হোয়াইট কাপড় ডাইং এর কিছু তথ্য জেনে রাখুন - Textile Lab | Textile Learning Blog
ওভেন ডাইং মিল এ হোয়াইট  কাপড় করতে হয় জিগার ডাইং মেশিনে কারন CPB বা Cold Pad Batch ডাইং মেশিনে নরমাল Temparature এ ডাইং হয় আর হোয়াইট করতে ৯০* তাপমাত্রা লাগে,  মাঝে মাঝে Stentar এ করে কিন্তু তার মান বেশী ভালো হয় না

হোয়াইট কাপড় এর ডাইং এর কিছু তথ্য :

১. হোয়াইট করতে ডাই লাগে না OBA বা Optical brightaner ব্যাবহার করা হয়।

২. BYB,  4BK হলো কমন ব্রাইটেনার।

৩. এনি হোয়াইট করতে বললে আপনারা A4 Paper এর হোয়াইট বুজবেন

৪ কাপড় কম হোয়াইট হলে তা রেডিস হবে

৫ বেশী হোয়াইট হলে তা Blueish হয়।

৬ মাঝামাঝি হোয়াইট দেখতে Yellowish

6.  Stanter এ কম Temperature এ হোয়াইট কাপড় ফিনিশ করতে হয়

৬ হোয়াইট কাপড় ডাইং করতে Marcarize করা লাগে না।

৭. হোয়াইট বেশী হয়ে গেলে কাপড় কে একবার Marcarize করে নিলে সেড ডাল হবে ।

৮. বায়ার যদি এনি হোয়াইট করতে বলে তা হলে আপনারা A4 Paper এর কাগজ যতোটুকু হোয়াইট তা করলে হবে।

৯,  হোয়াইট করতে বাড়তি প্রসেস লাগে না ব্লিচ অবস্থায়  ব্রাইটেনার দিয়ে দিতে হয়।

১০. হোয়াইট কাপড় ফিনিশ করতে হোয়াইট কালার এর সফেনার ব্যাবহার করা হয়।

১১. স্টেনটার এ হোয়াইট করা যায় কিন্তু কাপড় এর কোয়ালিটি ভালো হয় না




হোয়াইট কাপড় ডাইং এর কিছু তথ্য জেনে রাখুন

ওভেন ডাইং মিল এ হোয়াইট  কাপড় করতে হয় জিগার ডাইং মেশিনে কারন CPB বা Cold Pad Batch ডাইং মেশিনে নরমাল Temparature এ ডাইং হয় আর হোয়াইট করতে ৯০* তাপমাত্রা লাগে,  মাঝে মাঝে Stentar এ করে কিন্তু তার মান বেশী ভালো হয় না

হোয়াইট কাপড় এর ডাইং এর কিছু তথ্য :

১. হোয়াইট করতে ডাই লাগে না OBA বা Optical brightaner ব্যাবহার করা হয়।

২. BYB,  4BK হলো কমন ব্রাইটেনার।

৩. এনি হোয়াইট করতে বললে আপনারা A4 Paper এর হোয়াইট বুজবেন

৪ কাপড় কম হোয়াইট হলে তা রেডিস হবে

৫ বেশী হোয়াইট হলে তা Blueish হয়।

৬ মাঝামাঝি হোয়াইট দেখতে Yellowish

6.  Stanter এ কম Temperature এ হোয়াইট কাপড় ফিনিশ করতে হয়

৬ হোয়াইট কাপড় ডাইং করতে Marcarize করা লাগে না।

৭. হোয়াইট বেশী হয়ে গেলে কাপড় কে একবার Marcarize করে নিলে সেড ডাল হবে ।

৮. বায়ার যদি এনি হোয়াইট করতে বলে তা হলে আপনারা A4 Paper এর কাগজ যতোটুকু হোয়াইট তা করলে হবে।

৯,  হোয়াইট করতে বাড়তি প্রসেস লাগে না ব্লিচ অবস্থায়  ব্রাইটেনার দিয়ে দিতে হয়।

১০. হোয়াইট কাপড় ফিনিশ করতে হোয়াইট কালার এর সফেনার ব্যাবহার করা হয়।

১১. স্টেনটার এ হোয়াইট করা যায় কিন্তু কাপড় এর কোয়ালিটি ভালো হয় না




কোন মন্তব্য নেই: