যারা বার্ন আউট প্রিন্টিং দেখেন নি তাদের জন্য
টাইপ : রোটারি স্ক্রিন অল ওভার প্রিন্টিং
নিয়ম : প্রথমে কাপড় কে তার ডিজাইন অনুযায়ী স্ক্রিন এর মাধ্যমে প্রিন্টিং করা হয়। এখানে প্রিন্টিং পেস্ট এর পরিবর্তে বার্ন আউট ক্যামিকেল বা এসিড ব্যাবহার করা হয় । প্রিন্টিং এর পর কাপড় টি সাদা থাকে কিন্তু কিউরিং এর পর কাপড় টি কালো হয়ে যায়।
এর পর কাপড় কে ওয়াসে পাঠানো হয়, ওয়াসের পর কাপড় এর কালো স্থান সাদা নেট বা জালির মতো হয়ে যায় কারন এতে পলিস্টার কোর স্পান সুতা ব্যাবহার করা হয়। এসিড পলিস্টার এর ক্ষতি করে না।
এর পর কাপড় কে ওয়াসে পাঠানো হয়, ওয়াসের পর কাপড় এর কালো স্থান সাদা নেট বা জালির মতো হয়ে যায় কারন এতে পলিস্টার কোর স্পান সুতা ব্যাবহার করা হয়। এসিড পলিস্টার এর ক্ষতি করে না।
এর পর চাইলে এই কাপড় এর পলিস্টার পার্ট বা কটন পার্ট ডাইং করে না না ডিজাইন ফুটিয়ে তুলতে পারেন
সতর্কতা : ক্যামিকেল হাতে লাগলে হাত চুলকাবে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন