টেক্সটাইল মালিকদের ছেলেদের টেক্সটাইল ট্রেইনিং
বাংলাদেশের বেশিরভাগ টেক্সটাইল মালিকদের ছেলে মেয়েরা ফরেইন ডিগ্রী অর্জন করেন , যাদের বেশীরভাগ টেক্সটাইল রিলেটেড ডিগ্রী নেই । টেক্সটাইল একটা ডিফারেন্ট সাইন্স আপনি টেক্সটাইল এ নিজে না পড়লে আপনি এর রেগুলার প্রসেস, প্রসেসিং টাইম ,প্রসেস লস এগুলি আপনি বুঝতে পারবেন না ।
বেশিরভাগ যারা ডিরেক্টর থাকেন তাদের ডিগ্রী গুলি ম্যানেজমেন্ট রিলেটেড সাবজেক্ট এ করে থাকেন , টেক্সটাইল সাইন্সে আপনার প্রডাকশন কন্ট্রোল সেইভিং করার জন্য আপনাকে টেক্সটাইল নলেজ থাকতে হবে।
যেহেতু টেক্সটাইল নিয়ে নতুন করে পড়া তাদের সম্ভব না তাদের জন্য আলাদা করে ট্রেইনিং এর ব্যাবস্থা করা উচিৎ তাদের যে সব বিষয়ে ট্রেইন করা উচিৎ প্রসেস টাইম, টাইম সেইভিং স্কোপ, ইউটিলিটি সেইভিং, ম্যাকানিকাল ইলেক্ট্রিক্যাল প্রবলেম সলিউশন , সাসটেইনেবিলিটি, ক্যামিকেল, ওয়েস্ট মিনিমাইজ স্কোপ, RFT ইম্পলিমেন্টেশন, IE ইম্পলিমেন্টেশন ।
বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ যেহেতু মালিকদের অর্গানাইজেশন তাই তারা এর উদ্যোগে এই ট্রেইনিং সেশন তারা চালু করতে পারেন ।
তারা স্টেন্ডার্ড অর্গানাইজেশন যারা টেক্সটাইল বিজনেস ভালো করছেন , তাদের ফেক্টরিতে ভিজিট এর সুযোগ করে দেয়া , এবং তাদের বিজনেস পলিসি তাদের শেখানো ।
প্রতিটি ডিরেক্টর কে মালিকের উচিৎ প্রডাকশন লেভেলে আগে ছেড়ে দেয়া যারা তারা ফ্লোরে থেকে ফ্লোরের রুট প্রবলেম গুলি আগে বের করতে পারে সব পারলে এমডি এর সামনে ভাইবায় উত্তীর্ণ হলে তাকে ডিরেক্টর হিসেবে প্রোমোট করা । বা এদের অপারেশন ম্যানেজমেন্টের হিসেবে কাজ করানো ।
আমাদের দেশের টেক্সটাইল অনেক ফেক্টরি সেকেন্ড জেনারেশন পর্যন্ত টিকে যা , মালিকের আশেপাশের যারা থাকেন পলিসি মেকার তাদের অনেক ভুল ধারনা দেন মালিকের নিজের ফ্লোরের অভিজ্ঞতা না থাকলে তারা বিজনেস পরিচালনা করতে পারবেন না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন