সেড কন্টিনিউটি কি, কেনো করা হয় জেনে নিন - Textile Lab | Textile Learning Blog

সেড এর কন্টিনিউটি কি এবং এটি কেনো করা হয় !!!

নীট কাপড় ফিনিশিং এর পর প্রতিটা রোল থেকে এক টুকরো কাপড় কেটে নেয়া হয়,  পরে ওই কাপড় এর টুকরো থেকে GSM কাটিং করা হয় এবং GSM কাটিং এর গোল টুকরো গুলি GSM মেপে তাদের রোল এর  সিরিয়াল অনুযায়ী একটি বোর্ডে বা কার্ডে সাজানো হয় একে ।  তবে সাজানোর সময় একে মাঝ খানে থেকে ভেংগে একটির সাথে অন্যটি টেপ দিয়ে জুড়ে দেয়া হয়।  এই প্রক্রিয়ায় প্রতিটা রোলে সেড কি অবস্থায় আছে তা দেখা  যায় ।

এই সেড কার্ডের মুল বৈশিষ্ট্য হলো এতে সেড এর গ্রুপ আর গ্রেড করা থাকে আর এই গ্রেড গুলি ভালো থেকে খারাপ এর দিকে কন্টিনিউয়াসলি সাজানো থাকে যেমন A সেড,  B সেড,   C সেড  D সেড,  সেড কন্টিনিউয়াসলি সাজানো থাকে বিধায় একে সেড এর কন্টিনিউটি বলে। 

কি কি তথ্য থাকে এই কার্ডে :

১.GSM
২. রোল ওয়েট
৩. বায়ার + স্টাইল + ফেব্রিক টাইপ +কোয়ানটিটি
৪. রোল কোয়ানটিটি

#তথ্য:

১. এটি করে ফিনিশিং এবং কোয়ালিটি ডিপার্টমেন্ট এর লোক জন বা অন লাইন QC.

২. এটি গার্মেন্টস এর কাটিং সেকশনে দিতে হয় ফেব্রিক ডেলিভারি দেয়ার সময়।

৩. কাটিং এর লোক জন GSM এর সেড ওকে আছে কিনা তা দেখে।

৪. কাটিং করার সময় কাটিং এর লোক জন ডাইং এর করে দেয়া সেড গ্রুপ ধরে কাপড়  কাটে।

৫. কোনো রোলে অফ সেড থাকলে তা এই GSM এর সেম্পল দেখে বের করা যায়।

৬. এই গ্রুপ ফলো করে কাপড় কাটলে কাপড় এর সেড ভেরিয়েশন বা সেড এর মিক্সিং কম হবে।

৭. মাঝে মাঝে বায়িং হাউজ এর  কোয়ালিটি কন্ট্রোলার মাঝে মাঝে এটি দেখতে চায়। তারা GSM মঝে মাঝে চেক এই বোর্ড থেকে।






সেড কন্টিনিউটি কি, কেনো করা হয় জেনে নিন

সেড এর কন্টিনিউটি কি এবং এটি কেনো করা হয় !!!

নীট কাপড় ফিনিশিং এর পর প্রতিটা রোল থেকে এক টুকরো কাপড় কেটে নেয়া হয়,  পরে ওই কাপড় এর টুকরো থেকে GSM কাটিং করা হয় এবং GSM কাটিং এর গোল টুকরো গুলি GSM মেপে তাদের রোল এর  সিরিয়াল অনুযায়ী একটি বোর্ডে বা কার্ডে সাজানো হয় একে ।  তবে সাজানোর সময় একে মাঝ খানে থেকে ভেংগে একটির সাথে অন্যটি টেপ দিয়ে জুড়ে দেয়া হয়।  এই প্রক্রিয়ায় প্রতিটা রোলে সেড কি অবস্থায় আছে তা দেখা  যায় ।

এই সেড কার্ডের মুল বৈশিষ্ট্য হলো এতে সেড এর গ্রুপ আর গ্রেড করা থাকে আর এই গ্রেড গুলি ভালো থেকে খারাপ এর দিকে কন্টিনিউয়াসলি সাজানো থাকে যেমন A সেড,  B সেড,   C সেড  D সেড,  সেড কন্টিনিউয়াসলি সাজানো থাকে বিধায় একে সেড এর কন্টিনিউটি বলে। 

কি কি তথ্য থাকে এই কার্ডে :

১.GSM
২. রোল ওয়েট
৩. বায়ার + স্টাইল + ফেব্রিক টাইপ +কোয়ানটিটি
৪. রোল কোয়ানটিটি

#তথ্য:

১. এটি করে ফিনিশিং এবং কোয়ালিটি ডিপার্টমেন্ট এর লোক জন বা অন লাইন QC.

২. এটি গার্মেন্টস এর কাটিং সেকশনে দিতে হয় ফেব্রিক ডেলিভারি দেয়ার সময়।

৩. কাটিং এর লোক জন GSM এর সেড ওকে আছে কিনা তা দেখে।

৪. কাটিং করার সময় কাটিং এর লোক জন ডাইং এর করে দেয়া সেড গ্রুপ ধরে কাপড়  কাটে।

৫. কোনো রোলে অফ সেড থাকলে তা এই GSM এর সেম্পল দেখে বের করা যায়।

৬. এই গ্রুপ ফলো করে কাপড় কাটলে কাপড় এর সেড ভেরিয়েশন বা সেড এর মিক্সিং কম হবে।

৭. মাঝে মাঝে বায়িং হাউজ এর  কোয়ালিটি কন্ট্রোলার মাঝে মাঝে এটি দেখতে চায়। তারা GSM মঝে মাঝে চেক এই বোর্ড থেকে।






কোন মন্তব্য নেই: