Fabric Softener কি এবং এটি কেনো ব্যাবহার করা হয় - Textile Lab | Textile Learning Blog
ফেক্টরীতে ফেব্রিক  সফেনার এর ব্যাবহার :

আমরা 5 ধরনের সফেনার ব্যাবহার করি
১. সিলিকন
২. ক্যাটায়নিক
৩. আনায়নিক
৪. নন আয়নিক
৫. এমফ্রোটিক
সিলিকন সফেনার সবসময় পানির কালার এর মতো হবে, এটি দিলে কাপড় হাইড্রোফোবিক হবে পানি খাবে না, কাপড় চকচকে হবে।

সফেনার এর আরো কিছু ব্যাবহার :

1.cationic softner- substentibity &most effictive to allmost all the fiber

2.anionic softner- padding process is suitable & compatible with direct dyes/starch/OBA etc but not suitable in hard water

3.nonanionic softner- mainy used for lubrication, scrooping etc but not soluble in water

4.amphoteric softner-mainly used for blended fabric

5.silicon softner - mainly use inside or surface of fabric & improve easy care ratting but protect ozone fading.........




সিলিকন সফেনার 
চেনার উপায় :  লিকুইড অবস্থায় থাকে। ক্যাটায়নিক সফেনার হলে তা শুকনো ফেলক্স অবস্থায় থাকতো  এবং তাকে ব্যাবহারের আগে গরম পানি দিয়ে গুলিয়ে নিতে হতো। সিলিকন সফেনার এর কালার হবে পানির, গ্লিসারিন মতো এবং ঘনো। 

সমস্যা : 

১. কাপড়ে স্পট আসতে পারে
২. এব্জরবেন্সি কমে যায়

ব্যাবহার এর নিয়ম রেসিপি :

৫০০ লিটার এর টেংকিতে  ৪০০ লিটার পানি নিয়ে লিটারে ২০-৩০ গ্রাম হারে সফেনার নিয়ে মেশ কাপড় দিয়ে ছেকে টেংকিতে দিতে হবে,  এক্ষত্রে সফেনার এর সাথে কিছুটা পানি দিয়ে তাকে ডায়ালুট করে নিতে হবে। পরে তার সাথে বাড়তি পানি নিয়ে তাকে ৫০০ লিটার পুরন করে নিতে হবে।  তারপর মটর দিয়ে ভালো করে মিশাতে হবে।


ক্যাটায়নিক নন আয়নিক 
ছবিতে দেখে মনে হতে পারে যে দুধ গোলানো হচ্ছে কিন্তু তা ঠিক নয় এখানে সফেনার গোলানো হচ্ছে। এই গুলি সাধারনত ক্যাটায়নিক,  নন আয়নিক সফেনার। 
কেটায়নিক,নন আয়নিক  সফেনার ফেলেক্স হিসেবে আনা হয় পরে তাকে পানিতে এই ভাবে গুলিয়ে নিতে হয়। Stantar এর টাংকি তে এই ভাবে সফেনার গোলানো হয়,  পরবর্তিতে এটি নির্দিষ্ট পরিমানে পানির সাথে মিশিয়ে ব্যাবহার করা হয়।   ক্যাটায়নিক সফেনার দেখতে হলুদ মসুর ডাল এর মতো বা ফ্লেক্স এর মতো
নন আয়নিক সফেনার দেখতে সাদা মসুর ডাল এর মতো, একে হোয়াইট সফেনার ও বলে। 











Fabric Softener কি এবং এটি কেনো ব্যাবহার করা হয়

ফেক্টরীতে ফেব্রিক  সফেনার এর ব্যাবহার :

আমরা 5 ধরনের সফেনার ব্যাবহার করি
১. সিলিকন
২. ক্যাটায়নিক
৩. আনায়নিক
৪. নন আয়নিক
৫. এমফ্রোটিক
সিলিকন সফেনার সবসময় পানির কালার এর মতো হবে, এটি দিলে কাপড় হাইড্রোফোবিক হবে পানি খাবে না, কাপড় চকচকে হবে।

সফেনার এর আরো কিছু ব্যাবহার :

1.cationic softner- substentibity &most effictive to allmost all the fiber

2.anionic softner- padding process is suitable & compatible with direct dyes/starch/OBA etc but not suitable in hard water

3.nonanionic softner- mainy used for lubrication, scrooping etc but not soluble in water

4.amphoteric softner-mainly used for blended fabric

5.silicon softner - mainly use inside or surface of fabric & improve easy care ratting but protect ozone fading.........




সিলিকন সফেনার 
চেনার উপায় :  লিকুইড অবস্থায় থাকে। ক্যাটায়নিক সফেনার হলে তা শুকনো ফেলক্স অবস্থায় থাকতো  এবং তাকে ব্যাবহারের আগে গরম পানি দিয়ে গুলিয়ে নিতে হতো। সিলিকন সফেনার এর কালার হবে পানির, গ্লিসারিন মতো এবং ঘনো। 

সমস্যা : 

১. কাপড়ে স্পট আসতে পারে
২. এব্জরবেন্সি কমে যায়

ব্যাবহার এর নিয়ম রেসিপি :

৫০০ লিটার এর টেংকিতে  ৪০০ লিটার পানি নিয়ে লিটারে ২০-৩০ গ্রাম হারে সফেনার নিয়ে মেশ কাপড় দিয়ে ছেকে টেংকিতে দিতে হবে,  এক্ষত্রে সফেনার এর সাথে কিছুটা পানি দিয়ে তাকে ডায়ালুট করে নিতে হবে। পরে তার সাথে বাড়তি পানি নিয়ে তাকে ৫০০ লিটার পুরন করে নিতে হবে।  তারপর মটর দিয়ে ভালো করে মিশাতে হবে।


ক্যাটায়নিক নন আয়নিক 
ছবিতে দেখে মনে হতে পারে যে দুধ গোলানো হচ্ছে কিন্তু তা ঠিক নয় এখানে সফেনার গোলানো হচ্ছে। এই গুলি সাধারনত ক্যাটায়নিক,  নন আয়নিক সফেনার। 
কেটায়নিক,নন আয়নিক  সফেনার ফেলেক্স হিসেবে আনা হয় পরে তাকে পানিতে এই ভাবে গুলিয়ে নিতে হয়। Stantar এর টাংকি তে এই ভাবে সফেনার গোলানো হয়,  পরবর্তিতে এটি নির্দিষ্ট পরিমানে পানির সাথে মিশিয়ে ব্যাবহার করা হয়।   ক্যাটায়নিক সফেনার দেখতে হলুদ মসুর ডাল এর মতো বা ফ্লেক্স এর মতো
নন আয়নিক সফেনার দেখতে সাদা মসুর ডাল এর মতো, একে হোয়াইট সফেনার ও বলে। 











কোন মন্তব্য নেই: