CVC এবং PC / TC সিংগেল বা ডাবল পার্ট ডাইং : কি, কেনো এবং কিভাবে করা হয়।
CVC - Cheaf Value of Cotton এটি কটন পলিস্টার ব্লেন্ডেড কাপড় যার ভেতরে কটন এর রেশিও পলিস্টার এর তুলনায় বেশি থাকে
PC- Polly Cotton এটি ও পলিস্টার কটন ব্লেন্ডেড ফেব্রিক, এই ফেব্রিকে পলিস্টার এর রেশিও কটন এর তুলনায় বেশি।
কিছু তথ্য:
১. কিছু কিছু সময় ডাইংয়ে বোথ পার্ট ডাইং হয় অথবা সিংগেল পার্ট ডাইং করা হয়।
২. কটন পার্ট ডাইং হয় রিয়েক্টিভে আর পলিস্টার পার্ট ডাইং হয় ডিস্পারর্সে ।
৩. পলিস্টার পার্ট আগে ডাইং করতে হবে টেম্পারেচার রেঞ্জ ১৩০ ডিগ্রী
৪. কটন পার্ট পরে ডাইং করতে হবে টেম্পারেচার রেঞ্জ ৬০-৮০ ডিগ্রী।
৫. কটন পার্ট শুধু ব্লিচ আর বোথ পার্ট স্কাওরিং করতে হয়।
৬. উভয় পার্ট ডাইং করলে পলিস্টার পার্ট ডাইং এর পর কটন পার্ট রিডাকশন করে নিতে হয়। আর সিংগেল পার্ট ডাইং করলে রীডাকশন করা লাগে না।
৭. পলিস্টার পার্ট ফিনিশিং করতে হিট কমিয়ে করতে হয়।
৮. কটন পার্ট হাই টেম্পারেচারে ফিনিশিং করা যায়।
৯. সিংগেল পার্ট ডাইং করার পর কাপড় সাদাটে থাকে।
১০. কটন পার্ট সাধারনত এটমস্পিয়ারিক উইঞ্চ মেশিন বা হাই টেম্পারেচার মেশিনে করা যায়।
১১. পলিস্টার পার্ট ডাইং করতে হাই টেম্পারেচার হাই প্রেশার উইঞ্চ ডাইং মেশিন ব্যাবহার করা হয়।
১২. সফেনার হিসেবে সিলিকন সফেনার ব্যাবহার করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন