বাইন্ডার কি কেনো ব্যাবহার করা হয় | Binder | Pigment Dyeing Printing - Textile Lab | Textile Learning Blog
বাইন্ডার
পিগমেন্ট ডাইং এর প্রধান ক্যামিকেল,  এর আচরণ ক্রস লিংকার এর মতো,  যার এফিনিটি পিগমেন্ট এবং ফেব্রিক দুইটাই প্রতি সমান।

ব্যাবহার :
এটি পিগমেন্ট  প্রিন্টিং আর ওভেন ডাইং এ পিগমেন্ট ডাইং এবং ফ্লোরসেন্ট ডাইং এর জন্য ব্যবহার করা হয় ।

Quality Test :
ঘনত্ব দেখা হয় ক্যামিকেল এর ল্যাবে আগের লটের বাইন্ডার আর নতুন বাইন্ডার দিয়ে আলাদাভাবে দুইটা টুকরো কাপড় কে পিগমেন্ট ডাইং করা হয় এবং তাদের মাঝে অভার অল কোয়ালিটি তুলনা করা হয়।  যেমন তার রাবিং ফাস্টনেস ,  কালার চেঞ্জ হয় কিনা ইত্যাদি।

ফরমালডিহাইড ফ্রি কিনা তা আগে জেনে নিন।

চেনার উপায়
বাইন্ডার একমাত্র দেখতে দুধ এর মতো আর ঘন আঠালো হয় । 

স্মেল : অনেকটাই পাকা কাঁঠাল এর মতো 

বাইন্ডার কি কেনো ব্যাবহার করা হয় | Binder | Pigment Dyeing Printing

বাইন্ডার
পিগমেন্ট ডাইং এর প্রধান ক্যামিকেল,  এর আচরণ ক্রস লিংকার এর মতো,  যার এফিনিটি পিগমেন্ট এবং ফেব্রিক দুইটাই প্রতি সমান।

ব্যাবহার :
এটি পিগমেন্ট  প্রিন্টিং আর ওভেন ডাইং এ পিগমেন্ট ডাইং এবং ফ্লোরসেন্ট ডাইং এর জন্য ব্যবহার করা হয় ।

Quality Test :
ঘনত্ব দেখা হয় ক্যামিকেল এর ল্যাবে আগের লটের বাইন্ডার আর নতুন বাইন্ডার দিয়ে আলাদাভাবে দুইটা টুকরো কাপড় কে পিগমেন্ট ডাইং করা হয় এবং তাদের মাঝে অভার অল কোয়ালিটি তুলনা করা হয়।  যেমন তার রাবিং ফাস্টনেস ,  কালার চেঞ্জ হয় কিনা ইত্যাদি।

ফরমালডিহাইড ফ্রি কিনা তা আগে জেনে নিন।

চেনার উপায়
বাইন্ডার একমাত্র দেখতে দুধ এর মতো আর ঘন আঠালো হয় । 

স্মেল : অনেকটাই পাকা কাঁঠাল এর মতো 

কোন মন্তব্য নেই: