ফেব্রিক এর বায়াস বা স্কিউ কি, জেনে নিন - Textile Lab | Textile Learning Blog

Stanter  এর Bayas or Scew or bowing আমারা এই ভাবে টেস্ট করি, হাফ মিটার কাপড় কেটে তাকে দুই মাথা এক সাথে জুড়ে দিয়ে দেখা হয় কোন মাথা আগে গেসে না পরে গেসে তা টেস্ট করা হয়।

স্টেনটার এর কাপড় দুই মাথা ফীড করা হয়,  যে কোন একমাথা আগে ফিড হলে এই সমস্যা হয়,  তাই যে মাথা আগে যায় তার পাশ এর ফিডার টা কিছু টা স্লো করে দেয়া হয় বা বলা যায় মেশিন এর চেইন স্পিড বাড়াইয়া কমাইয়া এর প্রতিকার  করা যায়।

কিছু বিষয় :

এই সমস্যা স্টেনটার থেকে ঠিক করে না দিলে কাপড় থেকে  গার্মেন্টস সেলাই এর পর তাতে টুইস্টিং বা স্পাইরিলিটি  দেখা যায়। 

ফেব্রিক এর বায়াস বা স্কিউ কি, জেনে নিন

Stanter  এর Bayas or Scew or bowing আমারা এই ভাবে টেস্ট করি, হাফ মিটার কাপড় কেটে তাকে দুই মাথা এক সাথে জুড়ে দিয়ে দেখা হয় কোন মাথা আগে গেসে না পরে গেসে তা টেস্ট করা হয়।

স্টেনটার এর কাপড় দুই মাথা ফীড করা হয়,  যে কোন একমাথা আগে ফিড হলে এই সমস্যা হয়,  তাই যে মাথা আগে যায় তার পাশ এর ফিডার টা কিছু টা স্লো করে দেয়া হয় বা বলা যায় মেশিন এর চেইন স্পিড বাড়াইয়া কমাইয়া এর প্রতিকার  করা যায়।

কিছু বিষয় :

এই সমস্যা স্টেনটার থেকে ঠিক করে না দিলে কাপড় থেকে  গার্মেন্টস সেলাই এর পর তাতে টুইস্টিং বা স্পাইরিলিটি  দেখা যায়। 

কোন মন্তব্য নেই: