Textile Job এ Boss প্রতি এলার্জি দূর করবেন যেভাবে - Textile Lab | Textile Learning Blog
টেক্সটাইল জবে বসের প্রতি এলার্জি দূর করবেন যেভাবেঃ

আমরা টেক্সটাইল জব করতে গিয়ে আমাদের বসের প্রতি ডিসেটিসফাই হয়ে পড়ি অনেকেই এর জন্য চাকুরী ছেড়ে দেই ।  আসুন আমাদের বসের প্রতি আপনাদের ডিসেটিসফেকশনের কারন দূর করার জন্য কিছু টিপস

টেক্সটাইল জব অনেক প্রেশারের জব যাতে আমরা অনেকেই আমাদের মানুষিক স্থুতি ধরে রাখতে পারি না, এর জন্য আনাদের মানুষিক চাপ কমাতে রাগারাগি করতে দেখা যায় বা বাকা করতে দেখা যায় ।

১. আপনার বসদের রেসপসিবিলি সব সময় আপনার চেয়ে বেশি তাদের ডাইং টু ফিনিশিং টু কাটিং পর্যন্ত দেখা লাগে যে খানে পদে পদে সমস্যা হবার চান্স থাকে।

২. আপনার বস তার বসের কাছে কেমন গালি খায় তা শুলেই  বুঝতে পারবেন ।

৩. বস যদি খারাপো হয় তার পরো একদিন অনুপস্থিত থাকুক তার মুল্য বুঝবেন ।  তিনি কেমন চাপ সহ্য করেন তখন টের পাবেন৷।

Textile Job এ Boss প্রতি এলার্জি দূর করবেন যেভাবে

টেক্সটাইল জবে বসের প্রতি এলার্জি দূর করবেন যেভাবেঃ

আমরা টেক্সটাইল জব করতে গিয়ে আমাদের বসের প্রতি ডিসেটিসফাই হয়ে পড়ি অনেকেই এর জন্য চাকুরী ছেড়ে দেই ।  আসুন আমাদের বসের প্রতি আপনাদের ডিসেটিসফেকশনের কারন দূর করার জন্য কিছু টিপস

টেক্সটাইল জব অনেক প্রেশারের জব যাতে আমরা অনেকেই আমাদের মানুষিক স্থুতি ধরে রাখতে পারি না, এর জন্য আনাদের মানুষিক চাপ কমাতে রাগারাগি করতে দেখা যায় বা বাকা করতে দেখা যায় ।

১. আপনার বসদের রেসপসিবিলি সব সময় আপনার চেয়ে বেশি তাদের ডাইং টু ফিনিশিং টু কাটিং পর্যন্ত দেখা লাগে যে খানে পদে পদে সমস্যা হবার চান্স থাকে।

২. আপনার বস তার বসের কাছে কেমন গালি খায় তা শুলেই  বুঝতে পারবেন ।

৩. বস যদি খারাপো হয় তার পরো একদিন অনুপস্থিত থাকুক তার মুল্য বুঝবেন ।  তিনি কেমন চাপ সহ্য করেন তখন টের পাবেন৷।

কোন মন্তব্য নেই: