সেড দেখার কিছু নিয়ম কানুন | Fabric Shade Checking Process - Textile Lab | Textile Learning Blog
সেড দেখার নিয়ম, কাপড় এর সাথে কাপড় কি ভাবে ধরে সেড মিলাতে হয় তার নিয়ম।

১. কাপড় ফেস এর সাথে ফেস মিলাতে হবে।

২. টুইল লাইন এর সাথে প্রডাকশন এর টুইল লাইন মিলাতে হবে।

৩. পিচ কাপড় হলে পি এর পশম যে দিকে আসে প্রোডাকশন এর পশম ওই দিক রেখে মিলাতে হবে।

৪. কাপড় লাইট না ডিপ দেখতে কাপড় কে মাঝ থেকে ভেঙে পাশাপাশি রেখে দেখতে হবে।

৫. লাইট কি হবে তাও মাথায় রাখতে হবে।

৬. ওয়াস করা সেম্পল এর সাথে সেড দেখতে বললে পকেট না কোমরের বেল্ট এর সাথে মিলিয়ে দিতে হবে।

৭. চোখ দিয়ে না মিলাতে পারলে CMC Test করতে হবে।

নোট :
অনেকেই সেড বোঝে না তার কারন স্টেন্ডার্রড এর সাথে কি ভাবে কাপড় ধরতে হয় তা জানে না।
ডাইং করা কাপড় এর সেড বোঝার উপায় :

১. দেখবেন কালার লাইট নাকি ডিপ।

২. Standard  এর তুলনায় ডার্কার নাকি  লাইটার

৩. Standard  এর তুলনায়  কি রেডিশ  কিনা

৪. Standard  এর তুলনায় কি কিনা Yellowish কিনা

৫. Standard  এর তুলনায় greenish কিনা

৬. Standard  এর তুলনায় Blueish 
কিনা

এই বিষয় গুলি মাথায় রাখা চাই














সেড দেখার কিছু নিয়ম কানুন | Fabric Shade Checking Process

সেড দেখার নিয়ম, কাপড় এর সাথে কাপড় কি ভাবে ধরে সেড মিলাতে হয় তার নিয়ম।

১. কাপড় ফেস এর সাথে ফেস মিলাতে হবে।

২. টুইল লাইন এর সাথে প্রডাকশন এর টুইল লাইন মিলাতে হবে।

৩. পিচ কাপড় হলে পি এর পশম যে দিকে আসে প্রোডাকশন এর পশম ওই দিক রেখে মিলাতে হবে।

৪. কাপড় লাইট না ডিপ দেখতে কাপড় কে মাঝ থেকে ভেঙে পাশাপাশি রেখে দেখতে হবে।

৫. লাইট কি হবে তাও মাথায় রাখতে হবে।

৬. ওয়াস করা সেম্পল এর সাথে সেড দেখতে বললে পকেট না কোমরের বেল্ট এর সাথে মিলিয়ে দিতে হবে।

৭. চোখ দিয়ে না মিলাতে পারলে CMC Test করতে হবে।

নোট :
অনেকেই সেড বোঝে না তার কারন স্টেন্ডার্রড এর সাথে কি ভাবে কাপড় ধরতে হয় তা জানে না।
ডাইং করা কাপড় এর সেড বোঝার উপায় :

১. দেখবেন কালার লাইট নাকি ডিপ।

২. Standard  এর তুলনায় ডার্কার নাকি  লাইটার

৩. Standard  এর তুলনায়  কি রেডিশ  কিনা

৪. Standard  এর তুলনায় কি কিনা Yellowish কিনা

৫. Standard  এর তুলনায় greenish কিনা

৬. Standard  এর তুলনায় Blueish 
কিনা

এই বিষয় গুলি মাথায় রাখা চাই














কোন মন্তব্য নেই: