ফেক্টরী কিছু ছাই কালার এর কাপড় দেখবা, এই কাপড় গুলি কে গ্রে মিলাঞ্জ Grey Melange বলে, এই কাপড় গুলি ইয়ার্ন ডাইড কাপড়। এই কাপড় গুলি কটন ফাইবার আর গ্রে কালার করা ভিসকোস দিয়ে তৈরি করা সুতা দারা নীট করা নীট কাপড়।
এই কাপড় গুলি তিন ধরনের হয় :
1 Ecru Melange. (Ratio viscose 2% cotton 98%) দেখতে সাদাটে
2 Grey Melange. (Ratio viscose 5% cotton 95%) দেখতে গ্রে কালার এর মতো
3 Anthra Melange. (Ratio viscose 45% cotton 55%) দেখতে Anthra color এর মতো।
Finishing procedure of Grey Melange :- জেনে নিন
সাধারণত এই কাপড় মেশিনে তুলে প্রথমে তাকে ডিটারজেন্ট দিয়ে ভালো করে ওয়াশ করে নেই কারন নিটিং মেশিন এর অয়েল দূর করতে হয় তারপর কাপড় কে এনজাইম ওয়াশ করে নিতে হয়। ওয়াশ করার পর সফেনার দিয়ে সফট ফিনিশ করে দিতে হয়।
নরমালি Grey Melange সেডের কোন সমস্যা হয় না।
তবে ফিনিশিং এর সময় হিট বেশী পেলে ইয়োলো হয়ে জেতে পারে সেড
Mordan Concept:
দুই বা ততো ধিক কালার এর সংমিশ্রণ জদি এক কাপড়ে থাকে তবে ওই কাপড় এর ইফেক্ট কে মিলাঞ্জ ইফেক্ট বলে।
যেমন :
কাপড় এর দুই টা পার্ট থাকবে একটি গ্রে কটন অন্য টি এনি কালার ডাইং করা হবে
নিয়ম : ওই ক্ষত্রে প্রথম কালার এর নাম আগে ঊল্লেখ করে পরে মিলাঞ্জ বলতে হয়
ব্লু হলে ব্লু মিলাঞ্জ
গ্রে হলে গ্রে মিলাঞ্জ
রেড হলে রেড মিলাঞ্জ
EM Ecru Melange এক্রু মেলাঞ্জ ইয়ার্ন :গ্রে হলে গ্রে মিলাঞ্জ
রেড হলে রেড মিলাঞ্জ
ব্যাবহৃত কাউন্ট : 20, 24, 26,28, 30, 34, 40
Grey Melange গ্রে মিলাঞ্জ ইয়ার্ন :
ব্যাবহৃত কাউন্ট : 20, 24, 26,28, 30, 34, 40,50
10% = 20, 24, 26,28, 30, 34
15% = 20,50
5% =24,40
মিলাঞ্জ ইয়ার্ন রেঞ্জ
0-5% Viscose + Remain Cotton = ইক্রু মিলাঞ্জ
5-50% Viscose + Remain Cotton = গ্রে মিলাঞ্জ
২টি মন্তব্য:
Very nice ....... it is very helpful for us.....thank u sir....keep it up.....
আমি আজ অনেক কিছু জানলাম স্যার আপনার কাজ থেকে আরো কিছু আশা প্রা
একটি মন্তব্য পোস্ট করুন