আমাদের টেক্সটাইল মিল গুলির একটি প্রবন্তা আছে যে আমাদের টেক্সটাইল মিল গুলি যেতোদিন চলছে চলুক পরে নষ্ট হলে ঠিক করা যাবে, মেশিন চলতে হবে টানা প্রডাকশন এর অনেক চাপ পরিস্কারের সময় কই ।
একটা সময় পর মেশিন গুলিতে ময়লা জমে প্রায় বিকল হবার পথে যায়
আমরা ১০ লক্ষ টাকার গাড়ি কিনলে আমরা রুটিন মাফিক কার ওয়াস, মবিল ফিল্টার চেইঞ্জ, এয়ার ফিল্টার চেইঞ্জ করেন । তবে কেনো আপনার ১০ কোটি দামের স্টেনটারের প্রতি অবহেলা থাকবে ।
একটা মেশিন দৈনিক মেশিন পরিষ্কার না করলে ফিনিশিং মেশিনে ক্যামিকেল জমে এক্সপেন্ডার রোলার গুলি ময়লার স্তর পটে যায়।
কন্ট্রোল প্যানেলে ময়লা জমে ইনভার্টার গরম হয়ে যায়।
প্যাডারের সাইডে ময়লা জমে যায়
রোলার গুলিতে সুতা জমে যায়।
চেইন পিনে সুতা জমে যায়।
চেম্বার গুলি পরিষ্কার না করা হলে আগুন লাগার সম্ভাবনার থাকে।
তাছাড়া
এয়ার লাইনের লিকেজ সারানো
ক্যামিকেলের ট্যাংকি পরিস্কার করা
ভালব গ্যাসকেট, বুশ গুলি চেইঞ্জ করা
ভাংগা ফাইবার গুলি চেইঞ্জ করা
ফ্লোরে যারা কাজ করেন তাদের ধারনা অনুযায়ী সাপ্তাহিক একদিন ছুটির দিনে যদি অপারেটর হেল্পারদের যদি ওভার টাইম করা হয় ৫ জন লোকের কস্ট যদি ৫০০×৫= ২৫০০ টাকা খরছ হলেও । এই ফ্রি ডে তে প্রডাকশনের প্রেশার ছাড়াই ওয়ার্কাররা করতে পারে । এতে চেইনে ওয়েলিং, ডাস্ট ক্লিনিং সহ সব কাজ সুন্দর ভাবে করতে পারেন । ২৫০০-৫০০০ টাকা খরচ হলেও এতে আমাদের ১০ কোটি টাকার মেশিন অনেক ভালো থাকবে ।
ফেক্টরির প্রডাকশন লোকজন আর ম্যাকানিকাল ডিপার্টমেন্ট মুলত সময় দিতে চান না প্রডাকশন দেখাতে গিয়ে, যার ফলে মেশিন যখন নস্ট হয় একে অকেবারে বসে যায় । তখন ঠিকি ভর্তুকি দেয়া লাগে । ম্যাকানিকাল ডিপার্টমেন্ট এর মুলত এতে সুবিধা তাদের পার্টস কেনা যায় সাপ্লাইয়ার আনা যায় । কিন্ত দিন শেষে ক্ষতি মালিকের হয় এই স্টাফরা থাকবে না মালিকের মেশিন থেকে যাবে আর মেশিনের লাইফটাইম কমে যাবে এতে ।
অন্তত টেক্সটাইল মালিক এবং ডিরেক্টরদের উচিৎ বলা প্রতিমাসে একদিন ৫-৬ ঘন্টা অফ করে বা অফডেতে মেশিন সব গুলি পরিস্কার করে তাদের তেল গ্রিজ দেয়া অয়েলিং করা, শেফটে স্প্রে করা । প্রডাকশন সাময়িক লস হলেও মেশিন গুলি থেকে যাবে যৌবনময় থেকে যায় এবং এর ফলে অন্য পার্টস গুলির উপর ইফেক্ট পড়ে না । আর যারা প্রডাকশনে কাজ করেন তাদের পারফরম্যান্স অনেক ভালো হয় মেশিন জনিত ফল্ট গুলি অনেক কমে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন