গার্মেন্টসের কাটিং এর সমস্যা
গার্মেন্টস কাটিং একটি কমন সমস্যা হলো এখানে লোকজনের শেডিং নিয়ে একটা কমন এলার্জি বরাবর থাকে এখানের ব্লেইম ১০০% ডাইং কে দেয় । এখানের সমস্যার ৫০% ডাইং কে দিলাম ।
কাটিং সেকশনের কমন সমস্যা হচ্ছে তাদের কাছে দুনিয়ার কোন সেড ভালো না । আপনি যদি ভুল করে কোন সমস্যা যুক্ত কাপড় সাপ্লাই দিলেন তারা সে সকস্যা যুক্ত কাপড় দিয়ে বডি বানিয়ে দেখবেন মালিক ডিরেক্টর মার্চেন্ডাইজার কে দেখাচ্ছে । এদের কাছে পার্ট বাই পার্ট শেডিং এর কমন সমস্যা হচ্ছে এরা দুই দিন রোলের কাপড় মিক্স করে সেলাই করে পার্ট বাই পার্ট সেডিং দেখায় । আপনাকে চেলেঞ্জ করলে আপনি সেই রোল চেক করবেন । মেজরিটি টাইম তারা দেখাতে চাইবে না কোন রোল থেকে কাটা । তারা গ্রেড অনুযায়ী কেটেছে কিনা তা দেখা উচিৎ যা ডাইং ইন্সপেকশন থেকে করে দেয়া হয়েছে ।
পিচ হলে তো তো হাত দিয়ে এর এসাইনমেন্ট চেক করে দেখতে হবে যে এরা উলটা দিকে সেলাই করেছে কিনা।
যদিও তাদের সেড গ্রুপ করে দেয়া হয় তার পরো তারা লট মাঝেমধ্যে মিক্সিং করে সেলাই করে মালিককে দেখায় । ভালো গেলে এদের কমপ্লেইন নেই এক টুকরো খারাপ দেন এটা কেটে চলে যাবে এমডি বরাবর । এটা নিয়ে হবে মিটিং । কাটিং সেইভ থাকার জন্য সব সময় অগ্রিম অভিযোগ করে রাখে যাতে করে তারা আরো এক্সেস ফেব্রিক পায় সেইভ থাকার জন্য । যারা ডেলিভারিতে থাকে তারা ভুল করে রিজেক্ট রোল দিয়ে দেয় কাপাল খারাপ হলে তারা তাই দিয়ে আগে কাটা শুরু করে ।
তারা যেখানে একটু ডায়া কম পাবে সেটা মেপে তারা কঞ্জামশন করে আপনার কাছ থেকে ফেব্রিক বাড়িয়ে নিবে। ৫০-১০০ গজ বাড়তি নিয়ে আপনার কাছ থেকে নিবে।
গার্মেন্টসে সমস্যা বলে তারা অভিযোগ জানালে তা রিটার্ন নিয়ে আসুন আর টাইম কিল করুন এমনি শিপমেন্ট এর ডেইট চলে আসলে তারা ইচ্ছে করা সমযোতায় করে নিয়ে যাবে । তারা যদি সমস্যা দেখায় মেজরিটি ক্ষত্রে বুঝে নিতে হবে তাদের শিপমেন্ট এর জন্য পর্যাপ্ত সময় হাতে আছে তাদের ।
গার্মেন্টসে ফোর পয়েন্টে ফেইল কাট পিস সর্টপিস, রিযেক্ট রোল বলে তা ফেলে দেয়া হয় এটা ভুল চাইলে এদের কেটে বডি বের করা হয় এবং কোয়ানটিটি ফিলাপ করে দেয়া হয় । কিন্ত কাটিং এ চাপের ভেতরে এমন ঝামেলা করার ইচ্ছে তাদের হয় না তাই তারা মেজরিটি টাইমে বড় রোল ফ্রেশ কোয়ানটিটি চায় কাটিং এর জন্য ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন