জিগার ডাইং মেশিনে ডাইং এর অসুবিধা - Textile Lab | Textile Learning Blog
জিগার ডাইং মেশিনে ডাইং এর অসুবিধাঃ


আমারা যারা ওভার ডাইংয়ে জব করেন তারা ওভেন ডাইং এর মেজর দুটা ডাইং মেশিন থাকে যেমন 

১. প্যাড স্টিম + থার্মোসল + জিগার। 

২. CPB + জিগার। 


জিগার মুলত ডাইং মেশিনে হলেও এক্সপোর্ট ক্লাস ফেক্টরি গুলিতে ডাইং এর জন্য জিগার কে প্রাইমারী মেশিন হিসেবে ব্যবহার করা হয়না ।  জিগার মেশিন আমরা হোয়াইট ফেব্রিক ডাইং এর জন্য ইউজ করি ।  সাথে এতে ফেব্রিকের সেড লাইট করে স্ট্রিপ করা এবং রিয়েক্টিভ টপিং করার জন্য ব্যাবহার করা হয় ।  আর কন্টিনিউয়াস মেশিনে ডাইং করা করা হয় , কন্টিনিউয়াস মেশিনের সুবিধা হচ্ছে এতে সেডের কন্টিনিউটি বজায় থাকে ডাইং ফল্টস কম হয়  ডাইজ পিক আপ  অনেক ভালো হয় । 


জিগারের অসুবিধা হলে এর টেম্পারেচার আপনি যদি এটা কন্ট্রোল না করতে পারেন আপনার সেড এর কোয়ালিটি ভালো হবেনা ।  ডাইজ সার্কুলেশন সিস্টেম ভালো না উইঞ্চ এবং জেট মেশিনের মতোনা । যার ফলে এতে রোল টু রোল সেড ভেরিয়েশন হয় ।  টেম্পারেচার এর ভেরিয়েশন হলে টেইলিং চলে আসে এই রোলের এক মাথায় ডিপ অন্য মাথায় লাইট ।  অভেন ডাইং ফ্লোরে সব মেশিনেই বিপুল পরিমানে স্টিম লাগে মাঝে মাঝে প্রেশার কমে যায় তখন হয় বিপদ ।  মেশিনের বারে বারে ঢাকনা খোলা লাগে স্যাম্পল চেক করার জন্য  অনেক সময় ওপেন করে চালাতে হয় মেশিন  যার কারনে ডাইং প্রবলেম গুলি বেশি বেশি হয় ।  নীট মেশিনের মতো ডাইস্টাফ একেবারে দেয়া হয় না  ফেব্রিকের ওয়েটের % অনুযায়ী ।  

ওভেন জিগারে ফেব্রিক মিটার থেকে আনুমানিক কেজিতে হাতের ক্যাল্কুলেশনে নেয়া হয় এবং ডাইং gpl থেকে %  নিয়ে তারো আবার ৭০-৮০% দেয়া হয় । বারে বারে এডিশন দেয়া হয় আর সোডা সল্ট দেয়া হয় যার ফলে সেডের কোয়ালিটি কম্প্রোমাইজ হয় । 

খুব বেশি বিপদ না হলে আপনি এই মেশিনে ডাইং করতে চাইবেন না আর ডিপ কালার করার তো প্রশ্নই ওঠেনা ।  হোয়াইট - রিয়েক্টিভ লাইট টু মিডিয়াম সেডের জন্য ঠিক আছে । 


তবে জিগারে সেড গুলি পাকা হয় এর ফাস্টনেস মোটামুটি ভালো হয় । সিপিবি প্যাড স্টিমের তুলনায় ।

জিগার ডাইং মেশিনে ডাইং এর অসুবিধা

জিগার ডাইং মেশিনে ডাইং এর অসুবিধাঃ


আমারা যারা ওভার ডাইংয়ে জব করেন তারা ওভেন ডাইং এর মেজর দুটা ডাইং মেশিন থাকে যেমন 

১. প্যাড স্টিম + থার্মোসল + জিগার। 

২. CPB + জিগার। 


জিগার মুলত ডাইং মেশিনে হলেও এক্সপোর্ট ক্লাস ফেক্টরি গুলিতে ডাইং এর জন্য জিগার কে প্রাইমারী মেশিন হিসেবে ব্যবহার করা হয়না ।  জিগার মেশিন আমরা হোয়াইট ফেব্রিক ডাইং এর জন্য ইউজ করি ।  সাথে এতে ফেব্রিকের সেড লাইট করে স্ট্রিপ করা এবং রিয়েক্টিভ টপিং করার জন্য ব্যাবহার করা হয় ।  আর কন্টিনিউয়াস মেশিনে ডাইং করা করা হয় , কন্টিনিউয়াস মেশিনের সুবিধা হচ্ছে এতে সেডের কন্টিনিউটি বজায় থাকে ডাইং ফল্টস কম হয়  ডাইজ পিক আপ  অনেক ভালো হয় । 


জিগারের অসুবিধা হলে এর টেম্পারেচার আপনি যদি এটা কন্ট্রোল না করতে পারেন আপনার সেড এর কোয়ালিটি ভালো হবেনা ।  ডাইজ সার্কুলেশন সিস্টেম ভালো না উইঞ্চ এবং জেট মেশিনের মতোনা । যার ফলে এতে রোল টু রোল সেড ভেরিয়েশন হয় ।  টেম্পারেচার এর ভেরিয়েশন হলে টেইলিং চলে আসে এই রোলের এক মাথায় ডিপ অন্য মাথায় লাইট ।  অভেন ডাইং ফ্লোরে সব মেশিনেই বিপুল পরিমানে স্টিম লাগে মাঝে মাঝে প্রেশার কমে যায় তখন হয় বিপদ ।  মেশিনের বারে বারে ঢাকনা খোলা লাগে স্যাম্পল চেক করার জন্য  অনেক সময় ওপেন করে চালাতে হয় মেশিন  যার কারনে ডাইং প্রবলেম গুলি বেশি বেশি হয় ।  নীট মেশিনের মতো ডাইস্টাফ একেবারে দেয়া হয় না  ফেব্রিকের ওয়েটের % অনুযায়ী ।  

ওভেন জিগারে ফেব্রিক মিটার থেকে আনুমানিক কেজিতে হাতের ক্যাল্কুলেশনে নেয়া হয় এবং ডাইং gpl থেকে %  নিয়ে তারো আবার ৭০-৮০% দেয়া হয় । বারে বারে এডিশন দেয়া হয় আর সোডা সল্ট দেয়া হয় যার ফলে সেডের কোয়ালিটি কম্প্রোমাইজ হয় । 

খুব বেশি বিপদ না হলে আপনি এই মেশিনে ডাইং করতে চাইবেন না আর ডিপ কালার করার তো প্রশ্নই ওঠেনা ।  হোয়াইট - রিয়েক্টিভ লাইট টু মিডিয়াম সেডের জন্য ঠিক আছে । 


তবে জিগারে সেড গুলি পাকা হয় এর ফাস্টনেস মোটামুটি ভালো হয় । সিপিবি প্যাড স্টিমের তুলনায় ।

কোন মন্তব্য নেই: