টেক্সটাইল জবে এক্স কলিগদের ভুমিকা - Textile Lab | Textile Learning Blog
টেক্সটাইল জবের ক্ষত্রে ইউনিভার্সিটির সিনিয়র জুনিয়র দের বাইরে সবচেয়ে বড় ভাইটাল রোল প্লে করে আপনার এক্স কলিগ, কলিগ  বেশিরভাগ জব চেইঞ্জে এদের ভুমিকা অনেক ।  আমাদের যারা ফ্রেশার বা এক্সপেরিয়েন্স কম তারা অনেক টা নিজ ইন্সটিটিউট এর সিনিয়র নির্ভরতা কিন্ত আপনি  যখন একটা সোসাইটিতে জব করেন তখন একটা সুসম গড়ে ওঠে সবার মাঝে তখন আপনার ইন্সটিটিউট এতোটা গুরুত্ব পায় না ।

তাই আপনারা যেখানেই জব করেন আপনার কলিগ, এক্স কলিগদের ভালো ব্যাবহার আর নিয়মিত তাদের সাথে যোগাযোগ করবে, হুট করে চাকুরীর জন্য নক দেয়া এটা খারাপ দেখায়।
স্যোসাল মিডিয়ার যুগে আপনি তাদের সাথে সহজেই একটিভ থাকতে পারেন আপনার ফইউচারের সুবিধার জন্য । 

আপনার নাম যেনো যে কোন সময় তাদের মাথা থেকে চলে না যায়।


টেক্সটাইল জবে এক্স কলিগদের ভুমিকা

টেক্সটাইল জবের ক্ষত্রে ইউনিভার্সিটির সিনিয়র জুনিয়র দের বাইরে সবচেয়ে বড় ভাইটাল রোল প্লে করে আপনার এক্স কলিগ, কলিগ  বেশিরভাগ জব চেইঞ্জে এদের ভুমিকা অনেক ।  আমাদের যারা ফ্রেশার বা এক্সপেরিয়েন্স কম তারা অনেক টা নিজ ইন্সটিটিউট এর সিনিয়র নির্ভরতা কিন্ত আপনি  যখন একটা সোসাইটিতে জব করেন তখন একটা সুসম গড়ে ওঠে সবার মাঝে তখন আপনার ইন্সটিটিউট এতোটা গুরুত্ব পায় না ।

তাই আপনারা যেখানেই জব করেন আপনার কলিগ, এক্স কলিগদের ভালো ব্যাবহার আর নিয়মিত তাদের সাথে যোগাযোগ করবে, হুট করে চাকুরীর জন্য নক দেয়া এটা খারাপ দেখায়।
স্যোসাল মিডিয়ার যুগে আপনি তাদের সাথে সহজেই একটিভ থাকতে পারেন আপনার ফইউচারের সুবিধার জন্য । 

আপনার নাম যেনো যে কোন সময় তাদের মাথা থেকে চলে না যায়।


কোন মন্তব্য নেই: