যারা পেন্টোন নাম্বার খুজতে চান তাদের জন্য
আপনার যদি কোন পেন্টোন খুজে বের করতে হয় তবে আমরা যারা নতুন আমাদের খুজে পেতে অসুবিধা হয় আর পেন্টোনের পাতা খুজে বের করা নিয়মটি বলছি
১. প্রথমে আপনার যে পেন্টোন নাম্বার লাগবে সেটা ধরে নিন, নেয়ার পর আপনাকে খুজতে হবে পেন্টোন বইয়ের নিউমেরিক ইন্ডেক্স । 15 -1309 TCX যেমন এই ৬ নাম্বারের পেন্টোন নাম্বার ।
২. এখানে নিউমেরিক ইনক্সে প্রথম যে নাম্বার আছে যেমন এখানে ১৫ এমনি ১১-১৯ পর্যন্ত সিরিয়ালে বিভিন্ন পেন্টোন নাম্বার খুজতে হবে ।
৩. আমাদের ১৫ নাম্বার ইন্ডেক্সে গিয়ে এখন ১৫ এর সাথে ১৩ এর সাথে ০৯ খুজে বের করতে হবে ।
৪. এটা বের করার পর ৩ টা বিষয় বের হয়ে আসবে এর সাথে যেমন পাতা নাম্বার কতো নাম্বার পাতায় আছে ,কতো নাম্বার কলাম ( লম্বা লন্বি ) , কতো নাম্বার রো ( পাশাপাশি হরাইজন্টাল ভাবে উপরের থেকে নিচের দিকে ) তে আছে,
৫. যেমন 15 -1309 TCX নিউমেরিক ইন্ডেক্স অনুযায়ী এটার পেইজ 9 Column - 44 TPX এবং এর রো - 1 আছে । সহজ করে ৯ নাম্বার পাতায় গিয়ে নিচের দিকের 44 TPX খুজে এই কলাম ধরে উপরে উঠে যান সেখানে উপরের থেকে ১ সিরিয়াল সুরু এভাবে ২,৩,৪ করে নিচে নামতে থাকবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন