Stitch স্টিচ সেলাই I Lock stitch (লক স্টিজ) Chain stitch (চেইন স্টিজ) - Textile Lab | Textile Learning Blog
Stitch / স্টিচ ”/ সেলাই 
আজকের Topic / বিষয় / প্রসঙ্গ টি তাদের জন্য যারা garment এ নতুন।আজ আমরা Stitch কি, Stitch  কাকে বলে, Stitch কত প্রকার ও কি কি, কয়েকটি Stitch এর নাম নিয়ে আলোচনা করবো। আশা করছি ভালো লাগবে।

✅ Stitch মানে সেলাই।

☑️ সেলাইয়ের প্রতিটি ক্ষুদ্রতম একক কে স্টিজ বলে। 



✔️ Stitch (সেলাই) দুই প্রকার।

1️⃣ Lock stitch (লক স্টিজ)।

2️⃣ Chain stitch (চেইন স্টিজ)।

©️ প্রতি ইঞ্চিতে কয়টি সেলাই আছে তা হিসাব করাকে স্টিজ কাউন্ট/ Stitch Count বলে।

®️ প্রতি ইঞ্চিতে Top stitch এ ১১/১২ টি Stitch লাগে। 

®️ প্রতি ইঞ্চিতে Inside /Overlock এ ১৩/১৪ টি Stitch লাগে।

🤔 মনে রাখতে হবে বায়ারের রিকুয়ারমেন্ট অনুযায়ী পরিবর্তন / কম - বেশি হতে পারে। 

👉 মনে রাখতে হবে Knit Garment এর জন্য সকল Stitch/সেলাই অবশ্যই stretchable / প্রসারিত হতে হবে।

⚠️ Stitch কোন ভাবে Crack /ছিড়ে যেতে পারবে না।

🔹 Lock stitch (লক স্টিজ) দৃঢ় ভাবে আটকাইয়া যাওয়া সেলাই। ববিন কেচের সাহায্য যে সমস্ত সেলাই করা হয় তাকে Lock stitch বলে। Lock stitch টান দিয়ে খুলা যায় না।

▪️▪️ Chain stitch (চেইন স্টিজ) শিকলের মত সেলাই।যে সমস্ত সেলাই লোপারের সাহায্য করা হয় তাকে Chain stitch বলে। Chain stitch দেখতে ঠিক শিকলের মত কারুকাজ করা সেলাই। চেইন সেলাইয়ের শেষ প্রান্ত ধরে টান দিলে সম্পূর্ণ সেলাই খুলা যায়। 

🔁 যে সেলাইয়ের উপরে এবং নিচে লক পড়ে যায় তাকে over lock stitch বলে। 

⏯️  যে সেলাই শুধু মাত্র নিডেল এবং লুপের মাধ্যমে উৎপন্ন হয় এবং এক পার্শ্বে সেলাই দেখা যায় তাকে Blind/ ব্লাইন্ড স্টিজ বলে। এই Stitch কে Grain Stitch ও বলে থাকে।

▶️ যে সেলাই গুলো পোশাকের উপরে দৃশ্য মান দেখা যায় তাকে Top stitch বলে। এ-ই Stitch কে Outline ও বলে থাকে।

⏩ সেলাইয়ের প্রথম এবং শেষ মাথা সহজে যেন খুলে না যায় তার নিরাপত্তা জন্য ব্যাক স্টিজ /Back Stitch দেওয়া হয়।

⏪ পোশাকের কোন প্রসেস সেলাই করার সময় যদি উপরের সেলাই নিচের সেলাই সাথে আটকে না যায় তাকে Skip stitch বলে।

☑️ মেশিন অনুযায়ী বিভিন্ন ডিজাইনের Stitch এর নাম:

1. Lock stitch 

2. Chain stitch 

3. Over lock stitch  

4. Zigzag stitch 

5. Blind stitch 

6. Baby over lock stitch  

7. Picotting stitch 

8. Fagoting stitch 

9. Whip stitch 

10. Ladder stitch  

11. Button stitch 

12. Bartake stitch 

13. Saddle Stitch 

14. Back stitch 

15. Padding stitch 

17. Fine running stitch 

18. Basting stitch 

19. Hand stitch 

20. Cover Stitch 

21. Grain Stitch. 

22. Button Stitch. 

23. Hole Stitch.


Thanks. 
QA Guidelines.

Stitch স্টিচ সেলাই I Lock stitch (লক স্টিজ) Chain stitch (চেইন স্টিজ)

Stitch / স্টিচ ”/ সেলাই 
আজকের Topic / বিষয় / প্রসঙ্গ টি তাদের জন্য যারা garment এ নতুন।আজ আমরা Stitch কি, Stitch  কাকে বলে, Stitch কত প্রকার ও কি কি, কয়েকটি Stitch এর নাম নিয়ে আলোচনা করবো। আশা করছি ভালো লাগবে।

✅ Stitch মানে সেলাই।

☑️ সেলাইয়ের প্রতিটি ক্ষুদ্রতম একক কে স্টিজ বলে। 



✔️ Stitch (সেলাই) দুই প্রকার।

1️⃣ Lock stitch (লক স্টিজ)।

2️⃣ Chain stitch (চেইন স্টিজ)।

©️ প্রতি ইঞ্চিতে কয়টি সেলাই আছে তা হিসাব করাকে স্টিজ কাউন্ট/ Stitch Count বলে।

®️ প্রতি ইঞ্চিতে Top stitch এ ১১/১২ টি Stitch লাগে। 

®️ প্রতি ইঞ্চিতে Inside /Overlock এ ১৩/১৪ টি Stitch লাগে।

🤔 মনে রাখতে হবে বায়ারের রিকুয়ারমেন্ট অনুযায়ী পরিবর্তন / কম - বেশি হতে পারে। 

👉 মনে রাখতে হবে Knit Garment এর জন্য সকল Stitch/সেলাই অবশ্যই stretchable / প্রসারিত হতে হবে।

⚠️ Stitch কোন ভাবে Crack /ছিড়ে যেতে পারবে না।

🔹 Lock stitch (লক স্টিজ) দৃঢ় ভাবে আটকাইয়া যাওয়া সেলাই। ববিন কেচের সাহায্য যে সমস্ত সেলাই করা হয় তাকে Lock stitch বলে। Lock stitch টান দিয়ে খুলা যায় না।

▪️▪️ Chain stitch (চেইন স্টিজ) শিকলের মত সেলাই।যে সমস্ত সেলাই লোপারের সাহায্য করা হয় তাকে Chain stitch বলে। Chain stitch দেখতে ঠিক শিকলের মত কারুকাজ করা সেলাই। চেইন সেলাইয়ের শেষ প্রান্ত ধরে টান দিলে সম্পূর্ণ সেলাই খুলা যায়। 

🔁 যে সেলাইয়ের উপরে এবং নিচে লক পড়ে যায় তাকে over lock stitch বলে। 

⏯️  যে সেলাই শুধু মাত্র নিডেল এবং লুপের মাধ্যমে উৎপন্ন হয় এবং এক পার্শ্বে সেলাই দেখা যায় তাকে Blind/ ব্লাইন্ড স্টিজ বলে। এই Stitch কে Grain Stitch ও বলে থাকে।

▶️ যে সেলাই গুলো পোশাকের উপরে দৃশ্য মান দেখা যায় তাকে Top stitch বলে। এ-ই Stitch কে Outline ও বলে থাকে।

⏩ সেলাইয়ের প্রথম এবং শেষ মাথা সহজে যেন খুলে না যায় তার নিরাপত্তা জন্য ব্যাক স্টিজ /Back Stitch দেওয়া হয়।

⏪ পোশাকের কোন প্রসেস সেলাই করার সময় যদি উপরের সেলাই নিচের সেলাই সাথে আটকে না যায় তাকে Skip stitch বলে।

☑️ মেশিন অনুযায়ী বিভিন্ন ডিজাইনের Stitch এর নাম:

1. Lock stitch 

2. Chain stitch 

3. Over lock stitch  

4. Zigzag stitch 

5. Blind stitch 

6. Baby over lock stitch  

7. Picotting stitch 

8. Fagoting stitch 

9. Whip stitch 

10. Ladder stitch  

11. Button stitch 

12. Bartake stitch 

13. Saddle Stitch 

14. Back stitch 

15. Padding stitch 

17. Fine running stitch 

18. Basting stitch 

19. Hand stitch 

20. Cover Stitch 

21. Grain Stitch. 

22. Button Stitch. 

23. Hole Stitch.


Thanks. 
QA Guidelines.

কোন মন্তব্য নেই: