স্টেনটার মেশিনের প্যাডার প্রেশার I Padder Pressure Of Textile Stanter - Textile Lab | Textile Learning Blog
আমাদের স্টেন্টারের প্যাডারের এয়ার প্রেশার মিটার, এটাতে আপনি তি ইউনিটে ব্যাবহার করতে পারেন Bar Mpa PSI


আমরা প্যাডিং এর সময় bar ইউনিটে ইউজ করি বার ইউনিটে 1-2-3-4 আকারে ইউজ করি ।  আমাদের ফেব্রিকের রেগুলার প্রেশার থাকে 3 bar থাকে আমাদের সেড যদি লাইটার হয় এর জন্য 2.5 bar করে প্রেশার দেই  এতে প্রেশার কমে যায় আর পিক আপ বেড়ে যায় ।  প্রেশার কম বেশি করে পিকয়াপ চেইঞ্জ করে আপনি সেডের ভেরিয়েশন আনতে পারেন ।

2.6 এর নিচে আর দেতা হয় না কারন এতে পিকয়াপ বেশি হয় আর মেশিনে অনেক ময়েসচার বের হয় চেইনের ভেতরে পানি জমে আর ময়লার ড্রপ পটে কাপড়ে ।

Air Pressure  5-7 Kg

স্টেনটার মেশিনের প্যাডার প্রেশার I Padder Pressure Of Textile Stanter

আমাদের স্টেন্টারের প্যাডারের এয়ার প্রেশার মিটার, এটাতে আপনি তি ইউনিটে ব্যাবহার করতে পারেন Bar Mpa PSI


আমরা প্যাডিং এর সময় bar ইউনিটে ইউজ করি বার ইউনিটে 1-2-3-4 আকারে ইউজ করি ।  আমাদের ফেব্রিকের রেগুলার প্রেশার থাকে 3 bar থাকে আমাদের সেড যদি লাইটার হয় এর জন্য 2.5 bar করে প্রেশার দেই  এতে প্রেশার কমে যায় আর পিক আপ বেড়ে যায় ।  প্রেশার কম বেশি করে পিকয়াপ চেইঞ্জ করে আপনি সেডের ভেরিয়েশন আনতে পারেন ।

2.6 এর নিচে আর দেতা হয় না কারন এতে পিকয়াপ বেশি হয় আর মেশিনে অনেক ময়েসচার বের হয় চেইনের ভেতরে পানি জমে আর ময়লার ড্রপ পটে কাপড়ে ।

Air Pressure  5-7 Kg

কোন মন্তব্য নেই: