ডেভেলপমেন্ট সেম্পল কি
বায়াররা বাল্ক ডাইং এর আগে ২০-১০০ মিটার আকারে ছোট ছোট কাপড় ডাইং করিয়ে নেয় , এদের ডেভেলপমেন্ট সেম্পল বলে ।
ধরুন একটি অর্ডারে ১-৪ কালার আছে মোট ৮০০০ মিটার কাপড়ের, তখন মার্চেন্টডাইজার রা ওই কালার আর এই কন্সট্রাকশন এর কাপড় থেকে ২০-৩০ মিটার কাপড় ডাইং করে ওই কাপড় বায়ার দের কাছে পাঠায়। এই ডেভেলপমমেন্ট সেম্পলে বায়ার মুলত ফেব্রিক এর কোয়ালিটি এবং ডাইং করলে কেমন হয় তা দেখে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন