ফেব্রিক pH টেস্ট প্রসেস এবং টেস্টিং প্রসিডিওর - Textile Lab | Textile Learning Blog

PHTest


PH কি?


PH  হলো কোনো জলীয় দ্রবণ অম্লীয় , ক্ষারীয় নাকি নিরপেক্ষ তা জানার একক। সহজে বুঝতে গেলে pH হলো কোনো দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়নের (H+) ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম।



💠ফেব্রিকের Ph টেস্ট কেন করতে হয়?


এসিড/ক্ষার শরীরের জন্য খুব মারাত্মক উপাদান।ফেব্রিকে এর মাত্রা ঠিক আছে কি না তা জানতে এই টেস্ট করা হয়। এসিডিক/ক্ষারীয়  মিডিয়া চামড়ার ক্ষতি করে আর ফেব্রিক এর সেড নষ্ট করে তাই ফেব্রিক নিউট্রাল কিনা তার জন্য pH চেক করতে হয়।

সারা বিশ্বে দিন দিন ডেনিম এবং টুইল, নীট ফ্রেবিকের তৈরি পোশাকের চাহিদা দিন দিন বেড়ে চলছে।। এই সমস্ত গার্মেন্টস ওয়াশিং / ডাইং করার সময় বিভিন্ন প্রসেসে আমরা ব্লিচিং,কাস্টিক, সোডা সহ বিভিন্ন ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করে থাকি।।
এই প্রসেস গুলার শেষে যদি ph সঠিক ভাবে কন্ট্রোল না করা হয় তাহলে উক্ত কাপড় পরিধানের ফলে আমাদের শরীরের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে।কাপড় ঘামে ভিজে শরীরে চুলকানি সহ স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা  হতে পারে।। তাই ওয়াশিং অথবা ডাইং এর সর্বশেষ প্রসেসে ph কন্ট্রোল করা জরুরি।


এই টেস্ট করার ২ টি Method আছে।

1.ISO(International Organisation For Standardization)

2.AATCC(Americal Association Of Textile Chemists and Colorist)
এখন কোন Method এ টেস্ট টি করতে হবে সেটা সম্পর্ন ভাবে Buyer Requirement এর উপর নির্ভর করবে।

বুঝার সুবিধার জন্য আমরা ISO method কিভাবে ফেব্রিকের Ph টেস্ট করা যায় তা উপস্থাপন করা হল।

💠Sample preparation

✅প্রথমে আমাদের যে ফেব্রিকের Ph টেস্ট করতে হবে সেই ফেব্রিক থেকে (2.00 ± 0.05)gm ফেব্রিক কেটে নিতে হবে।পরে 2 gm ফেব্রিকটিকে কেটে ছোট ছোট টুকরা করে নিতে হবে এবং প্রত্যেক টুকরোর সাইজ হবে  (5mm*5mm).



✅একইভাবে আমাদের আরও ২ টা নমুনা পস্তুত করতে হবে।


💠Solution preparation

Solution তৈরির জন্য আমাদের KCl এর 0.1 mole Solution তৈরি করে নিতে হবে।
KCl এর আনবিক ভর=74.55gm/mole
তাহলে 1 mole KCL=74.55 gm
            0.1 mole KCL=7.455gm
সুতরাং 1 L পানিতে 7.45gm KCL নিয়ে আমাদের Solution তৈরি করে নিতে হবে।





Solution তৈরি করা হলে একটি কনিক্যাল ফ্লাস্কে

100 ml KCL Solution নিয়ে তাতে ফেব্রিকের টুকরোগুলা দিয়ে দিয়ে দিতে হবে।


✅এখন কনিক্যাল ফ্লাস্কটিকে Automatic shaker machine Adjust করে 60 rpm এ 2 hrs Shaking করতে হবে যাতে Solution এর সাথে ফেব্রিকের টুকরোগুলা ভালে ভাবে মিশে যায়।



✅Ph মিটার দিয়ে Ph মাপার আগে অবশ্যই মেশিনটি Calibration করে নিতে হবে।


✅তারপর কনিক্যাল ফ্লাস্ক থেকে একটি বিকারে সামান্য mixing Solution নিয়ে তার মধ্যে ph মিটারে Electrod টি ডুবাতে হবে এবং মিটারে স্কিনে কত Ph সেটা দেখা যাবে।এভাবে আর ২ টা কনিক্যাল ফ্লাস্কের Ph মাপতে হবে।পরে লাস্টে পাওয়া ২ টা Ph এর Average করলেই আমরা Actual Ph পেয়ে যাব।



Priyal Debnath  
Textile Engineer

ফেব্রিক pH টেস্ট প্রসেস এবং টেস্টিং প্রসিডিওর

PHTest


PH কি?


PH  হলো কোনো জলীয় দ্রবণ অম্লীয় , ক্ষারীয় নাকি নিরপেক্ষ তা জানার একক। সহজে বুঝতে গেলে pH হলো কোনো দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়নের (H+) ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম।



💠ফেব্রিকের Ph টেস্ট কেন করতে হয়?


এসিড/ক্ষার শরীরের জন্য খুব মারাত্মক উপাদান।ফেব্রিকে এর মাত্রা ঠিক আছে কি না তা জানতে এই টেস্ট করা হয়। এসিডিক/ক্ষারীয়  মিডিয়া চামড়ার ক্ষতি করে আর ফেব্রিক এর সেড নষ্ট করে তাই ফেব্রিক নিউট্রাল কিনা তার জন্য pH চেক করতে হয়।

সারা বিশ্বে দিন দিন ডেনিম এবং টুইল, নীট ফ্রেবিকের তৈরি পোশাকের চাহিদা দিন দিন বেড়ে চলছে।। এই সমস্ত গার্মেন্টস ওয়াশিং / ডাইং করার সময় বিভিন্ন প্রসেসে আমরা ব্লিচিং,কাস্টিক, সোডা সহ বিভিন্ন ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করে থাকি।।
এই প্রসেস গুলার শেষে যদি ph সঠিক ভাবে কন্ট্রোল না করা হয় তাহলে উক্ত কাপড় পরিধানের ফলে আমাদের শরীরের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে।কাপড় ঘামে ভিজে শরীরে চুলকানি সহ স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা  হতে পারে।। তাই ওয়াশিং অথবা ডাইং এর সর্বশেষ প্রসেসে ph কন্ট্রোল করা জরুরি।


এই টেস্ট করার ২ টি Method আছে।

1.ISO(International Organisation For Standardization)

2.AATCC(Americal Association Of Textile Chemists and Colorist)
এখন কোন Method এ টেস্ট টি করতে হবে সেটা সম্পর্ন ভাবে Buyer Requirement এর উপর নির্ভর করবে।

বুঝার সুবিধার জন্য আমরা ISO method কিভাবে ফেব্রিকের Ph টেস্ট করা যায় তা উপস্থাপন করা হল।

💠Sample preparation

✅প্রথমে আমাদের যে ফেব্রিকের Ph টেস্ট করতে হবে সেই ফেব্রিক থেকে (2.00 ± 0.05)gm ফেব্রিক কেটে নিতে হবে।পরে 2 gm ফেব্রিকটিকে কেটে ছোট ছোট টুকরা করে নিতে হবে এবং প্রত্যেক টুকরোর সাইজ হবে  (5mm*5mm).



✅একইভাবে আমাদের আরও ২ টা নমুনা পস্তুত করতে হবে।


💠Solution preparation

Solution তৈরির জন্য আমাদের KCl এর 0.1 mole Solution তৈরি করে নিতে হবে।
KCl এর আনবিক ভর=74.55gm/mole
তাহলে 1 mole KCL=74.55 gm
            0.1 mole KCL=7.455gm
সুতরাং 1 L পানিতে 7.45gm KCL নিয়ে আমাদের Solution তৈরি করে নিতে হবে।





Solution তৈরি করা হলে একটি কনিক্যাল ফ্লাস্কে

100 ml KCL Solution নিয়ে তাতে ফেব্রিকের টুকরোগুলা দিয়ে দিয়ে দিতে হবে।


✅এখন কনিক্যাল ফ্লাস্কটিকে Automatic shaker machine Adjust করে 60 rpm এ 2 hrs Shaking করতে হবে যাতে Solution এর সাথে ফেব্রিকের টুকরোগুলা ভালে ভাবে মিশে যায়।



✅Ph মিটার দিয়ে Ph মাপার আগে অবশ্যই মেশিনটি Calibration করে নিতে হবে।


✅তারপর কনিক্যাল ফ্লাস্ক থেকে একটি বিকারে সামান্য mixing Solution নিয়ে তার মধ্যে ph মিটারে Electrod টি ডুবাতে হবে এবং মিটারে স্কিনে কত Ph সেটা দেখা যাবে।এভাবে আর ২ টা কনিক্যাল ফ্লাস্কের Ph মাপতে হবে।পরে লাস্টে পাওয়া ২ টা Ph এর Average করলেই আমরা Actual Ph পেয়ে যাব।



Priyal Debnath  
Textile Engineer

কোন মন্তব্য নেই: