ফ্লোরোসেন্ট বা নিয়ন কালার কি, জেনে নিন | Florocent Dyeing - Textile Lab | Textile Learning Blog
ফ্লোরোসেন্ট বা নিয়ন কালার কি:

ফেক্টরী তে  চোখ ধাঁধানো কিছু কলার করা হয় কাপড় এ এই গুলি ফ্লোরসেন্ট ডাই দিয়ে করা হয় এই গুলি আমরা স্টেন্টার দিয়ে করা হয়। এই কালার করা খুব সহজ  কিন্তু সমস্যা হলো এই সেড গুলি সহজে মিলতে চায় না ।

নিয়ম :
স্টেন্টার এর টানকি তে ৫০০ লিটার এর কালার বানানো যায় আমরা কালার গ্রাম পার লিটার এ নেই কিন্তু বাকি সব ১০০ লিটার হিসেবে দেই

যেমন :
প্রতি  ১০০ লিটারে  ১ কেজি হারে  Binder
প্রতি  ১০০ লিটারে  ৫০ গ্রাম  Alginat Gum

কালার এর হিসেব :
যেমন Sendal Red AFITB 1.4 gm par liter hole 100X1.4= যত হবে তত ডাই নেই
আমরা এই ফ্লোরোসেন্ট ডাই,  বাইন্ডার,  আর এলজিনেট গাম একত্রে মিশানোর পর। এলজিনেট গাম লিকার এর ভিসকোসিটি বাড়ায় আর কালার মাইগ্রেট করতে দেয় না।
স্টেন্টার এ এক মিটার কাপড় চালিয়ে দেখি সেম্পল কেমন আশচে মাঝে মাঝে কিছু ডাই এর ঘাটতি দেখা  যায় যা % আকারে এডিশন দিয়ে দেয়া হয় সেড ওকে হলে কাপড় চালিয়ে দেয়া হয়। 

ফিনিশ এর নিয়ম :
কাপড় কে ১৭০* তে কিউরিং করে দিতে হয়। না হলে রাবিং ফেল করবে।

রাবিং টেস্ট :
রাবিং এর গ্রেড নুনতম ৩ হতে হবে কালার স্কেলে।

কস্টিং:
কেজি প্রতি ৫$ করে নেয় ফেক্টরি

সমস্যা :
নীট কাপড় এর পলিস্টার পার্ট উইঞ্চ মেশিনে করা হয় আর কটন পার্ট স্টেনটারে করা হয়।
ওভেন কাপড় পুরোপুরিভাবে স্টেনটারে করা হয়।

ফ্লোরোসেন্ট বা নিয়ন কালার কি, জেনে নিন | Florocent Dyeing

ফ্লোরোসেন্ট বা নিয়ন কালার কি:

ফেক্টরী তে  চোখ ধাঁধানো কিছু কলার করা হয় কাপড় এ এই গুলি ফ্লোরসেন্ট ডাই দিয়ে করা হয় এই গুলি আমরা স্টেন্টার দিয়ে করা হয়। এই কালার করা খুব সহজ  কিন্তু সমস্যা হলো এই সেড গুলি সহজে মিলতে চায় না ।

নিয়ম :
স্টেন্টার এর টানকি তে ৫০০ লিটার এর কালার বানানো যায় আমরা কালার গ্রাম পার লিটার এ নেই কিন্তু বাকি সব ১০০ লিটার হিসেবে দেই

যেমন :
প্রতি  ১০০ লিটারে  ১ কেজি হারে  Binder
প্রতি  ১০০ লিটারে  ৫০ গ্রাম  Alginat Gum

কালার এর হিসেব :
যেমন Sendal Red AFITB 1.4 gm par liter hole 100X1.4= যত হবে তত ডাই নেই
আমরা এই ফ্লোরোসেন্ট ডাই,  বাইন্ডার,  আর এলজিনেট গাম একত্রে মিশানোর পর। এলজিনেট গাম লিকার এর ভিসকোসিটি বাড়ায় আর কালার মাইগ্রেট করতে দেয় না।
স্টেন্টার এ এক মিটার কাপড় চালিয়ে দেখি সেম্পল কেমন আশচে মাঝে মাঝে কিছু ডাই এর ঘাটতি দেখা  যায় যা % আকারে এডিশন দিয়ে দেয়া হয় সেড ওকে হলে কাপড় চালিয়ে দেয়া হয়। 

ফিনিশ এর নিয়ম :
কাপড় কে ১৭০* তে কিউরিং করে দিতে হয়। না হলে রাবিং ফেল করবে।

রাবিং টেস্ট :
রাবিং এর গ্রেড নুনতম ৩ হতে হবে কালার স্কেলে।

কস্টিং:
কেজি প্রতি ৫$ করে নেয় ফেক্টরি

সমস্যা :
নীট কাপড় এর পলিস্টার পার্ট উইঞ্চ মেশিনে করা হয় আর কটন পার্ট স্টেনটারে করা হয়।
ওভেন কাপড় পুরোপুরিভাবে স্টেনটারে করা হয়।

কোন মন্তব্য নেই: