একজন Merchandiser কে কি কাজ জানতে হয় ?
সংক্ষেপে বললে বলতে হবে এক জন নতুন Merchandiser এর জন্য নিম্নলিখিত বিষয় ভালো ভাবে জানা,বুঝা এবং করতে পারা দরকার।
১. Buyer এর পাঠানো Fashion Design/ Technical sheet & Order sheet, Manual Guide বুঝা।এখানে কোন অস্পষ্ঠতা না থাকা
২. Fabric,Yarn (Knit/Woven/Sweater) চেনা। Quality,Price, Supplier, Sourcing বা textile Industry & Garment Factory এর Production Technology সম্পর্কে বাস্তবতার আলোকে জানা, বোঝা । এ প্রতিটি বিষয়ের , প্রতিটি স্টেপের যেমন;Yarn, Fabric, Garment, production পর্যায় থেকে Consumption & Costing জানা, বোঝা এবং নির্ভুল ভাবে করতে পারা।
৩.Garment & Textile goods এর Production সময় ,সক্ষমতা এবং Production কৌশল,প্লানিং Fallow up সম্পর্কে ভালো ধারণা নেয়া। প্রয়োজনে এসব নিজ চোখে দেখা এবং সিদ্ধান্ত গুলো, কাজ গুলো বুঝে নেয়া।
৪. বিভিন্ন উপাদান বিশেষ করে Garment sample,Fabric Sample, Print Emb Sample, Lad Dip,Trim Card, Swatch card এ সবের Development, Approval, Preparation, Revise, time management & Follow up এ সব বিষয়ে ভালো মত ধারণা নিতে হবে। ভাষা ভাষা বা মুখস্ত কোন বিদ্যা এখানে খাটবেনা।
৫.Buyer order Sheet, Payment trams & Shipment সম্পর্কে স্পষ্ট জ্ঞান নিতে হবে। এখানেও নোট- লেকচার পড়ে মুখস্ত রাখার কোন ব্যপার থাকবে না। বিষয় গুলো বুঝতে হবে বাস্তবতার আলোকে
৬.Fabric Production , Garment Production, Print Production,Washing, Textile & Garment Raw Materiles Test সহ অন্য বিষয় গুলোর Problem বোঝা এবং Solution দেয়ার সক্ষমতা অর্জন করতে হবে।
৭. Accessories Development ,Production & Price & Suppler behavior সম্পর্কে জানতে হবে। Supplier selection জানা খুব গুরুত্বপূর্ণ । এখানে ভুল করলে কোম্পানীর কোটি কোটি টাকার ক্ষতির কারণ হবেন আপনি।
৮.Knit ,Wove & Sweater garment এর Consumption Costing & Back Calculation সম্পর্কে নিখুদ ভাবে জানতে হবে। শিখতে হবে। যেন বর্তমান বাজার মুল্যের সাথে সাদৃশ্য থাকে এবং Competitive হবে।
৯.যারা Composite Factory তে চাকরী করবেন তাদের Knit / Woven Fabric এর Production process,Yarn Consumption for Different Fabric,Construction & Composition, Quality, Finishing allowance ,wastage% & Booking সম্পর্কে হাতে কলমে কাজরে মাধ্যমে শিখতে হবে।
১০. Buyer & Supplier এর সাথে mailing করার পদ্ধতি নিয়ম এবং বক্তব্য সম্পর্কে যতটা সম্ভাব বাস্তব জ্ঞান নিতে হবে।
১১. Export Import Document,Proforma Invoice ,Commercial Invoice,Packing List ,Shipment Booking,Final Inspection,Factory Profile,HR Dept.Fire Safety সম্পর্কে Document সহ জানতে হবে ,বুঝতে হবে।
১২. প্রতিটি বিষয় যেমন Yarn Booking, Fabric Booking, Sample Booking, Accessories Booking একা একা দিতে পারতে হবে।
এসব একা না পাড়লে আপনি ভাল Merchandiser না।
কি ভাবে অর্জন করবেন এ বিষয় গুলো ?
মনে রাখা দরকার, উক্ত বিষয় গুলি জানলে আপনাদের, Merchandising এর প্রাথমিক জ্ঞান লাভের জন্য আপনাকে কোন Factory & Buying House এ গিয়ে ধামা ধরা হয়ে মাসের পর মাস এখন আর পড়ে থাকতে হবে না।
২টি মন্তব্য:
I will to agree Merchandising
Its good!! Please visit https://bdyarnhouse.blogspot.com/ for update yarn prices.
একটি মন্তব্য পোস্ট করুন