ফেব্রিক ফিনিশিং এর সময় ফেইস আপ করে নাকি ডাউন করে চালাতে হয় ? - Textile Lab | Textile Learning Blog
ওভেন ডাইং ফিনিশিং মেশিন বা  নীট ডাইং ফিনিশিং মেশিনে একটা বিষয়  প্রচলিত আছে যে ইনপুট দেয়ার জন্য উপরে থাকবে তার ফেইস ।

ফেব্রিক যখন ফ্রি সাইট অফ করে দেওয়ায় ফেব্রিক মেশিনে তখন একটা সুবিধা থাকে মেশিনের ফেব্রিকের ফেস ফেসটা কখনোই রোলারের কন্টাক্ট আসে না কারণ বিভিন্ন ধরনের পোস্ট সিলিকন সিলিকন সফেনার সহ বিভিন্ন প্রকার ফরেন ডাস্ট  লেগে থাকতে পারে। যার ফলে ফেব্রিক এমন ভাবে ফিড করা হয় যাতে রোলারের কন্টাক্টে যে সারফেস থাকে সেটা ফেব্রিক ব্যাক হবে ।

তাছাড়া ওভার ফিড আন্ডার ফিড রোলার গুলি রাবার পেছানো থাকে  সাথে এর সারফেস খসখসে থাকে, ফেব্রিক ফিডিং এর সময় এই রোলার দিয়ে টেনশন দিতে হয় যদি এই টেনশন ফেব্রিকের ফেইসে পড়তো তবে ফেব্রিকে সাইনিং, হেয়ারিনেস, স্পট দেখা যেতো  বা এর চান্স থেকে যেতো  ।

ওভেন ফেক্টরিতে দেখতে পাবেন যে তারা মেশিন অপারেটর ফেব্রিক লাগানোর আগে বলে থাকেন ভাও দেখো ( লোকাল শব্দ )। এর মানে হচ্ছে ফেইস ব্যাক চেক করে নিতে হবে কি ঢুকে গেলো । 


নিচে ছবি গুলি দেখে আইডিয়া নিতে পারেনঃ










ফেব্রিক ফিনিশিং এর সময় ফেইস আপ করে নাকি ডাউন করে চালাতে হয় ?

ওভেন ডাইং ফিনিশিং মেশিন বা  নীট ডাইং ফিনিশিং মেশিনে একটা বিষয়  প্রচলিত আছে যে ইনপুট দেয়ার জন্য উপরে থাকবে তার ফেইস ।

ফেব্রিক যখন ফ্রি সাইট অফ করে দেওয়ায় ফেব্রিক মেশিনে তখন একটা সুবিধা থাকে মেশিনের ফেব্রিকের ফেস ফেসটা কখনোই রোলারের কন্টাক্ট আসে না কারণ বিভিন্ন ধরনের পোস্ট সিলিকন সিলিকন সফেনার সহ বিভিন্ন প্রকার ফরেন ডাস্ট  লেগে থাকতে পারে। যার ফলে ফেব্রিক এমন ভাবে ফিড করা হয় যাতে রোলারের কন্টাক্টে যে সারফেস থাকে সেটা ফেব্রিক ব্যাক হবে ।

তাছাড়া ওভার ফিড আন্ডার ফিড রোলার গুলি রাবার পেছানো থাকে  সাথে এর সারফেস খসখসে থাকে, ফেব্রিক ফিডিং এর সময় এই রোলার দিয়ে টেনশন দিতে হয় যদি এই টেনশন ফেব্রিকের ফেইসে পড়তো তবে ফেব্রিকে সাইনিং, হেয়ারিনেস, স্পট দেখা যেতো  বা এর চান্স থেকে যেতো  ।

ওভেন ফেক্টরিতে দেখতে পাবেন যে তারা মেশিন অপারেটর ফেব্রিক লাগানোর আগে বলে থাকেন ভাও দেখো ( লোকাল শব্দ )। এর মানে হচ্ছে ফেইস ব্যাক চেক করে নিতে হবে কি ঢুকে গেলো । 


নিচে ছবি গুলি দেখে আইডিয়া নিতে পারেনঃ










কোন মন্তব্য নেই: