সেড দেখার নিয়ম, কাপড় এর সাথে কাপড় কি ভাবে ধরে সেড মিলাতে হয় তার নিয়ম।
১. কাপড় ফেস এর সাথে ফেস মিলাতে হবে।
২. টুইল লাইন এর সাথে প্রডাকশন এর টুইল লাইন মিলাতে হবে।
৩. পিচ কাপড় হলে পিচ এর পশম যে দিকে আসে প্রোডাকশন এর পশম ওই দিক রেখে মিলাতে হবে।
৪. কাপড় লাইট না ডিপ দেখতে কাপড় কে মাঝ থেকে ভেঙে পাশাপাশি রেখে দেখতে হবে।
৫. লাইট কি হবে তাও মাথায় রাখতে হবে।
৬. ওয়াস করা সেম্পল এর সাথে সেড দেখতে বললে পকেট না কোমরের বেল্ট এর সাথে মিলিয়ে দিতে হবে।
৭. চোখ দিয়ে না মিলাতে পারলে CMC Test করতে হবে।
নোট :
অনেকেই সেড বোঝে না তার কারন স্টেন্ডার্রড এর সাথে কি ভাবে কাপড় ধরতে হয় তা জানে না।
অনেকেই সেড বোঝে না তার কারন স্টেন্ডার্রড এর সাথে কি ভাবে কাপড় ধরতে হয় তা জানে না।
ডাইং করা কাপড় এর সেড বোঝার উপায় :
১. দেখবেন কালার লাইট নাকি ডিপ।
২. Standard এর তুলনায় ডার্কার নাকি লাইটার
৩. Standard এর তুলনায় কি রেডিশ কিনা
৪. Standard এর তুলনায় কি কিনা Yellowish কিনা
৫. Standard এর তুলনায় greenish কিনা
৬. Standard এর তুলনায় Blueish
কিনা
কিনা
এই বিষয় গুলি মাথায় রাখা চাই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন