অন্য ফেক্টরিতে কাজ করা ডেলিভারি টু রিসিভ পেমেন্ট করার নিয়মঃ
১. ফেক্টরিতে ফেব্রিক প্রসেস এর জন্য ডেলিভারি দিতে প্রথমে ফেব্রিক ইন্সপেকশন এ দিয়ে আপনারা রোলিং করিয়ে একটা প্যাকিং লিস্ট বানিয়ে নিতে হবে যে আপনি কি পরিমাণ কাপড় পাঠাবেন অন্য ফেক্টরিতে । কাপড় হতে পারে ডাইং, ফিনিশিং এর জন্য । এবং এর রেইট আগেই জিএম টু জিএম বা জিএম টু মার্কেটিং আলোচনা করে নেন ।
২. প্যাকিং লিস্ট হয়ে যাবার পর কাপড় এর প্যাকিং লিস্ট নিজস্ব স্টোরে বুঝিয়ে দিতে হবে । যাবার জন্য সাথে কাওকে চাইলে কোম্পানি দিতে পারেন । যে যাবে তাকে সোয়াচ, বুকিং, হেন্ডফিল ইত্যাদি দিয়ে দিতে হবে।
৩. আপনার স্টোর গেইট পাস আর ডেলিভারি চালান করবে ফেব্রিক ডেলিভারি দিতে হবে । স্টোর ৪ কপি চালান গেইট পাস করাবে । যার একটা কপি স্টোর একটা আপানার ফেক্টরির গেইটে একটা অন্য ফেক্টরির গেইটে একটা তাদের স্টোরে একটা আপনি রিসিভ করিয়ে নিয়ে আসবেন ৷ তাদের রিসিভ কপি মানে আপনার জামিন বা দায় শেষ।
৪. কাজের মাঝে আপনার সাথে যে পরিমান ফেব্রিক দিয়েছেন তার রেইট অনুযায়ী আপনাকে আপনার একাউন্ট থেকে IO স্লিপ দিয়ে টাকা তুলতে হবে যা দরকার তার চেয়ে ১-২ হাজার বেশি তুলতে হবে । যে যাবে যারা যাতায়াত বিল + লোডার বিল এই টাকা থেকে দিতে হবে ।
৫. ফেব্রিক ফিনিশিং হয়ে সব কিছু ওকে থাকলে আপনার ইন্সপেক্টশন রোলিং হয়ে গেলে তার প্যাকিং লিস্ট করতে হবে । তবে অনেক ফেক্টরি কাট পিস, রিজেক্ট এর জন্য বিল নেয় না কেও হাফ বিল করে । তবে কাউন্ট হবে ফ্রেশ কোয়ানটিটি ।
৬. আপনার ফেব্রিক ডেলিভারি আনতে হলে আপনার প্যাকিং লিস্ট জমা দিবেন স্টোরে স্টোর আপনার মালের গেইট পাস করাবে, আপনার কাছে বিল আর মানি রিসিট চাইবে ডেলিভারি করার জন্য ।
৭. আপনার ফেব্রিকের গেইট পাস + প্যাকিং লিস্ট চলে যাবে একাউন্ট সেকশনে , একাউন্ট তারা রেইট নিবে প্রডাকশন GM এর কাছে , এরপর তারা এর পর ফেব্রিকের বিল বানাবে ।
৮. আপনার বিলের বিপরীতে যদি টাকা জমাদেন তবে তারা টাকা জমা নিয়ে আপনাকে মানি রিসিট দিবে টাকা জমা দেয়ার । আপনি যদি হেন্ড ক্যাশে করান তবে ইন্সটেন্ট রিসিট পাবেন আর ব্যাংকে হলে আপনাকে তারা টাকা ঢোকার একটা নাম্বার দিবে এটা স্টোরে দেখাতে হবে ।
৯. মানি রিসিট আর বিল নিয়ে স্টোরে গেলে তারা দেখে আপনার মাল তাদের লোডার দিয়ে গাড়িতে তুলে দেয়ার ব্যাবস্থা করবে ।
১০. ডেলিভারি আনার সময় গেইট পাস একটা তাদের গেটে জমা দিলেই হয়ে যাবে ।
১১. আপনার ফেক্টরির গেইটে একটা গেইটপাস জমা দিয়ে ভেতরে আসলেন ।
১২. এসে আপনার স্টোরে গেইট পাস চালান বিল রিসিট জমা দিবেন । তারা রিসিব করার এই বিল আর রিসিট একাউন্টে জমা দেয়ার পর আপনার নামের স্লিপ ছিড়ে ফেলবে । আর তারা বিল আর রিসিট রেখে দিবে তাদের কাছে । আর আপনার যদি অন্য যাতায়াত বিল থাকে লোডার খরচ থাকে তাকে আপনি বিল বানিয়ে সবার সাক্ষর নিয়ে একাউন্ট এ জমা দিতে হবে । আপনি পাওনা হলে তারা আপনাকে পে করবে আর দেনাদার হলে আপনার কাছ থেকে টাকা নিবে ।
বিদ্রঃ
এই প্রসেস গুলি আমাদের জেনে রাখা উচিৎ কারন আমাদের ফেক্টরির কাজ গুলি সাব কন্ট্রাক্ট কারতে হতে পারে মাঝেমধ্যে এর নিয়ম গুলি আমাদের অনেকের অজানা ।
এই প্রসেস গুলি আমাদের জেনে রাখা উচিৎ কারন আমাদের ফেক্টরির কাজ গুলি সাব কন্ট্রাক্ট কারতে হতে পারে মাঝেমধ্যে এর নিয়ম গুলি আমাদের অনেকের অজানা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন