ওভেন ফেব্রিক ইন্সপেকশন প্রসেস জেনে রাখুন - Textile Lab | Textile Learning Blog
ওভেন ফেব্রিক ইন্সপেকশন প্রসেস 
 
ওভেন ফেব্রিক ইন্সপেকশন এর সময় অনেকগুলো রিপোর্ট মেইনটেইন করতে হয়। তার মধ্যে ''শেড বেন্ড''  বা '' ব্লেনকেট শেডিং'' রিপোর্ট অন্যতম।

1.  প্রথমেই লটের প্রতিটা রোল থেকে ( ৬x ৬) ইঞ্চ মেজারমেন্টে ফেব্রিক কাট করা হয়। বলে রাখা ভাল মেজারমেন্ট এখানে ফিক্সড না। একেক ফেক্টরীতে একেক রকম।

2.  এরপর ৩৬ টি  কাট করা ফেব্রিক পিছ একসাথে ওভারলক স্টিচ করা হয়। ফলে একটি ব্লেনকেট এর মত শেপ তৈরি হবে। তাহলে ব্লেনকেটের টোটাল মেজারমেন্ট হবে ( ৩৬x ৩৬)ইঞ্চ বা ১ স্কয়ার ইয়ার্ড। খালি চোখ বা ভিজুয়াল ম্যানেজমেন্ট এর মাধ্যমে ফেব্রিক এর শেড চেক করা হয়।  ১ স্কয়ার ইয়ার্ড জায়গা জুড়ে আমাদের চোখ সম্পুর্ন ভালোভাবে কভার করতে পারে। তাই শেড চেক করতে সুবিধা হয়। এজন্য উপরের মেজারমেন্টে ফেব্রিক কাটা সুবিধাজনক।

3.  ওয়াশ গার্মেন্টস হলে ব্লেনকেট ওয়াশ করা হয়। নন ওয়াশ হলে করা হয় না। এরপর প্রয়োজন মোতাবেক ব্লেনকেট আয়রন করা হয়।


4.  ভিজুয়ালি ফেব্রিকের শেড চেক করা হয় এবং শেড ওয়াইজ গ্রুপ করা হয়।

5.  প্রতিটা কাট করা ফেব্রিক পিচে রোল নাম্বার লেখা থাকে যাতে পরবর্তীতে বোঝা যায় কোন ফেব্রিক পিচ কোন রোলের।

6.  সবশেষে শেড বেন্ড রিপোর্ট তৈরী করা হয় এবং এর একটি কপি স্টোরে পাঠানো হয়। এই কপি দেখে শেড ওয়াইজ ফেব্রিক রোল গুলোকে সেগ্রিগেট করা হয়। এই আলাদা করা রোল গুলো চলে যায় কাটিং সেকশনেএবং শেড ওয়াইজ কাট করে বাল্ক প্রোডাকশন নিশ্চিত করা হয়।



ওভেন ফেব্রিক ইন্সপেকশন প্রসেস জেনে রাখুন

ওভেন ফেব্রিক ইন্সপেকশন প্রসেস 
 
ওভেন ফেব্রিক ইন্সপেকশন এর সময় অনেকগুলো রিপোর্ট মেইনটেইন করতে হয়। তার মধ্যে ''শেড বেন্ড''  বা '' ব্লেনকেট শেডিং'' রিপোর্ট অন্যতম।

1.  প্রথমেই লটের প্রতিটা রোল থেকে ( ৬x ৬) ইঞ্চ মেজারমেন্টে ফেব্রিক কাট করা হয়। বলে রাখা ভাল মেজারমেন্ট এখানে ফিক্সড না। একেক ফেক্টরীতে একেক রকম।

2.  এরপর ৩৬ টি  কাট করা ফেব্রিক পিছ একসাথে ওভারলক স্টিচ করা হয়। ফলে একটি ব্লেনকেট এর মত শেপ তৈরি হবে। তাহলে ব্লেনকেটের টোটাল মেজারমেন্ট হবে ( ৩৬x ৩৬)ইঞ্চ বা ১ স্কয়ার ইয়ার্ড। খালি চোখ বা ভিজুয়াল ম্যানেজমেন্ট এর মাধ্যমে ফেব্রিক এর শেড চেক করা হয়।  ১ স্কয়ার ইয়ার্ড জায়গা জুড়ে আমাদের চোখ সম্পুর্ন ভালোভাবে কভার করতে পারে। তাই শেড চেক করতে সুবিধা হয়। এজন্য উপরের মেজারমেন্টে ফেব্রিক কাটা সুবিধাজনক।

3.  ওয়াশ গার্মেন্টস হলে ব্লেনকেট ওয়াশ করা হয়। নন ওয়াশ হলে করা হয় না। এরপর প্রয়োজন মোতাবেক ব্লেনকেট আয়রন করা হয়।


4.  ভিজুয়ালি ফেব্রিকের শেড চেক করা হয় এবং শেড ওয়াইজ গ্রুপ করা হয়।

5.  প্রতিটা কাট করা ফেব্রিক পিচে রোল নাম্বার লেখা থাকে যাতে পরবর্তীতে বোঝা যায় কোন ফেব্রিক পিচ কোন রোলের।

6.  সবশেষে শেড বেন্ড রিপোর্ট তৈরী করা হয় এবং এর একটি কপি স্টোরে পাঠানো হয়। এই কপি দেখে শেড ওয়াইজ ফেব্রিক রোল গুলোকে সেগ্রিগেট করা হয়। এই আলাদা করা রোল গুলো চলে যায় কাটিং সেকশনেএবং শেড ওয়াইজ কাট করে বাল্ক প্রোডাকশন নিশ্চিত করা হয়।



কোন মন্তব্য নেই: