টেক্সটাইল মেশিন মনিটরিং করার অসুবিধা এবং এর সলিউশন | স্টেনটার মেশিন
এই পোস্টে ফ্লোরের অভিজ্ঞতার আলোকে কোথায় ক্যামেরা দেয়া উচিৎ ফলোআপ এর ক্ষত্রে সেটা ফ্লোর অভিজ্ঞতার আলোকে আলোচনা করবো ।
টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আমরা একটা সমস্যা বরাবরই ফেইস করি সেটা হচ্ছে আমরা যখন স্টেনটার মেশিন চালাতে চাই তখন আমাদের যে সমস্যাটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে অবজারভেশন এর অভাব ।
স্টেনটার এমন একটা মেশি মেশিন যারা ব্যাক প্যাডার অপারেটিং প্যানেল মেশিনের ফ্রন্ট একই সাথে তদারক করা লাগে । এই মেশিনের মিনিমাম লেন্থ ৩০ মিটার । তাই অনুমান করা যায় যে এটা কতো কঠিন একজন অপারেটর এর পক্ষে পুরো মেশিন নজরে রাখা ।
স্টেনটার মেশিনের শুরু থেকে শেষ পর্যন্ত একটু ১৯-২০ হলে ওই ফেব্রিকের সমস্যা হবেই । একটা স্টেন্টার মেশিনের স্টেন্ডার্ড ম্যান পাওয়ার ৭ জন্য দুজন অপারেটর ১ জন ক্যামিকেল সহ সামেন দুজন পেছনে ২ জন লাগে ৷ এরি মাঝে কাপড় লাগানো ট্রলি এরেঞ্জ করার জন্য বা জৈবিক প্রয়োজনে ১-২ জন সব সময় কম বেশি হয় । যার জন্য এটা কাভার করা লাগে আপারেটরদের ।
কিন্ত আমাদের দেশের কিছু কারখানায় প্রয়োজনের চেয়ে মিনিমাম কোয়ানটিটেটির লোক রাখা হয় । যার জন্য মেশিনের অপারেটর হেল্পার এসিস্ট্যান্ট অপারেটর দের সব সময় মুভমেন্ট করার উপর থাকতে হয় ।
স্টেনটার মেশিন এর সাধারণত সামনে ক্যামেরা থাকে এবং অপারেটর তার অপারেটর প্যানেল থেকে শেষ সামনে কী হচ্ছে তা সম্পূর্ণ তদারক করতে পারে । ওই ক্যামেরার মাধ্যমে কিন্তু স্টেনটার মেশিন সাধারণত পিছনে যেখানে ফেব্রিক ইনপুট দেয়া হয় অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট , ফ্যাক্টরিতে স্টেনটার মেশিন এর পেছনে কোন প্রকারের ক্যামেরা দেয়া থাকে না । এই পেছনের ক্যামেরা দেয়া সাধারণত কোয়ালিটিতে কন্ট্রোলে একটা বিশাল রেভ্যুলেশন নিয়ে আসতে পারে ।
সাধারণ অপারেটর যদি পিছনে না গিয়ে দেখতে পারেন যে কিভাবে ফেব্রিক মেশিনের ভিতরে ইনপুট হচ্ছে কাপড় পেচিয়ে যাচ্ছে কিনা বাকি কাপড় কাপড় বের হচ্ছে বাঁকে কাপড় ধরছেনা এ বিষয়গুলো একজন অপারেটরের গুরুত্বপূর্ণ বিষয় ।
ফ্লোরে কিছু নতুন বিষয় কাস্টমাইজ করা হয় না একজন অপারেটরকে মেশিন চালু অবস্থায় আমরা দেখেছি বারেবারে মেশিন এর পিছনে সেই অপারেটর প্যানেল থেকে নেমে চেক করতে । এটা সময়ের অপচয় প্লাস নিজের কাজ ছেড়ে কাপড়ের ক্ষতি হয় । নীট হলে ছেড়া হোট সেলভেজ কাটা হয় ফেব্রিক মিনিটের ভেতর অনেবার কাপড় ঠিক করে দিতে হয় ।
আসল কথা কিন্ত মেশিনের ব্যাক সাইডে কি কি করছে সেটাও মেশিন সামনে থাকা হেল্পার এসিস্ট্যান্ট অপারেটরদের জানা উচিৎ । অপারেটিং প্যানেলের এর উপরে ক্যামেরা দিয়ে মেশিনের সেটআপ করা যায় এতে সুবিধা হবে থেকেও মেশিনের পেছনে কারা কাজ করছে না করছে ইনপুট আসতেছে সেটা দেখা যায় ।
ফ্লোরে করনীয় বিষয়ঃ
মনিটর ক্যামেরা বর্তমানে অমুল্য কিছু নয় মেশিন বিল্টইন মনিটরের পাশাপাশি মেশিনের সামনে একটা মনিটর সেট করা উচিৎ যা দিয়ে মেশিনের অপারেটর এবং মেশিনের পেছনের অবস্থান সহজেই যাতে টের পাওয়া যায় । অনেক সময় মেশিনের কাপড় লাগাতে দেরি হলে সামনেই যারা সামনেই বসে থাকে । ক্যামেরা মনিটর গুলি টোটাল মেশিন এ একে অপরের উপর নজর দারিতে সাহায্য করবে ।
এই পদ্ধতি গুলি বড় টেক্সটাইল ফিনিশিংয় মেশিন যেমনঃ স্টেনটার, ড্রায়ার, কম্পেক্টর এ ব্যাবহার করা যায় ওভেন ডাইং প্লান্ট হলে ওয়াসিং, ব্লিচ মার্সারাইজ, থার্মোসল, এবং প্রিন্টিং সহ কন্টিনিউয়াস মেশিনে সেট আপ করা যায় ।
এই মেশিন গুলি বড় হবার কারনে মেশিনের ব্লাইন্ড স্পট অনেক থাকে যার চোখে সহজে দেখা যায়না গিয়ে দেখতে হয় ।
অনেক সময় মেশিনে ফ্লোরে অফিসার ম্যানেজার, জিএম যখন মেশিনের ফ্রন্টে আসেন দেখতে তাদের জন্য মেশিনের পেছনে সামনে বুঝা যায়না কি হচ্ছে বা কে সেখানে ডিউটি করছে ।
কাপড় সামনে খারাপ আসলে আপনার পেছনে দেখার উপায় থাকছে না ।
তাই টেক্সটাইল ফ্লোর গুলির জন্য এই ছোট কাস্টোমাইজেশন জরুরী , এটা কোম্পানির নিজস্ব আইটি দিয়ে করা সম্ভব । কিংবা মেশিন কেনার সময় মেশিনের এটা কোস্টোমাইজ করে দিতে বলতে পারেন তাহলে এটা মেশিনের সাথে এটাচ করা থাকবে । বা নিজেরা মেশিনে তিনটা ক্যামেরা তিনটা মনিটর সেট করে নিতে পারেন । কি পজিশন এ বসালে সুবিধা এটা মেশিন এবং ফ্লোর দেখে করে নিতে হবে ।
অপারেটর হেল্পারদের নিজেদের কাজের সুবিধা হবে বিধায় এরা ওভার রিয়েক্ট করবে না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন