আমাদের দেশের যারা গ্রুপ ফেক্টরির উদ্যোক্তা আছেন তারা চাইলে বিদেশে নিজস্ব ফ্যাশন হাউস এর আউটলেট খুলতে পারেন কারন ধরুন যে গার্মেন্টস টার FOB প্রাইস $ 7 নিশ্চয় এর রিটেইল প্রাইস $25 - $30 এখন আমাদের উদ্যোক্তা গন নিজেদের আউটলেট থাকে তবে তাদের পুরো $25 - $30 থেকে যাবে , পুরো লাভ তাদের আর কয়দিন আমরা ফরেইন বায়ারদের কাজ করে যাবো যারা আমাদের গার্মেন্টস নিয়ে তারা ৬০০% এর মতো লাভ করে। আমাদের যেহেতু সোর্সিং এবং প্রডাকশন এর ক্যাপাসিটি আছে তাই আমাদের বিদেশি বায়াদের কাছে জিম্মি হয়ে থাকতে হচ্ছে । আমাদের দেশের নামি ব্রেন্ড যেমন বেক্সিমকোর ইয়োলো এরা বা এদের শো রুম বিদেশি দের চেয়ে কম সুন্দর নয় তাই আমাদের নিজস্ব ব্রেন্ড গুলিতে ফরেইনার বিজনেস এক্সপানশন, ডেভলমেন্ট এর সুযোগ দেয়া হোক ।
মিডেল ইস্ট, মালয়েশিয়া, আফ্রিকার এর মতো উন্নায়নশীল দেশে যেখানে বাইরের লোক জন কাজ করে এসকল দেশে লো কস্ট ব্রেন্ডেড গার্মেন্টস এর ডিমান্ড আছে আমরা এই বাজার গুলিতে কম প্রতিযোগিতা দিয়ে শুরু করতে পারি। মালিকরা এমনি তে বিদেশে বাড়ি করছেন তারা তারা সাথে যদি নিজস্ব শো রুম করেন তাতে তারা লাভবান হবেন, একর্ড এলায়েন্স এর চাপে বায়ার চলে গেলেও নিজেরাই নিজেদের ব্যাবসা চালু রাখতে পারবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন