বাংলাদেশের বর্তমানের ট্রেন্ডিং মেশিন হচ্ছে নীটের সিপিবি মেশিন আগে যেটা আগে ওভেনের জন্য আমরা ইউজ করতাম
সম্প্রতি তাদের এই মেশিন আর ফেক্টরি এবং ম্যানেজমেন্ট নিয়ে স্টাডি করার পর কিছু তথ্য পাওয়া গেছে
পলমল, রবিন টেক্স, নর্দান, NRG, East West,
মেশিনের মুল সমস্যা হচ্ছে সুইং মার্ক আসা আর আফটার ওয়াস এর পর সেড রেপিডের সাথে না মিলা, সেড ঠান্ডা হলে সোয়াচের সাথে না মিলা ।
বর্তমানের যারা নীটের সিপিতে কাজ করেন তারা একটা সিন্ডিকেট আকারে কাজ করেন। এখানে যারা শুরু করেছেন তারা চাচ্ছেন তাদের একটা সিন্ডিকেট থাকুক এরা নতুন নতুন ফেক্টরি খোজেন যারা নীট CPB এনেছেন । এরা দৈর্ঘ দিন কাজ করার রেকর্ড নেই এরা দল বেধে ফেক্টরি চেইঞ্জ করছেন ।
নীট আর ওভেনের CPB প্রায় সেইম এখানে 4:1 রেশিওতে ডাইং করা হয় , আর কালার এডিশন আর রেসিপি সেটে ওভেন সিপিবি এর লোকজন অনেক বেশি পারফেক্ট কারন এদের কালার এর জন্য প্রতিটি রেসিপি সেট করে চালাতে হয় আর কালার কোল্ড ব্রেন্ডের ডাইজ দিয়ে ডাইং হয় যা তারা আফটার ওয়াস পর্যন্ত ডাইজ কেরেক্টার বিবেচনা করে ডাইং করতে পারে । লিস্টিং কারেকশনে এটা মেশিনের প্রেশার রেগুলেট করতে পারে ।
বর্তমানে একটা সিন্ডিকেট কোরাম করার কারনে ওভেন এর যারা সিপিবিতে কাজ করেন তাদের ঢুকতে দেয়া হচ্ছে না , ম্যানেজমেন্ট কে বুঝানো হচ্ছে যা তারা নীটে দক্ষ না । কিন্ত সেড এর রেসিপি এডিশন কারেকশন ডায়ালুশন, লিস্টিং কারেকশন, সুইং মার্ক দুরকরার মতো অভিজ্ঞতা সম্পন্ন লোক তারাই । ওভেনের মেশিন এর ফাংশন নীটের চেয়ে অনেক কম্পলিকেটেড এদের হাইড্রোলিকের সাথে নিউমেটিক প্রেশার দিয়ে চালায় । ওভেনে Benninger, Kuster এর ডাই প্যাড ইউজ করে তা জার্মানির ।
এমনকি এই প্লান্টের মেশিনের ছবি ভিডিও করা নিশেধ করা থাকে এবং তা কঠোর ভাবে পালন করা হয় আপনার দুই নিউমেটিক প্যাডারের, ৪-৫ এক্সপেন্ডার রোলার,২ টা গাইডারের, ২ টা বাথের, ব্যাচিং প্যাডারের ছোট মেশিনের কি সিক্রেসি থাকতে পারে । এটা ভয় নয় এটা মুলত তাদের মুল্য ধরে রাখার জন্য এই টেকনোলজি সিক্রেট করে রাখা ।
ডাইং এর ম্যানেজমেন্ট যারা আছেন তারা নীটের সাথে ওভেনের সিপিবি অভিজ্ঞ লোকজন মিলিয়ে সেট আপ নিন , এতে ডাইং মেশিনের প্যারামিটার আপনাদের দ্রুত ইম্পলিমেন্টেশন হবে ।
মেশিন গুলি আসে বেশিরভাগ নীট ডিপার্টমেন্ট এর LC তে তাই এর ইরেকশন আর নিয়োগ প্রক্রিয়ায় জড়িত থাকে নীটের ম্যানেজমেন্ট । তাদের আগের কোন অভিজ্ঞতা থাকে না এই মেশিনের তারা ভয় পেয়ে যান ওভেন রিলেটেড লোক নিয়োগ দিতে ।
তারা যাদের দিয়ে শুরু করেন তাদের জবের অভিজ্ঞতা বা স্টে করার প্রবনতা থাকে খুব কম, তারা নতুন কোথাও মেশিন আসলে গ্রুপ ধরে চলে যাবে । আর তাদের কয়টি রেসিপি করা আর লিস্টিং কারেকশন করার অভিজ্ঞতা আছে কিনা তা চেক করে দেখবেন ।
প্যারামিটার চেইঞ্জ করে আপনি সমস্যা দূর করতে পারেন যেমন প্যাডার প্রেশার চেইঞ্জ করার অভিজ্ঞতা থাকতে হবে পিকয়াপ % চেক সেটাপ চেইঞ্জ করার অতীত অভিজ্ঞতা থাকতে হবে । ফরেইনার যা সেটাপ করে দিয়ে যাবে তা দিয়ে চলতে চাইলে আপনি পারবেন না কারন সে বেশি লট ট্রায়াল দিয়ে যায় নি । আর তা না হলে প্রেশারের লিমিট দেয়া থাকতো না মেশিনে । আপনার প্যাডার ক্ষয় হবে প্রেশার বাড়াতে হবে । ব্যাচারের প্রেশার কমিয়ে দিয়ে সুইং মার্ক দূর করতে হবে ।
ওভেন সিপিবির মুল সমস্যা সেড লাইট হওয়া এটার কারন লিকার লেবেল অটো কন্ট্রোল করা যায় না কিন্ত নীটের সে সুবিধা আছে এর ওয়াটার লেবেল অটোমেটিক করা যায় তাই এটা ওভেন ডাইং এর লোকজনের জন্য প্লাস পয়েন্ট ।
কোল্ড ব্রেন্ডের ডাইজ নিয়ে ওভেনের লোকজন অনেক স্কিলড কারন RSpl, Navy, Turquoise, Orange কোণটা ওয়াসের পর কাটে ওয়াসের পর বেড়ে যায় । এটা ওভেনের লোকজনের কালার মাস্টারদের বেশি আইডিয়া আছে ।
এক শ্রেনীর লোকজন এটার জটিলতা নিয়ে বেশি প্রচারণা চালায় তাদের সুবিধা আদায় করে নেবার জন্য ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন