ওয়ান পিস ফ্লো | লিন মেথড - Textile Lab | Textile Learning Blog
আজকে একটা লিন মেথড নিয়ে আলোচনা করবো , ওয়ান পিস্ ফ্লো ( একক খণ্ড প্রবাহ )



আমরা অনেকেই এই টার্ম টার সাথে অনেক আগে থেকেই পরিচিত , আমি বাংলায় এই পদ্ধতিটা কে নিয়ে একটু লিখার চেষ্টা করবো , ভুল ত্রুটি থাকলে কমেন্ট বক্সে জানাবেন , আমি সাদরে গ্রহণ করে নেব। আমরা "ওয়ান পিস্ ফ্লো" পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে নিম্নোক্ত ১২ ধরণের উপকারিতা আমাদের কর্মক্ষেত্রে নিশ্চিত করতে পারি।



১. নিরাপদ কর্মস্থল নিশ্চিত করে ( হেভি ইন্ডাস্ট্রিতে, টেক্সটাইলে প্রযোজ্য )

২. কাজের গুনগত মান দ্রুত নিশ্চিত করা যায়।

৩. ফেক্সিবল ভাবে কাজ করা যায় : কাজ টা কে ইচ্ছা মত এদিক সেদিক করা যায় , যেহেতু বান্ডিল / ব্যাচ নেই তাই দ্রুততার সাথে কাজ টাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়

৪. কাজের স্কেলেবিলিটি বাড়ানো যায় : যন্ত্রপাতি , সরঞ্জামাদি ছোট খাটো ভাবে প্রস্তুত করলেও কাজ চালিয়ে নেয়া যায়।

৫. ইনভেন্টরি নিয়ন্ত্রণের মধ্যে থাকে : অর্ডার যেহেতু দিন দিন ছোট হয়ে আসছে তাই আপনাকে ইনভেন্টরি নিয়ন্ত্রণ করা ছাড়া আর কোন উপায়ই থাকবেনা।

৬. ওয়ার্ক ইন প্রগ্রেস নিয়ন্ত্রণ : কর্মক্ষেত্রে বটলেনেক সৃষ্টি হয়ে থাকা আমাদের অনেকদিনের একটা পুরাতন যন্ত্রনা। এই যন্ত্রনা থেকে মুক্তির একমাত্র পরীক্ষিত পদ্ধতি হল সিঙ্গেল পিস্ ফ্লো বা একক খণ্ড প্রবাহ।

৭. উৎপাদন বৃদ্ধি করে : লিন মেথডের ১০ টা অপচয়ের মধ্যে উল্ল্যেখযোগ্য হল ( মোশন , ট্রান্সপোর্টেশন , ওয়েটিং ) এই তিন টা অপচয় অসম্ভব দ্রুততার সাথে নিয়ন্ত্রণে এনে আপনার উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে।

৮. মেটেরিয়াল পুনঃসরবরাহ সহজ করে : আমাদের সকল প্রকারের এক্সেসরিজ , মেটেরিয়াল গাদা গাদা করে স্তুপ না করে , প্রয়োজনমত সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়.

৯. ফ্লোর স্পেস ফ্রী রাখা যায় : যেহেতু ওয়ার্ক ইন প্রগ্রেস কমে যাচ্ছে , ইনভেন্টরি নিয়ন্ত্রণের মধ্যে থাকছে , গাদা গাদা স্তুপ থেকে কিছুটা মুক্তির পথ সৃষ্টি হচ্ছে , তাই আপনার ফ্লোরে আপনি সুন্দর ভাবে গুছিয়ে মালামাল রাখতে পারবেন এবং লীন মেথড "ফাইভ এস" এর আয়োজন করতে পারবেন।

১০. স্টাইল চেঞ্জ ওভার সহজতর হয়ে যাবে : আমাদের সুইং লাইনে স্টাইল পরিবর্তন করা এক মহা যন্ত্রনা। মেশিন নাই , মেকানিক্স ছুটিতে, ফোল্ডার তৈরী করতে আরো একদিন সময় লাগবে , পিপি মিটিং এখনো হয়নাই, আগের লেআউট ভাঙার পরে আরো ২৩৫ পিচ্ কাটিং হয়েছে সেটা আজকেই শেষ না করলে শিপমেন্ট যাবেনা , আগের স্টাইলের কয়েক বান্ডিল শেষ হলেই মেশিনে গুলো সরায় ফেলবো। এই সকল কাজ গুলো থেকে কিছুটা দ্রুততার সাথে নিয়ন্ত্রণাধীন করা যাবে।

১১. কাইজেন এর শেকড় দৃঢ় হবে : যেহেতু উপরোক্ত সমস্যাগুলো থেকে কিছুটা নিয়ন্ত্রণের পথ আবিষ্কৃত হতে যাচ্ছে তাই কাইজেন কার্যক্রম শুরু করাটা সময়ের ব্যাপার মাত্র , এবং আপনার স্বনামধন্য প্রতিষ্ঠানে কীজেন এর শেকড় পাকা পোক্ত ভাবে গ্রথিত হয়ে গেলো।

১২. স্বকীয়তা উৎকৃষ্টতা অর্জন : মানুষ মাত্রই ইনোভেটিভ, ডায়নামিক, নতুন কিছু করতে বা দেখতে ভালোবাসে , আমাদের দেশের নতুন নতুন ছেলে মেয়ে গুলো কি যে অসাধারণ কাজ করছে তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যাবেনা। তাই অনেক দিনের পুরাতন বান্ডিল পদ্ধতি কে আস্তে আস্তে দূরে সরিয়ে যখন নতুন এই পদ্ধতিতে অনেকগুলো সাফল্য অর্জন করতে পারবো , টপ ম্যানেজমেন্ট স্যার দের কাছ থেকে প্রশংসা অজোরজন করবো তখন আমরা মরালী ও অনেক খানি এগিয়ে যাবো। ওয়ান পিস্ ফ্লো এর সাফল্য অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার , অনেকগুলো কাজের একটা সুন্দর সমন্বয় সাধনের মাধ্যমেই আমরা এর ভাল ফলাফল আশা করতে পারি। তাই তাড়াহুড়া নয়, সুষ্ঠ সুন্দর সাবলীল ভাবে ধৈর্যের সাথে চলুন শুরু করি।


প্রয়োজনে আমাদের স্বরণ করতে পারেন , আমরা তো আছিই। সর্বশেষে ইন্ডাস্ট্রিটা কে বাঁচাতে হবে , আমাদের দেশ টা কে বাঁচাতে হবে।


Name of Author : 
Habibur Rahman
Smart Factory 4.0 Consultant for Textile Apparel Industries.
Follow Him on Linkedin :

IE

ওয়ান পিস ফ্লো | লিন মেথড

আজকে একটা লিন মেথড নিয়ে আলোচনা করবো , ওয়ান পিস্ ফ্লো ( একক খণ্ড প্রবাহ )



আমরা অনেকেই এই টার্ম টার সাথে অনেক আগে থেকেই পরিচিত , আমি বাংলায় এই পদ্ধতিটা কে নিয়ে একটু লিখার চেষ্টা করবো , ভুল ত্রুটি থাকলে কমেন্ট বক্সে জানাবেন , আমি সাদরে গ্রহণ করে নেব। আমরা "ওয়ান পিস্ ফ্লো" পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে নিম্নোক্ত ১২ ধরণের উপকারিতা আমাদের কর্মক্ষেত্রে নিশ্চিত করতে পারি।



১. নিরাপদ কর্মস্থল নিশ্চিত করে ( হেভি ইন্ডাস্ট্রিতে, টেক্সটাইলে প্রযোজ্য )

২. কাজের গুনগত মান দ্রুত নিশ্চিত করা যায়।

৩. ফেক্সিবল ভাবে কাজ করা যায় : কাজ টা কে ইচ্ছা মত এদিক সেদিক করা যায় , যেহেতু বান্ডিল / ব্যাচ নেই তাই দ্রুততার সাথে কাজ টাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়

৪. কাজের স্কেলেবিলিটি বাড়ানো যায় : যন্ত্রপাতি , সরঞ্জামাদি ছোট খাটো ভাবে প্রস্তুত করলেও কাজ চালিয়ে নেয়া যায়।

৫. ইনভেন্টরি নিয়ন্ত্রণের মধ্যে থাকে : অর্ডার যেহেতু দিন দিন ছোট হয়ে আসছে তাই আপনাকে ইনভেন্টরি নিয়ন্ত্রণ করা ছাড়া আর কোন উপায়ই থাকবেনা।

৬. ওয়ার্ক ইন প্রগ্রেস নিয়ন্ত্রণ : কর্মক্ষেত্রে বটলেনেক সৃষ্টি হয়ে থাকা আমাদের অনেকদিনের একটা পুরাতন যন্ত্রনা। এই যন্ত্রনা থেকে মুক্তির একমাত্র পরীক্ষিত পদ্ধতি হল সিঙ্গেল পিস্ ফ্লো বা একক খণ্ড প্রবাহ।

৭. উৎপাদন বৃদ্ধি করে : লিন মেথডের ১০ টা অপচয়ের মধ্যে উল্ল্যেখযোগ্য হল ( মোশন , ট্রান্সপোর্টেশন , ওয়েটিং ) এই তিন টা অপচয় অসম্ভব দ্রুততার সাথে নিয়ন্ত্রণে এনে আপনার উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে।

৮. মেটেরিয়াল পুনঃসরবরাহ সহজ করে : আমাদের সকল প্রকারের এক্সেসরিজ , মেটেরিয়াল গাদা গাদা করে স্তুপ না করে , প্রয়োজনমত সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়.

৯. ফ্লোর স্পেস ফ্রী রাখা যায় : যেহেতু ওয়ার্ক ইন প্রগ্রেস কমে যাচ্ছে , ইনভেন্টরি নিয়ন্ত্রণের মধ্যে থাকছে , গাদা গাদা স্তুপ থেকে কিছুটা মুক্তির পথ সৃষ্টি হচ্ছে , তাই আপনার ফ্লোরে আপনি সুন্দর ভাবে গুছিয়ে মালামাল রাখতে পারবেন এবং লীন মেথড "ফাইভ এস" এর আয়োজন করতে পারবেন।

১০. স্টাইল চেঞ্জ ওভার সহজতর হয়ে যাবে : আমাদের সুইং লাইনে স্টাইল পরিবর্তন করা এক মহা যন্ত্রনা। মেশিন নাই , মেকানিক্স ছুটিতে, ফোল্ডার তৈরী করতে আরো একদিন সময় লাগবে , পিপি মিটিং এখনো হয়নাই, আগের লেআউট ভাঙার পরে আরো ২৩৫ পিচ্ কাটিং হয়েছে সেটা আজকেই শেষ না করলে শিপমেন্ট যাবেনা , আগের স্টাইলের কয়েক বান্ডিল শেষ হলেই মেশিনে গুলো সরায় ফেলবো। এই সকল কাজ গুলো থেকে কিছুটা দ্রুততার সাথে নিয়ন্ত্রণাধীন করা যাবে।

১১. কাইজেন এর শেকড় দৃঢ় হবে : যেহেতু উপরোক্ত সমস্যাগুলো থেকে কিছুটা নিয়ন্ত্রণের পথ আবিষ্কৃত হতে যাচ্ছে তাই কাইজেন কার্যক্রম শুরু করাটা সময়ের ব্যাপার মাত্র , এবং আপনার স্বনামধন্য প্রতিষ্ঠানে কীজেন এর শেকড় পাকা পোক্ত ভাবে গ্রথিত হয়ে গেলো।

১২. স্বকীয়তা উৎকৃষ্টতা অর্জন : মানুষ মাত্রই ইনোভেটিভ, ডায়নামিক, নতুন কিছু করতে বা দেখতে ভালোবাসে , আমাদের দেশের নতুন নতুন ছেলে মেয়ে গুলো কি যে অসাধারণ কাজ করছে তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যাবেনা। তাই অনেক দিনের পুরাতন বান্ডিল পদ্ধতি কে আস্তে আস্তে দূরে সরিয়ে যখন নতুন এই পদ্ধতিতে অনেকগুলো সাফল্য অর্জন করতে পারবো , টপ ম্যানেজমেন্ট স্যার দের কাছ থেকে প্রশংসা অজোরজন করবো তখন আমরা মরালী ও অনেক খানি এগিয়ে যাবো। ওয়ান পিস্ ফ্লো এর সাফল্য অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার , অনেকগুলো কাজের একটা সুন্দর সমন্বয় সাধনের মাধ্যমেই আমরা এর ভাল ফলাফল আশা করতে পারি। তাই তাড়াহুড়া নয়, সুষ্ঠ সুন্দর সাবলীল ভাবে ধৈর্যের সাথে চলুন শুরু করি।


প্রয়োজনে আমাদের স্বরণ করতে পারেন , আমরা তো আছিই। সর্বশেষে ইন্ডাস্ট্রিটা কে বাঁচাতে হবে , আমাদের দেশ টা কে বাঁচাতে হবে।


Name of Author : 
Habibur Rahman
Smart Factory 4.0 Consultant for Textile Apparel Industries.
Follow Him on Linkedin :

কোন মন্তব্য নেই: