- ফেব্রিক সাপ্লাইয়ার কোম্পানিতে জব না করা
বর্তমানের জব এর ভেতর ফেব্রিক সাপ্লাইয়ার কোম্পানিতে জব অন্যতম কিন্তু এর বিদ্যমান কিছু সুবিধা অসুবিধা আছে । যারা নতুন বা ফ্রেশার আপনাদের জন্য একটি পরামর্শ হচ্ছে আপনারা ফেব্রিক সাপ্লাইয়ার কোম্পানিতে জব না কারা
১. এই জবের বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে টার্গেট দিয়ে দেয়া হবে আর ৬ মাসের ট্রেইনিং প্রিয়ড থাকবে যেহেতু আপনি নতুন এই সেক্টরে সেহেতু আপনি প্রথমেই কই যাবেন কি করবেন সেটা বুঝতেই আপনার ২ মাস লাগবে । আপনাকে ডেইলি ভাতা দিবে ভাড়া বাবদ এভাবে চলে যাবে আরো দুই মাস । অর্ডার এতো সহজ নয় যে একটা নতুন ছেলের হাতে দিয়ে দেবে যে কোন ফেক্টরি । দেখা যাবে অর্ডার সিনিয়রদের দিয়ে ডিল করাতে হবে এর জন্য বায়ার খুজে বের করলেও সেটা হয়ে যাবে তার।
আপনি যদিও কাজ করলেন এ ক্ষত্রে মেজরিটি লাভ সাপ্লায়ার এর হবে কারন আপনি কাজ আনতে না পারলে নুনতম তো ১০ জায়গায় যাবেন এতে তাদের নাম অন্তত ১০ যায়গায় আপনি প্রচার করে আসলেন ।
বায়ার অর্ডার না পেলে শর্ত অনুযায়ী আপনি টাকা পাবেন না ।
ফেব্রিক ডেলিভারি দিলেও LC প্রিয়ড অনুযায়ী আপনি ৩ মাসের আগে স্যালারি পাবেন না ।
এটাতে যাদের আগের অভিজ্ঞতা আছে তারা করতে পারেন একেবারে যারা নতুন তাদের সাজেস্ট করবো আপনারা এই রিক্সে নাই যেতে পারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন