হোয়াইট কাপড় করার জন্য বায়ার সোয়াচ দিয়ে দেয়, তা ফলো করে আমরা ডাইং করি।
আমাদের নিয়মঃ
টার্গেট সোয়াচ বেশী হোয়াইট হলে বা অপটিক হোয়াইট হলে আমারা রেসিপি তে কাপড় এর ওজনের ০.৪ % (0.4%) দিয়ে শুরু করতে বলি, পরে হোয়াইটনেস দেখে আবার কাপড় এর ওজনের % হলে দিতে হয়।
আর নরমাল হোয়াইট হলে কাপড় এর ওজনের ০.৩% হারে ব্রাইটেনার দিতে হয়।
মেশিন: জিগার
চিত্র: আমার হাতের সোয়াচ বায়ার এর দেয়া এপ্রুভ সোয়াচ।এপ্রুভ সিল মারা। আমরা তিন রেসিপিততে করা ল্যাব ডিপ সাবমিশন করেছি A,B, C। বায়ার c অপসন বায়ার এপ্রুভ দিয়েছে,। তাই C অপশন ফলো করে ডাইং করবো।
কাপড় কে সাদা করার ক্যামিকেল গুলানোর পর দেখতে এমন হয়।
OBA : Optical Brightnening Agent
একে অপটিকাল ব্রাইটেনার বলে, ফেক্টারীর অপারেটর রা নাম ভালো করে বলতে পারে না একে তারা হোয়াইট ক্যামিকেল বলে ।
একটি লট ডাইং করতে ২-৩ ঘণ্টা সময় লাগে
কিছু ক্যামিকেল :
Sun White BYB
Syno White 4BK
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন