ডাইং এর সময় লাইট কালার চালানোর কিছু নিয়ম জেনে নিন - Textile Lab | Textile Learning Blog
ডাইং এর সময়  লাইট কালার চালানোর কিছু নিয়মঃ

১. লাইট কালার চালানোর আগে মেশিন ভালো করে ওয়াস করে নিতে হবে।

২. মেশিনে ডিপ কালার করার পর লাইট কালার করলে মেশিন ওয়াস বাধ্যতামূলক।

৩. স্পট এর প্রবনতা বেশি।

৪. দামি ডাই লাগে ডাই এর টোন লাইট হতে হয়।

৫. ফিনিশিং এর পর লাইট হয়ে যায়।

৬. ক্যামিকেল এর স্পট পড়তে পারে।

৭. লাইট কালার চালানোর আগে ডাইং,  ফিনিশিং মেশিন উভয় পরিস্কার করা লাগে বিধায় তা সময় সাপেক্ষ।

৮. মেশিন প্যারামিটার চেঞ্জ করলে এর সেড চেঞ্জ হয়ে যায় যেমন স্টিম বা প্রেশার ।

৯. লাইট কালার মেশিন প্রস্তুত করতে সময় লাগে ,  মেশিন ওয়াসের সময় হাইড্রোজ দেয়া যাবে না।

১০. লাইট কালারের এলকালি হিসেবে শুরু সোডা দিতে হয়।

১১. ডার্ক কালার এর রিডাকশন বা স্ট্রিপিং  করা কাপড় থেকে কখনো লাইট কালার করা যায় না।

১২. প্রতিটা ডাই ম্যনুফেকচারার লাইট কালার এর জন্য আলাদা ডাই তৈরি করে  যেমন : Dyestar এর Remazol এর RR সিরিজ এর কালার দিয়ে লাইট কালার করে আর  RGB দিয়ে ডিপ কালার।  Novacron এর Yellow NP,  Red TS3B,  Blue FNR দিয়ে লাইট কালার করা হয়,  কিন্তু Everzol,  Amron  এর ডাই দিয়ে ডার্ক কালার করা হয়।

১৩. লাইট কালার মেশিন থেকে আনলোড করার সময় কিছু টা ডিপ এর দিকে রাখে আনলোড করতে হয় যেনো তা ড্রাই এর পর লাইট হয়ে না যায়।

১৪. লাইট কালার কম হিটে ফিনিশিং করতে হয়।

১৫. ফিনিশিং প্রোগ্রাম আগে লাইট কালার থেকে শুরু কুরতে হয় ডার্ক আগে লাগানো যাবে না লাগালে তার দাগ পরতে পারে।

১৬. লাইট কালারে রেড আপ হওয়ার প্রবনতা অনেক বেশি।

১৭. লাইট কালারে টপিং করে যে কোনো কালার আপনি আনতে পারবেন

ডাইং এর সময় লাইট কালার চালানোর কিছু নিয়ম জেনে নিন

ডাইং এর সময়  লাইট কালার চালানোর কিছু নিয়মঃ

১. লাইট কালার চালানোর আগে মেশিন ভালো করে ওয়াস করে নিতে হবে।

২. মেশিনে ডিপ কালার করার পর লাইট কালার করলে মেশিন ওয়াস বাধ্যতামূলক।

৩. স্পট এর প্রবনতা বেশি।

৪. দামি ডাই লাগে ডাই এর টোন লাইট হতে হয়।

৫. ফিনিশিং এর পর লাইট হয়ে যায়।

৬. ক্যামিকেল এর স্পট পড়তে পারে।

৭. লাইট কালার চালানোর আগে ডাইং,  ফিনিশিং মেশিন উভয় পরিস্কার করা লাগে বিধায় তা সময় সাপেক্ষ।

৮. মেশিন প্যারামিটার চেঞ্জ করলে এর সেড চেঞ্জ হয়ে যায় যেমন স্টিম বা প্রেশার ।

৯. লাইট কালার মেশিন প্রস্তুত করতে সময় লাগে ,  মেশিন ওয়াসের সময় হাইড্রোজ দেয়া যাবে না।

১০. লাইট কালারের এলকালি হিসেবে শুরু সোডা দিতে হয়।

১১. ডার্ক কালার এর রিডাকশন বা স্ট্রিপিং  করা কাপড় থেকে কখনো লাইট কালার করা যায় না।

১২. প্রতিটা ডাই ম্যনুফেকচারার লাইট কালার এর জন্য আলাদা ডাই তৈরি করে  যেমন : Dyestar এর Remazol এর RR সিরিজ এর কালার দিয়ে লাইট কালার করে আর  RGB দিয়ে ডিপ কালার।  Novacron এর Yellow NP,  Red TS3B,  Blue FNR দিয়ে লাইট কালার করা হয়,  কিন্তু Everzol,  Amron  এর ডাই দিয়ে ডার্ক কালার করা হয়।

১৩. লাইট কালার মেশিন থেকে আনলোড করার সময় কিছু টা ডিপ এর দিকে রাখে আনলোড করতে হয় যেনো তা ড্রাই এর পর লাইট হয়ে না যায়।

১৪. লাইট কালার কম হিটে ফিনিশিং করতে হয়।

১৫. ফিনিশিং প্রোগ্রাম আগে লাইট কালার থেকে শুরু কুরতে হয় ডার্ক আগে লাগানো যাবে না লাগালে তার দাগ পরতে পারে।

১৬. লাইট কালারে রেড আপ হওয়ার প্রবনতা অনেক বেশি।

১৭. লাইট কালারে টপিং করে যে কোনো কালার আপনি আনতে পারবেন

কোন মন্তব্য নেই: