বিশ্বের সেরা ১০ ফ্যাশন ব্র্যান্ড
এ মুহূর্তে ফ্যাশন বিশ্বে শ্রেষ্ঠ দশটি ব্র্যান্ডের তালিকা জেনে নিন। তালিকায় নামের ক্রমিকধারাটা দেখে অবাকও হতে পারেন!
গুচি
এক্ষেত্রে অবশ্য কোন সারপ্রাইজ নেই। অ্যালেসান্দ্রো মাইকেলের শৈল্পিক নির্দেশনায় 'গুচি' ব্র্যান্ড আবারো শীর্ষে।
ইজি
'ইজি' ব্র্যান্ডের ফ্যাকাসে চেহারার মডেলগুলো সম্পাদকদের বিরক্তির কারণ হলেও কেইন ওয়েস্টের ফ্যাশন বিশ্বে এই এক্সপেরিমেন্টকে ফ্যাশন বোদ্ধারা ইতিবাচক হিসেবেই নিয়েছেন। তা নাহলে তালিকার দুই নম্বরে পৌঁছল কী করে!
ভ্যালেনতিয়াগা
দেমনা থেভাসালিয়ার বদৌলতে আজকাল ফ্যাশন সচেতনদের মুখে 'ভ্যালেনতিয়াগা' ব্র্যান্ডটি বেশ সুপরিচিত।
ভেটেমেন্টস
নাম শুনেছেন তো এই ব্র্যান্ডের? না শুনলে এখনই জেনে নিন! বিশ্বের সেরা ৫টি ব্র্যান্ডের মধ্যে ৪ নম্বরে আছে এটি। মনে তো রাখতেই হবে!
গিভেঞ্চি
খুব বেশিদিন হয়নি 'গিভেঞ্চি'কে এর ক্রিয়েটিভ ডিরেক্টরের পদটি খালি করতে হয়েছে। তবে এর প্রভাব খুব একটা পড়েনি ব্র্যান্ডটির ওপর বোঝাই যাচ্ছে, এখনো বহাল তবিয়তে সেরা পাঁচের মধ্যে রয়েছে।
ভ্যালেন্টিনো
সাম্প্রতিক সময়ে তালিকার বেশ পেছন থেকেই ওপরের দিকে উঠে এসেছে ব্র্যান্ডটি, র্যাম্পে দেখা যাচ্ছে আজকাল সরব উপস্থিতি।
ওয়াই-থ্রি
বিশ্বখ্যাত 'অ্যাডিডাস' ব্র্যান্ডের স্ট্রিটওয়্যার ফ্যাশন লাইন 'ওয়াই-থ্রি' ইতোমধ্যেই হলিউডের অভিনেতাদের প্রিয়। সে সুবাদে সাধারণ জনগণেরও এর দিকে মনোযোগটা একটু বেশি।
প্রাডা
'প্রাডা'র প্রধান ডিজাইনার মিউচা প্রাডার দেখানো পথে এগিয়ে ব্র্যান্ডটি এসেছে বহুদূর। সাম্প্রতিক সময়ে অনুষঙ্গ ডিজাইনে প্রাডার নাম ফ্যাশন সচেতনদের কাছে বেশ উপরের দিকেই রয়েছে।
নাইকি
ওয়ার্কআউট কিংবা খেলাধুলার ক্ষেত্রেও যে ফ্যাশনেবেল পোশাকের গুরুত্ব রয়েছে সেই ধারণাটি যুগ যুগ ধরে দিয়ে আসছে নাইকি। ফ্যাশন এবং স্বাস্থ্য সচেতন মানুষের অভাব যেহেতু নেই, তাই এই ব্র্যান্ডের কাটতি খুব সহজে কমছে না!
ফেন্ডি
ফ্যাশন সচেতন মানুষের কাছে এই ব্র্যান্ডটি মূলত বিখ্যাত বিচিত্র ডিজাইন ও প্যাটার্নের সব অনুষঙ্গ তৈরির জন্য।
তথ্য: ভোগ ম্যাগাজিন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন