একটি সাধারন প্রশ্ন থাকে আমরা কেন মুল মজুরী ( Gross salary -1850) /1.5 বের করার সময় ১.৫ দিয়ে ভাগ করি ? - Textile Lab | Textile Learning Blog
একটি সাধারন প্রশ্ন থাকে আমরা কেন মুল মজুরী  ( Gross   salary -1850) /1.5 বের করার সময় ১.৫ দিয়ে ভাগ করি?

আমি যদি এককথায় উত্তর দিই তবে বলবো বাড়ী বাড়া মুল মজুরীর যত শতকার ( Percentage) হার হবে  তার সাথে ০১ যোগ করলে যা হবে ঔটা দিয়ে ভাগ করতে হবে। যেমন আইনে বলা আছে বাড়ী ভাড়া মুল মজুরীর ৫০%।  এখন ৫০% মানে হল ৫০/১০০ = ০.৫ এর সাথে ১ যোগ করি।  তাহলে ১.৫ হয় আর এটা দিয়েই ভাগ করি।  

এখন কেউ যদি গানিতিকভাবে আরো ভালোভাবে ধারনা নিতে চান তাহলে চলুন আমরা অষ্টম শ্রেনীর বীজগনিত অংক করি। 

প্রশ্নঃ 
কোন শ্রমিকের মোট বেতন  ৮০০০ টাকা, বাড়ী ভাড়া তার বেতনের ৫০%,  মেডিকেল ভাতা ৬০০ টাকা,  যাতায়ত ভাতা ৩৫০ টাকা এবং খাদ্য ভাতা ৯০০ টাকা হলে শ্রমিকের মুল বেতন কত ? 

সমাধানঃ 

মনে করি, 
শ্রমিকের মুল বেতন = x টাকা 

দেওয়া আছে,  
ভাড়ী ভাড়া = মুল বেতন * ৫০% 
                  =  x * ০.৫
                  = ০.৫ x 

আমরা জানি, 
মোট বেতন = মুল বেতন + বাড়ী ভাড়া + মেডিকেল ভাতা + যোগাযোগ ভাতা + খাদ্য ভাতা  

বা  ৮০০০ = x + ০.৫ x + ৬০০ + ৩৫০ + ৯০০ 

বা ৮০০০ = x ( ১+০.৫) + ১৮৫০

বা ৮০০০ = x * ১.৫ + ১৮৫০ 

বা x * ১.৫ = ৮০০০ - ১৮৫০ 

বা x = ( ৮০০০- ১৮৫০)  / ১.৫

বা x = ৬১৫০/ ১.৫ 

বা x = ৪১০০ টাকা 


সুতরাং শ্রমিকের মুল বেতন = ৪১০০ টাকা

আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ১.৫ টা আসলো। এবার তাহলে প্রথমে লেখাটার সাথে ( বাড়ী ভাড়া যত শতকরা হার হবে তার সাথে ১ যোগ করুন) সমাধানে দেখানো ১.৫ টা মিলিয়ে নিন  !

একটি সাধারন প্রশ্ন থাকে আমরা কেন মুল মজুরী ( Gross salary -1850) /1.5 বের করার সময় ১.৫ দিয়ে ভাগ করি ?

একটি সাধারন প্রশ্ন থাকে আমরা কেন মুল মজুরী  ( Gross   salary -1850) /1.5 বের করার সময় ১.৫ দিয়ে ভাগ করি?

আমি যদি এককথায় উত্তর দিই তবে বলবো বাড়ী বাড়া মুল মজুরীর যত শতকার ( Percentage) হার হবে  তার সাথে ০১ যোগ করলে যা হবে ঔটা দিয়ে ভাগ করতে হবে। যেমন আইনে বলা আছে বাড়ী ভাড়া মুল মজুরীর ৫০%।  এখন ৫০% মানে হল ৫০/১০০ = ০.৫ এর সাথে ১ যোগ করি।  তাহলে ১.৫ হয় আর এটা দিয়েই ভাগ করি।  

এখন কেউ যদি গানিতিকভাবে আরো ভালোভাবে ধারনা নিতে চান তাহলে চলুন আমরা অষ্টম শ্রেনীর বীজগনিত অংক করি। 

প্রশ্নঃ 
কোন শ্রমিকের মোট বেতন  ৮০০০ টাকা, বাড়ী ভাড়া তার বেতনের ৫০%,  মেডিকেল ভাতা ৬০০ টাকা,  যাতায়ত ভাতা ৩৫০ টাকা এবং খাদ্য ভাতা ৯০০ টাকা হলে শ্রমিকের মুল বেতন কত ? 

সমাধানঃ 

মনে করি, 
শ্রমিকের মুল বেতন = x টাকা 

দেওয়া আছে,  
ভাড়ী ভাড়া = মুল বেতন * ৫০% 
                  =  x * ০.৫
                  = ০.৫ x 

আমরা জানি, 
মোট বেতন = মুল বেতন + বাড়ী ভাড়া + মেডিকেল ভাতা + যোগাযোগ ভাতা + খাদ্য ভাতা  

বা  ৮০০০ = x + ০.৫ x + ৬০০ + ৩৫০ + ৯০০ 

বা ৮০০০ = x ( ১+০.৫) + ১৮৫০

বা ৮০০০ = x * ১.৫ + ১৮৫০ 

বা x * ১.৫ = ৮০০০ - ১৮৫০ 

বা x = ( ৮০০০- ১৮৫০)  / ১.৫

বা x = ৬১৫০/ ১.৫ 

বা x = ৪১০০ টাকা 


সুতরাং শ্রমিকের মুল বেতন = ৪১০০ টাকা

আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ১.৫ টা আসলো। এবার তাহলে প্রথমে লেখাটার সাথে ( বাড়ী ভাড়া যত শতকরা হার হবে তার সাথে ১ যোগ করুন) সমাধানে দেখানো ১.৫ টা মিলিয়ে নিন  !

কোন মন্তব্য নেই: