টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সিভির কমন কিছু ভুল | Common Textile CV Faults - Textile Lab | Textile Learning Blog
ইমেইলে যারা জবের জন্যে সিভি পাঠায়, তাদের মধ্যে অধিকাংশেরই  MOST COMMON কিছু PROBLEMS: 


- ইমেইল সাবজেক্ট লেখেনা

- লিখলেও ঠিকমতো লেখেনা যে সে কোন পোস্টের জন্যে সিভি পাঠাচ্ছে

- ইমেইল বডিতে কিছু না লেখা

- লিখলেও প্রপার কোন সম্বোধন দেয়না

- নিজের নাম লেখেনা ইমেইলের শেষে

- ইমেইল বডি যে কাভার লেটারের কাজ করে, এটা না বুঝা

- যদি বডিতে কিছু লিখেও, তা থাকে ভুলে ভরা 

- সিভি word format-এ পাঠায়

- সিভি ফাইলটার যথার্থ নাম দেয়না

খুব অবাক লাগে, যখন দেখি কোনমতে দায়সারাভাবে সিভিটা পাঠিয়ে দিয়ে আশা করে বসে থাকে যে তার জব হয়ে গেছে। অথবা, যখন পাঠায় তখন এই চিন্তা নিয়ে পাঠায় যে সে জানেই যে তার জব হবেনা। সো, কোনমতে পাঠালেই হল। ভাইরে, why can't you  think logically and differently? 

একটা সিভি পাঠাতেই যদি আপনাদের এত অবহেলা বা তাড়াহুড়া, so how can I be sure that you will do your work with sincerity if  you are hired? See....primary একটা ইম্প্রেশান কিন্ত হয়ে গেল আপনার সামান্য এই ইমেইল থেকেই। Have you got my point?
ঠিক একারণেই কিন্ত আমরা অনেক সময় রেফারেন্সে লোক নিই (এটাই একমাত্র কারণ, তা নয়)। 

Now, consider the problems mentioned above and let me provide some facts/suggestions:

- ইমেইল সাবজেক্ট লেখেনা

- লিখলেও ঠিকমতো লেখেনা যে সে কোন পোস্টের জন্যে সিভি পাঠাচ্ছে


** অনেক ইমেইল আসে প্রতিদিন। সিভি shortlisted এর সময় ইমেইলের সাবজেক্ট help করে। যদি না লেখেন, আপনার ইমেইলটা হয়তো আর পরে খুঁজে পাওয়া নাও যেতে পারে। তাছাড়া, it's a common norm. 

- ইমেইল বডিতে কিছু না লেখা

- লিখলেও প্রপার কোন সম্বোধন দেয়না

- নিজের নাম লেখেনা ইমেইলের শেষে

- ইমেইল বডি যে কাভার লেটারের কাজ করে, এটা না বুঝা

** কাভার লেটারে যা লিখবেন, ইমেইলের বডিতেও তা লেখা উচিৎ। আপনার মোটিভেশান, স্কিল ইত্যাদি খুব সুন্দরভাবে উপস্থাপন করুন। ফরম্যাটটা generally এমন হওয়া উচিৎঃ

Dear Sir/Madam or Mr............. 

1st para: (how did you know about the job post)

2nd para: (why do you think you are perfect for this job or why are you applying)

3rd para: (your positive aspects and how these aspects can be helpful for the company or why the Company should hire you)

(ending words)

Best regards/Sincerely,

(Name)
(Cell number)

Remember: You have to build your self brand here. You can also start with a short story stating how good you are at making presentation, for instance. 😊

- যদি বডিতে কিছু লিখেও, তা থাকে ভুলে ভরা 

** যা-ই লিখবেন, শুদ্ধভাবে লিখবেন। আপনি ইংলিশে ভালো না-ই হতে পারেন, বাট চেষ্টা করুন। প্রথমে নিজে লিখুন, তারপর কাউকে দিয়ে সেটা চেক করিয়ে নিন। দয়া করে, কোথাও থেকে কপি করবেন না।

- সিভি word format-এ পাঠায়

** Always send it in PDF format.

- সিভি ফাইলটার যথার্থ নাম দেয়না

** the name should be: CV_own name_post you are applying for

সংগ্রহিত !!!

বিঃদ্রঃ 
ছবিটি শুধুমাত্র একটা নরমাল ফরম্যাট বুঝানোর জন্য!

টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সিভির কমন কিছু ভুল | Common Textile CV Faults

ইমেইলে যারা জবের জন্যে সিভি পাঠায়, তাদের মধ্যে অধিকাংশেরই  MOST COMMON কিছু PROBLEMS: 


- ইমেইল সাবজেক্ট লেখেনা

- লিখলেও ঠিকমতো লেখেনা যে সে কোন পোস্টের জন্যে সিভি পাঠাচ্ছে

- ইমেইল বডিতে কিছু না লেখা

- লিখলেও প্রপার কোন সম্বোধন দেয়না

- নিজের নাম লেখেনা ইমেইলের শেষে

- ইমেইল বডি যে কাভার লেটারের কাজ করে, এটা না বুঝা

- যদি বডিতে কিছু লিখেও, তা থাকে ভুলে ভরা 

- সিভি word format-এ পাঠায়

- সিভি ফাইলটার যথার্থ নাম দেয়না

খুব অবাক লাগে, যখন দেখি কোনমতে দায়সারাভাবে সিভিটা পাঠিয়ে দিয়ে আশা করে বসে থাকে যে তার জব হয়ে গেছে। অথবা, যখন পাঠায় তখন এই চিন্তা নিয়ে পাঠায় যে সে জানেই যে তার জব হবেনা। সো, কোনমতে পাঠালেই হল। ভাইরে, why can't you  think logically and differently? 

একটা সিভি পাঠাতেই যদি আপনাদের এত অবহেলা বা তাড়াহুড়া, so how can I be sure that you will do your work with sincerity if  you are hired? See....primary একটা ইম্প্রেশান কিন্ত হয়ে গেল আপনার সামান্য এই ইমেইল থেকেই। Have you got my point?
ঠিক একারণেই কিন্ত আমরা অনেক সময় রেফারেন্সে লোক নিই (এটাই একমাত্র কারণ, তা নয়)। 

Now, consider the problems mentioned above and let me provide some facts/suggestions:

- ইমেইল সাবজেক্ট লেখেনা

- লিখলেও ঠিকমতো লেখেনা যে সে কোন পোস্টের জন্যে সিভি পাঠাচ্ছে


** অনেক ইমেইল আসে প্রতিদিন। সিভি shortlisted এর সময় ইমেইলের সাবজেক্ট help করে। যদি না লেখেন, আপনার ইমেইলটা হয়তো আর পরে খুঁজে পাওয়া নাও যেতে পারে। তাছাড়া, it's a common norm. 

- ইমেইল বডিতে কিছু না লেখা

- লিখলেও প্রপার কোন সম্বোধন দেয়না

- নিজের নাম লেখেনা ইমেইলের শেষে

- ইমেইল বডি যে কাভার লেটারের কাজ করে, এটা না বুঝা

** কাভার লেটারে যা লিখবেন, ইমেইলের বডিতেও তা লেখা উচিৎ। আপনার মোটিভেশান, স্কিল ইত্যাদি খুব সুন্দরভাবে উপস্থাপন করুন। ফরম্যাটটা generally এমন হওয়া উচিৎঃ

Dear Sir/Madam or Mr............. 

1st para: (how did you know about the job post)

2nd para: (why do you think you are perfect for this job or why are you applying)

3rd para: (your positive aspects and how these aspects can be helpful for the company or why the Company should hire you)

(ending words)

Best regards/Sincerely,

(Name)
(Cell number)

Remember: You have to build your self brand here. You can also start with a short story stating how good you are at making presentation, for instance. 😊

- যদি বডিতে কিছু লিখেও, তা থাকে ভুলে ভরা 

** যা-ই লিখবেন, শুদ্ধভাবে লিখবেন। আপনি ইংলিশে ভালো না-ই হতে পারেন, বাট চেষ্টা করুন। প্রথমে নিজে লিখুন, তারপর কাউকে দিয়ে সেটা চেক করিয়ে নিন। দয়া করে, কোথাও থেকে কপি করবেন না।

- সিভি word format-এ পাঠায়

** Always send it in PDF format.

- সিভি ফাইলটার যথার্থ নাম দেয়না

** the name should be: CV_own name_post you are applying for

সংগ্রহিত !!!

বিঃদ্রঃ 
ছবিটি শুধুমাত্র একটা নরমাল ফরম্যাট বুঝানোর জন্য!

কোন মন্তব্য নেই: