ফ্লোরোসেন্ট বা নিয়ন কালার কি:
ফেক্টরী তে চোখ ধাঁধানো কিছু কলার করা হয় কাপড় এ এই গুলি ফ্লোরসেন্ট ডাই দিয়ে করা হয় এই গুলি আমরা স্টেন্টার দিয়ে করা হয়। এই কালার করা খুব সহজ কিন্তু সমস্যা হলো এই সেড গুলি সহজে মিলতে চায় না ।
নিয়ম :
স্টেন্টার এর টানকি তে ৫০০ লিটার এর কালার বানানো যায় আমরা কালার গ্রাম পার লিটার এ নেই কিন্তু বাকি সব ১০০ লিটার হিসেবে দেই
স্টেন্টার এর টানকি তে ৫০০ লিটার এর কালার বানানো যায় আমরা কালার গ্রাম পার লিটার এ নেই কিন্তু বাকি সব ১০০ লিটার হিসেবে দেই
যেমন :
প্রতি ১০০ লিটারে ১ কেজি হারে Binder
প্রতি ১০০ লিটারে ৫০ গ্রাম Alginat Gum
প্রতি ১০০ লিটারে ১ কেজি হারে Binder
প্রতি ১০০ লিটারে ৫০ গ্রাম Alginat Gum
কালার এর হিসেব :
যেমন Sendal Red AFITB 1.4 gm par liter hole 100X1.4= যত হবে তত ডাই নেই
যেমন Sendal Red AFITB 1.4 gm par liter hole 100X1.4= যত হবে তত ডাই নেই
আমরা এই ফ্লোরোসেন্ট ডাই, বাইন্ডার, আর এলজিনেট গাম একত্রে মিশানোর পর। এলজিনেট গাম লিকার এর ভিসকোসিটি বাড়ায় আর কালার মাইগ্রেট করতে দেয় না।
স্টেন্টার এ এক মিটার কাপড় চালিয়ে দেখি সেম্পল কেমন আশচে মাঝে মাঝে কিছু ডাই এর ঘাটতি দেখা যায় যা % আকারে এডিশন দিয়ে দেয়া হয় সেড ওকে হলে কাপড় চালিয়ে দেয়া হয়।
ফিনিশ এর নিয়ম :
কাপড় কে ১৭০* তে কিউরিং করে দিতে হয়। না হলে রাবিং ফেল করবে।
কাপড় কে ১৭০* তে কিউরিং করে দিতে হয়। না হলে রাবিং ফেল করবে।
রাবিং টেস্ট :
রাবিং এর গ্রেড নুনতম ৩ হতে হবে কালার স্কেলে।
রাবিং এর গ্রেড নুনতম ৩ হতে হবে কালার স্কেলে।
কস্টিং:
কেজি প্রতি ৫$ করে নেয় ফেক্টরি
কেজি প্রতি ৫$ করে নেয় ফেক্টরি
সমস্যা :
নীট কাপড় এর পলিস্টার পার্ট উইঞ্চ মেশিনে করা হয় আর কটন পার্ট স্টেনটারে করা হয়।
নীট কাপড় এর পলিস্টার পার্ট উইঞ্চ মেশিনে করা হয় আর কটন পার্ট স্টেনটারে করা হয়।
ওভেন কাপড় পুরোপুরিভাবে স্টেনটারে করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন