ফেব্রিকের কালার স্টেইনিং ব্লিডিং প্রবলেম এবং এর সলিউশন | Fabrics Color Staining - Textile Lab | Textile Learning Blog
আমাদের একটা কম প্রবলেম হচ্ছে ইয়ার্ন ডাইং এবং কন্ট্রাস্টের মাঝে স্টেইনিং প্রবলেম ।




এই প্রবলেম গুলি আমরা প্রায় শুনি যতো বেশিরভাগ ক্ষত্রে দেখা যায় রেড কালার জড়িত। ডাইং অভিজ্ঞতা থেকে বলছি  কালার ব্লিডিং এর জন্য সবচেয়ে  খারাপ সেড হচ্ছে রেড এবং টার্কিশ ।  এই কালার এর ফেব্রিক পচে যাবার আগ পর্যন্ত কালার ব্লিড করে।  

তবে যারা অর্ডার এক্সিকিউশনের সাথে জড়িত তাদের উচিৎ রেড এর সাথে হোয়াইট পার্ট কন্ট্রাস্ট থাকলে তা উল্লেখ করে দেয়া যাতে ডাইং এর সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা যায় । 

আপনি কিছু না বলে দিলে ডাইং ফিনিশিং তাদের রেগুলার ওয়াস করে যাবে যাতে ব্লিডিং এর চান্স থেকে যাবে কিন্ত আপনি যদি উল্লেখ করেন তবে তারা ফাইনাল ওয়াস ভালো করে দিবে আনলোড করার আগে এবং ফিক্সিং করে দিবে ভালো করে ।

যারা মার্চেন্ডাইজার আছেন আপনার ইয়ার্ন ডাইড অর্ডার হলে কিংবা হোয়াইট কন্ট্রাস্ট কিংবা হোয়াইট পকেট হলে , এটা অর্ডার সিটে লিখে হাইলাইট করে দিবেন । 

অনেক সময় সচেতনতার অভাবে ল্যাব টেস্ট ফেইল করে যেমন ডিটারজেন্ট দিয়ে হট ওয়াস করলে কালার ব্লিড করবে ।  এর জন্য ঠান্ডা পানিতে ওয়াস করে ওয়াস ফাস্টনেস  দেখতে হয় । 


ইয়ার্ন ডাইং এর ক্ষত্রে নরমালি তারা ফাস্টনেসের প্রতি তারা সচেতন । 

সমাধানঃ 

ওভেনের ক্ষত্রে আপনার গার্মেন্টস ওয়াসের রিকয়ারমেন্ট থাকলে আপনার স্টেইনিং আসলে আপনি এন্টি ব্যাক স্টেইনিং এজেন্ট ইউজ করতে পারেন যা ১ গ্রাম পার লিটার করে ইউজ করা যায়. এন্টি স্টেইনিং এজেন্ট উঠে যাওয়া ডাইজ পুনরায় আবার ফেব্রিকে লাগতে দেয় না ।  এটা ডেনিমের হোয়াইট পকেটে যাতে ব্লু ব্লাক ডাইজ না লাগে তার জন্য এই এজেন্ট ইউজ করা হয় । 

চাইলে হোয়াইট পার্ট আপনি সিলিকন দিয়ে ফিলিশ করতে পারেন, সিলিকনের ওয়াটার রেপিলেন্ট প্রপার্টি আছে । যার ফলে যখন এনজাইম ওয়াস বা ফিনিশ করবেন তখন এতে পানি কম লাগবে।


হোয়াইট এবং রেড এর সাথে এন্টি ব্যাক স্টেইনিং এজেন্ট

ফেব্রিকের কালার স্টেইনিং ব্লিডিং প্রবলেম এবং এর সলিউশন | Fabrics Color Staining

আমাদের একটা কম প্রবলেম হচ্ছে ইয়ার্ন ডাইং এবং কন্ট্রাস্টের মাঝে স্টেইনিং প্রবলেম ।




এই প্রবলেম গুলি আমরা প্রায় শুনি যতো বেশিরভাগ ক্ষত্রে দেখা যায় রেড কালার জড়িত। ডাইং অভিজ্ঞতা থেকে বলছি  কালার ব্লিডিং এর জন্য সবচেয়ে  খারাপ সেড হচ্ছে রেড এবং টার্কিশ ।  এই কালার এর ফেব্রিক পচে যাবার আগ পর্যন্ত কালার ব্লিড করে।  

তবে যারা অর্ডার এক্সিকিউশনের সাথে জড়িত তাদের উচিৎ রেড এর সাথে হোয়াইট পার্ট কন্ট্রাস্ট থাকলে তা উল্লেখ করে দেয়া যাতে ডাইং এর সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা যায় । 

আপনি কিছু না বলে দিলে ডাইং ফিনিশিং তাদের রেগুলার ওয়াস করে যাবে যাতে ব্লিডিং এর চান্স থেকে যাবে কিন্ত আপনি যদি উল্লেখ করেন তবে তারা ফাইনাল ওয়াস ভালো করে দিবে আনলোড করার আগে এবং ফিক্সিং করে দিবে ভালো করে ।

যারা মার্চেন্ডাইজার আছেন আপনার ইয়ার্ন ডাইড অর্ডার হলে কিংবা হোয়াইট কন্ট্রাস্ট কিংবা হোয়াইট পকেট হলে , এটা অর্ডার সিটে লিখে হাইলাইট করে দিবেন । 

অনেক সময় সচেতনতার অভাবে ল্যাব টেস্ট ফেইল করে যেমন ডিটারজেন্ট দিয়ে হট ওয়াস করলে কালার ব্লিড করবে ।  এর জন্য ঠান্ডা পানিতে ওয়াস করে ওয়াস ফাস্টনেস  দেখতে হয় । 


ইয়ার্ন ডাইং এর ক্ষত্রে নরমালি তারা ফাস্টনেসের প্রতি তারা সচেতন । 

সমাধানঃ 

ওভেনের ক্ষত্রে আপনার গার্মেন্টস ওয়াসের রিকয়ারমেন্ট থাকলে আপনার স্টেইনিং আসলে আপনি এন্টি ব্যাক স্টেইনিং এজেন্ট ইউজ করতে পারেন যা ১ গ্রাম পার লিটার করে ইউজ করা যায়. এন্টি স্টেইনিং এজেন্ট উঠে যাওয়া ডাইজ পুনরায় আবার ফেব্রিকে লাগতে দেয় না ।  এটা ডেনিমের হোয়াইট পকেটে যাতে ব্লু ব্লাক ডাইজ না লাগে তার জন্য এই এজেন্ট ইউজ করা হয় । 

চাইলে হোয়াইট পার্ট আপনি সিলিকন দিয়ে ফিলিশ করতে পারেন, সিলিকনের ওয়াটার রেপিলেন্ট প্রপার্টি আছে । যার ফলে যখন এনজাইম ওয়াস বা ফিনিশ করবেন তখন এতে পানি কম লাগবে।


হোয়াইট এবং রেড এর সাথে এন্টি ব্যাক স্টেইনিং এজেন্ট

কোন মন্তব্য নেই: