টি -শার্ট এর জন্য কতটুকু ফেব্রিক দরকার ও তাঁর দাম বের করার পদ্ধতি!
টি -শার্ট এর জন্য কতটুকু ফেব্রিক দরকার ও তাঁর দাম বের করার পদ্ধতি । আশা করি আমার এই পোষ্ট টি আপনাদের প্রয়োজনে আসবে ।
মনে করি গার্মেন্টস এর সাইজ এস
বডি লেনথ – ৬৬ সিএম + বটম হেম ৩ সি এম + সোল্ডার ১ সিএম
= ৭০ সিএম = ২৭.৫৬ ইঞ্চি (২.৫৬ এই এম = ১ইঞ্চি)
১/২ চেষ্ট – ৪৮ সিএম + সাইড ৩ সিএম = ৫১ সি এম = ২০ ইঞ্চি
১/২ আর্মহোল লঃ ২১ সিএম + এ্যালাউন্স ২ সিএম = ২৩ সি এম
ফুল আর্মহোল লঃ ২৩ সি এম X ২ = ৪৬ সি এম = ১৮ ইঞ্চি
বডি ফেব্রিক কঃ বডি লেনথ X চেস্ট X ২ = ২৭.৫৬ X ২০X২ = ১১০২ বর্গইঞ্চি
স্লিভ ফেব্রিক কঃ স্লিভ লেনথ X আর্মহোল X ২ = ১০X ১৮ X ২ = ৩৬০ বর্গ ইঞ্চি
মোট ফেব্রিক কনশাম্পশন:
বডি ফেব্রিক + স্লিভ ফেব্রিক / ফেব্রিক উইডথ + ওয়েস্টেজ ৭% ( = ১১০২ + ৩৬০ / ৬০ ইঞ্চি + ৭%
= ২৪ ইঞ্চি + ৭% ওয়েস্টেজ
=২৫.৬৮ ইঞ্চি / ৩৬ ( ৩৬ ইঞ্চি = ১ গজ )
=০.৭১ X ১২ ( ১ ডজন = ১২ পিচ গার্মেন্টস )
= ৮.৫৬ গজ
সুতরাং প্রতি ডজনের জন্য ৮.৫৬ গজ কাপড়ের প্রয়োজন ।
গজকে কেজিতে রুপান্তর করার নিয়মঃ
মনে করি কাপড়ের ওজন = ১৮০ গ্রাম/ স্কয়ার মিটার
কাপড়ের পরিমান =৮.৫৬ গজ
সুত্রঃ
মার্কার লেনথ (৮.৫৬ X ৩৬ ইঞ্চি ) ফেব্রিক উইডথ (৬০) ফেব্রিক ওয়েট (১৮০ গ্রাম) /১৫৫০/১০০০
= ২.১৫ কেজি ( প্রতি ডজনের জন্য )
মনে করি
ফেব্রিকের কেজি ৩০০ টাকা
২.১৫ কেজির মুল্য = ৩০০X ২.১৫ = ৬৪৫ টাকা
৬৪৫ / ১২ ( একটির দাম বের করতে ) = ৫৩ টাকা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন