Auditor যখন আমাদের Factory তে Technical Audit এর জন্য আসবেন - Textile Lab | Textile Learning Blog

Auditor যখন আমাদের Factory তে Technical Audit এর জন্য আসবেন

Auditor  যখন আমাদের Factory  তে Technical Audit এর জন্য আসবেন,নিন্মক্ত Issue সমূহ আমাদের খেয়াল রাখতে হবে ।


০১. Fabric  , accessories যেন ফ্লোরে না পড়ে থাকে ।

০২.  Broken Needle যাতে ফ্লোরে,মেশিনে না পাওয়া যায় ।

০৩. Broken Needle পলিসি properly Apply  করতে হবে ।

০৪. কোন শ্রমিকের অপারেটর, হেলপার, সুপারভাইজার (নিডেল ইস্যু ম্যান) বেতিত কারো নিকট যাতে নিডেল না পাওয়া যায় তা নিশ্চিত  করতে হবে ।

০৫. Fabric , accessories যেন অনাবৃত না থাকে Store  রুমে ।

০৬. Fabric , accessories যেন পৃথক পৃথক রাখা হয় Style Basis ।

০৭. QC & finishing Policy দৃশ্যমান স্থানে Posted  করতে হবে ।

০৮. QC check List থাকতে হবে ।

০৯. Standard Light Box  ফ্লোরে যাতে থাকে তা নিশ্চিত করতে হবে ।

১০. Needle Detector Machine ফ্লোরে যাতে থাকে তা নিশ্চিত করতে হবে ।

১১. Chemical  এর TDS থাকতে হবে ।

১২. Process Lost  ফ্লোর থেকে সরিয়ে ফেলতে হবে ।

১৩. Worker  এর  PPE  নিশ্চিত করতে হবে ।

১৪. Production  ফ্লোর এর দেয়াল থেকে যাতে চুনা না উঠে ।

১৫. Production File এ থাকতে হবে Garments Production Cycle ।

১৬. Color  Shade Books  থাকতে হবে ।

১৭. Machine maintenance Register থাকতে হবে ।

১৮. Machine cleaning Register থাকতে হবে ।

অনেক Technical Issue এখানে না থাকতে পারে, দয়া করে আপনারা আমাদের সাথে শেয়ার করলে উপকৃত হব ।



আরিফ খান আরিফ
মানব সম্পদ কর্মকর্তা

কোন মন্তব্য নেই: