রেসিষ্ট প্রিন্ট কি? রেসিষ্ট প্রিন্ট কিভাবে করা হয় ?
যাই হোক রেসিস্ট এর মানে প্রতিহত করা।।
মানে যে কালার টা রেসিস্ট করা হবে তার উপরে অন্য কোন কালার বসতে পারবে না।
রিয়্যাক্টিভ রেসিস্ট করতে হইলে ২ টা গ্রুপের ডাইস ইউজ করতে হয়।
১।MCT (মোনো-ক্লোরো-ট্রাইজেন)
২।VNS (ভিনাইল সালফন)
এর সাথে রেসিস্টার ইনগ্রিডেন্ট (Rvs) ইউজ করতে হয়।।
রেসিস্টার বিভিন্ন ব্রান্ডের হতে পারে। আমি যেহেতু RVS ইউজ করছি তাই rvs লিখলাম।।
আমি রিয়্যাক্টিভ রেসিস্ট করেছি।।অনেকেই বলে পিগমেন্ট রেসিস্ট করা যায়,তবে কিভাবে এটা আমার জানা নাই।
রেসিস্ট মুলত চিকন আউটলাইন ভিজিয়েবল করার জন্য, ক্রিটিক্যাল সিচুয়েশানে থার্ড কালার আসলে ইত্যাদি কারনে রেসিস্ট করা যেতে পারে।।
রেসিস্ট করা হয় ভিনাইল সালফোনেট ডাইসকে। সোডিয়াম সালফাইট কেমিক্যাল mct ডাইসের সাথে ব্যবহার করতে হয়। সোডিয়াম সালফাইট থাকার কারনে এর উপর যখন ভিনাইল সালফোনেট ডাইস প্রয়োগ হয় তখন ভিনাইল ডাইস বন্ড করতে পারে না। ফলে ওয়াশিং এ ঐসব জায়গা থেকে আউট হয়ে যায়।
৫টি মন্তব্য:
রিঅ্যাকটিভ প্রিন্ট এর রিঅ্যাকশন কোথায় হয় এবং কিভাবে হয়।
রিঅ্যাকটিভ প্রিন্ট এর কেমিক্যাল গুলোর কাজ কি কি আলাদাভাবে।
রিঅ্যাকটিভ প্রিন্ট এর রিঅ্যাকশন কোথায় হয় এবং কিভাবে হয়।
রিঅ্যাকটিভ প্রিন্ট এর কেমিক্যাল গুলোর কাজ কি কি আলাদাভাবে।
প্রিন্ট কস্টিং বের করার উপায়।
একটি মন্তব্য পোস্ট করুন