Auditor যখন আমাদের Factory তে Technical Audit এর জন্য আসবেন - Textile Lab | Textile Learning Blog
Auditor  যখন আমাদের Factory  তে Technical Audit এর জন্য আসবেন,নিন্মক্ত Issue সমূহ আমাদের খেয়াল রাখতে হবে ।


০১. Fabric  , accessories যেন ফ্লোরে না পড়ে থাকে ।

০২.  Broken Needle যাতে ফ্লোরে,মেশিনে না পাওয়া যায় ।

০৩. Broken Needle পলিসি properly Apply  করতে হবে ।

০৪. কোন শ্রমিকের অপারেটর, হেলপার, সুপারভাইজার (নিডেল ইস্যু ম্যান) বেতিত কারো নিকট যাতে নিডেল না পাওয়া যায় তা নিশ্চিত  করতে হবে ।

০৫. Fabric , accessories যেন অনাবৃত না থাকে Store  রুমে ।

০৬. Fabric , accessories যেন পৃথক পৃথক রাখা হয় Style Basis ।

০৭. QC & finishing Policy দৃশ্যমান স্থানে Posted  করতে হবে ।

০৮. QC check List থাকতে হবে ।

০৯. Standard Light Box  ফ্লোরে যাতে থাকে তা নিশ্চিত করতে হবে ।

১০. Needle Detector Machine ফ্লোরে যাতে থাকে তা নিশ্চিত করতে হবে ।

১১. Chemical  এর TDS থাকতে হবে ।

১২. Process Lost  ফ্লোর থেকে সরিয়ে ফেলতে হবে ।

১৩. Worker  এর  PPE  নিশ্চিত করতে হবে ।

১৪. Production  ফ্লোর এর দেয়াল থেকে যাতে চুনা না উঠে ।

১৫. Production File এ থাকতে হবে Garments Production Cycle ।

১৬. Color  Shade Books  থাকতে হবে ।

১৭. Machine maintenance Register থাকতে হবে ।

১৮. Machine cleaning Register থাকতে হবে ।

অনেক Technical Issue এখানে না থাকতে পারে, দয়া করে আপনারা আমাদের সাথে শেয়ার করলে উপকৃত হব ।



আরিফ খান আরিফ
মানব সম্পদ কর্মকর্তা

Auditor যখন আমাদের Factory তে Technical Audit এর জন্য আসবেন

Auditor  যখন আমাদের Factory  তে Technical Audit এর জন্য আসবেন,নিন্মক্ত Issue সমূহ আমাদের খেয়াল রাখতে হবে ।


০১. Fabric  , accessories যেন ফ্লোরে না পড়ে থাকে ।

০২.  Broken Needle যাতে ফ্লোরে,মেশিনে না পাওয়া যায় ।

০৩. Broken Needle পলিসি properly Apply  করতে হবে ।

০৪. কোন শ্রমিকের অপারেটর, হেলপার, সুপারভাইজার (নিডেল ইস্যু ম্যান) বেতিত কারো নিকট যাতে নিডেল না পাওয়া যায় তা নিশ্চিত  করতে হবে ।

০৫. Fabric , accessories যেন অনাবৃত না থাকে Store  রুমে ।

০৬. Fabric , accessories যেন পৃথক পৃথক রাখা হয় Style Basis ।

০৭. QC & finishing Policy দৃশ্যমান স্থানে Posted  করতে হবে ।

০৮. QC check List থাকতে হবে ।

০৯. Standard Light Box  ফ্লোরে যাতে থাকে তা নিশ্চিত করতে হবে ।

১০. Needle Detector Machine ফ্লোরে যাতে থাকে তা নিশ্চিত করতে হবে ।

১১. Chemical  এর TDS থাকতে হবে ।

১২. Process Lost  ফ্লোর থেকে সরিয়ে ফেলতে হবে ।

১৩. Worker  এর  PPE  নিশ্চিত করতে হবে ।

১৪. Production  ফ্লোর এর দেয়াল থেকে যাতে চুনা না উঠে ।

১৫. Production File এ থাকতে হবে Garments Production Cycle ।

১৬. Color  Shade Books  থাকতে হবে ।

১৭. Machine maintenance Register থাকতে হবে ।

১৮. Machine cleaning Register থাকতে হবে ।

অনেক Technical Issue এখানে না থাকতে পারে, দয়া করে আপনারা আমাদের সাথে শেয়ার করলে উপকৃত হব ।



আরিফ খান আরিফ
মানব সম্পদ কর্মকর্তা

কোন মন্তব্য নেই: