শেড ব্লাংকেট কি ???
সাধারনত ওভেন কাপড় ডাইং না ফিনিশিং এর পর বা গার্মেন্টস তৈরির পর তাকে বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী গার্মেন্টস ওয়াস করে দিতে হয়।
সাধারনত গার্মেন্টস ওয়াস এর পর কাপড় থেকে কালার কাটে এবং তার রেডিশ, ইয়োলিশ, ব্লুইশ টোন আসে, আর আমরা এই বিষয় মাথায় রেখে ডাইং করি যেনো ওয়াস এর পর কাপড়ে এর সেড বায়ার সোয়াচ এর সাথে মিলে যায়।
ওয়াস এর কালার এর কেরেক্টার অনুযায়ী যে কালার বাড়ে তা কমিয়ে আর যা কমে তা আগেই বাড়িয়ে দেই।
তার পরো গার্মেন্টস বানানোর আগে ডাইং এর তরফ থেকে কোয়ালিটির লোকরা রোলিং এর সময় প্রতিটা রোল থেকে একটা টুকরো কাপড় কেটে নেয় , পরে সব কাটা টুকরো একসাথে জুড়ে দেয়, আর জুড়ে একটি ব্লাংকেট এর মতো তৈরি করে।
তারপর একে গার্মেন্টস যে ভাবে ওয়াস হবে ওই ভাবে ( এনজাইম বা সিলিকন) সেম রেসিপি সেম প্যারামিটারে ওয়াস করতে হবে।
আর ওয়াস এর পর দেখতে হবে কনো রোল এর সেড এর সমস্যা আছে কিনা, থাকলে তা বাদ দিয়ে বাকি ভালো রোল গুলি গার্মেন্টস এর কাটিং এর জন্য ডেলিভারি দিতে হবে। আর খারাপ রোল দুলি রেক্টিফিকেশন এর জন্য ডাইংয়য়্র ফেরত দিতে হবে।
ওয়াস করা ব্লাংকেট যাদের দেখাতে হয়!
১. মার্চেন্টডাইজার।
২. কাটিং এর লোকদের।
৩. গার্মেন্টস ওয়াস এর লোকদের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন