে সেড মিলিয়ে দিতে হবে।

৫. রি ফিনিশিং এর ক্ষত্রে কাপড় এর ফেইস ব্যাক একই থাকবে কিন্ত সেড এর টোন হবে ব্যাক সাইড এর টোন এর মতো ।

৬. ভুল ছিলো পার্টির লোকের, সে বলে কি যে সেডে কমেন্টস আছে,  আর বায়িং হাউজ এর লোকের,  সে খেয়াল না করে ল্যাব ডিপ এপ্রুভ করে দিয়েছে ।

৭. পার্টির মন রক্ষার জন্য আমরা এই ভুল সংশোধন করে দেই।
ঠুনকো ভুলের জন্য মাঝে মাঝে অনেক হয়রানির স্বিকার হতে হয় :

কোন মন্তব্য নেই: