প্রসংঙ্গঃ : Living wages calculation বা Food basket Calculation কি?
Answer: যদিও Living wages / Food basket calculation ধারনাটা খুব বেশী পুরোনো নয়।
তবে living wages calculation বা food
calculation এর বিস্তারিত BSCI System Manual তে বলা হয়েছে।
উদ্দেশ্যঃ
living wage calculation বা food basket calculation এর মুল উদ্দেশ্য হল একজন শ্রমিক আপনার কোম্পানী থেকে মাসিক মোট যে বেতন পাচ্ছেন তা তার চাকুরির এলাকায় তার মোট ব্যায়ের সাথে কতটুকু সংগতিপূর্ণ তা পরিমাপ করা বা Gap analysis করা।
শ্রমিকের living cost অনুযায়ী ঔই এলাকা ব্যায়ের সাথে অসংগতি থাকলে বা আয় থেকে ব্যায় বেশি হলে, ঔই আয় Gap টা কোম্পানি কিভাবে শ্রমিকের সাধ্যের মধ্যে আনবে তা অনুযায়ী পরিকল্পনা নিতে হবে।
যেমনঃ
কোম্পানি নিত্য পন্যের জন্য ন্যায্যমুল্যের দোকানের ব্যাবস্থা, বাসস্থানের ব্যাবস্থা, ট্রান্সপোর্ট সুবিধা, সন্তানদের পড়ালেখার ব্যাবস্থা ইত্যাদি ইত্যাদি পরিকল্পনা হাতে নিতে পারে এবং এ সকল পরিকল্পনা Company এর Vision and mission এ উল্লেখ করে একটি long term goal সেট আপ করে পরিকল্পনা নিতে পারে।
তবে BSCI ও SA8000 এর মধ্যে মুল পার্থক্য হল BSCI দেখতে চায় কোম্পানি Living wage এর GAP পূরন করার জন্য কি কি ব্যাবস্থা বা পরিকল্পনা হাতে নিয়েছে। আর SA800 চায় তার বাস্তবায়ন করেছে কিনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন