ইন্টার্নশিপ লার্নিং প্লানঃ ওভেন ডাইং সেকশন
প্রথমেই বলে নিচ্ছি আপনাদের ডিপার্টমেন্ট থেকে এক পাতার একটা গাইডলাইন দেয়া হয়েছে সেটা ফলো করবেন আর যে ডাইরি দেয়া আছে সেটা ডেইলি বেসিস নোট করুন ।
আমাদের ডিপার্টমেন্ট এর বাইরে আমাদের কিছু আইডিয়া দিচ্ছি তা ফলো করতে পারেনঃ
✔ ওভেন ডাইং ফ্লোরে ইন্টার্নির সময় যে বিষয়টা প্রথমে করা উচিৎ সেটা হচ্ছে ফ্লোরে ডিজাইন ড্রইং এবং লে আউট করা । লে আউটে যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে ফ্লোরের মেজারমেন্ট, মেশিন টু মেশিন মেজারমেন্ট , করে ইমার্জেন্সি ইভাকুয়েশন সিস্টেম, আইল্যান্ড, মেশিন হাইট । লে আউট করার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন কোন যুদ্ধে যাই যুদ্ধের আগে ব্যাটেল্ফিল্ডের ম্যাপ নিয়ে আমাদের প্লানিং করতে হয় । ইন্টার্নি অনেকটাই ব্যাটেলের মতই যা শুরুর আগেই এর ম্যাপ করে নেয়া হয় । এটা করতে গিয়ে আপনার অটো অনেক মেশিন, মেশিন টাইপ মুখস্থ হয়ে যাবে ।
✔ ফ্লোর লে আউট করা শেষ হলে যে বিষয়টা আমাদের প্রথম কাজ হবে সেটা হচ্ছে মেশিনের স্পেসিফিকেশন বের করা, সাথে মেশিনের অরিজিন, পাওয়ার কন্সাম্পশন , ব্র্যান্ড, মডেল, স্পিড, RPM, প্রোডাকশন ক্যাপাচিটি বের করা ! এগুলি ভালো করে মুখস্থ করে নিন। মডেল নাম্বার লিখে নেটে এর যাবতীয় তথ্য পাবেন।
✔ আপনাদের ফ্লোর মেশিন রিলেটেড কাজ শেষ হয়ে যাওয়ার পর আমাদের যেতে হবে যেটা করতে র' ম্যাটেরিয়াল যেটা তার ডিটেইলস জানা । ইয়ার্ন স্টোর থেকে বিভিন্ন কাউন্টের আমরা কি ইয়ার্ন ব্যাবহার করি সে গুলো সম্পর্কে জানব । বর্তমানে অনেক ভিন্ন ভিন্ন কম্পোজিশনের, ব্লেড % এর ইয়ার্ন আছে যেগুলোর আমাদের কম্পোজিশন কাউন্ট গুলো জেনে নিতে হবে যেমনঃ ১০০% কটন কার্ড, কম্বড ইয়ার্ন, স্লাব ইয়ার্ন, মিলাঞ্জ ইয়ার্ন, সাইরো ইয়ার্ন, ইঞ্জেক্ট ইয়ার্ন, লাইক্রা, পলিস্টার, সিভিসি, পিসি ইত্যাদি ।
আমরা যদি পারি ইয়ার্নের প্রাইস গুলো আমরা জেনে নিতে পারি এবং কি কি কাউন্টের সুতা বেশি ব্যবহার করা হয় ! কোথায় থেকে আসে! প্রাইস এর তথ্য ক্লাসিফাইড এটা দিতে নাও চাইতে পারে ।
✔ তার পর ফেব্রিক গ্রে স্টোর যাবেন সেখানে গ্রে ইন্সপেকশন এর ফোর পয়েন্ট ইন্সপেকশন দেখবেন , কিভাবে ফেব্রিক মেন্ডিং করা হয় সেলভেজ কাটা হয় এবং থান করা হয় তা দেখেতে হবে । এবং গ্রে ফেব্রিক ডিসাইজিং মেশিনে ডেলিভারি হয় তা দেখবেন।
⛔ প্রি ট্রিটমেন্ট সেকশনে ইন্টার্নশিপ লার্নিং টিপসঃ
1.ওভেন ডাইং এর শুরু করবেন মেন্ডিং এবং গ্রে ইন্সপেকশন থেকে এখানে গ্রে ফেব্রিক এর চেকিং মেন্ডিং, সেলভেজ কাটিং করা হয় এর নিয়ম কানুন ভালো করে জেনে নিন । স্টোরে কিভাবে তারা ফেব্রিক গুলি রাখে তা দেখে নিতে পারেন।
২. এর পর ব্যাক প্রসেস ডিপার্টমেন্ট এ চলে আসবেন এখানে ৩ টা মেশিনের কাজ দেখতে হবে সিনজিং ডিসাইজিং, ব্লিচ মার্সারাইজ মেশিনের কাজ। এখানে মিনিমাম ২-৩ দিন সময় করে দেখতে হবে।
সিনজিং ডিসাইজিং মেশিনের মেশিন প্যারামিটার ক্যামিকেল রেসিপি ভালো করে জেনে নিন । বিশে করে ডিসাইজ ক্যামিকেলের রেসিপি করা, ফেব্রিক লট দেয়া। কাস্টিক কিভাবে গোলানো হয় ক্যামিকেল গুলি কিভাবে ডোজিং করা হয় তা জেনে রাখতে পারেন ।
ব্লিচ মেশিনের মেশিন প্যারামিটার ক্যামিকেল রেসিপি ভালো করে জেনে নিন । বিশেষ করে কাস্টিক ও অন্য ক্যামিকেল গুলির ব্যাবহার জেনে নিন।
মার্সারাইজ মেশিনের মেশিন প্যারামিটার ক্যামিকেল রেসিপি ভালো করে জেনে নিন । ফেব্রিকের জিএসএম অনুযায়ী রেসিপি গুলি লিখবেন। এগুলি তাদের প্রডাকশন খাতায় লিখে রাখা হয়। বিশেষ করে তাদের টাইট্রেশন প্রসেস জেনে নিন।
কিভাবে কাপড়ের অফ লাইন কোয়ালিটি টেস্ট করে হোয়াইনেস, এবজর্বেন্সি, pH আছে তা চেক করার নিয়ম দেখুন।
⛔ ডাইং সেকশনে ইন্টার্নশিপ লার্নিং টিপসঃ
১. টেক্সটাইল ল্যাবে কি কি টেস্ট করা হয় ফ্যাজিক্যাল টেস্ট , ক্যামিকেল ল্যাবে কিভাবে কালার ম্যাচ করা হয় তা দেখতে হবে কোন কালারের জন্য কি কি ডাইজ লাগে এবং এর % কতো । কালার কম্বিনেশন কি কি স্পেট্রোফটোমিটারের ব্যাবহার জেনে নিন, স্টক সলিউশন কিভাবে বানায় , ল্যাবের কি কি রিয়েজেন্ট ইউজ হয় তা জেনে নিন, কিভাবে র্যাপিড প্যাড করে । যতো প্রকার ফিজিক্যাল টেস্ট আছে তার প্রসেস শিখে নিবেন । ল্যাবে মিনিমাম ৫-৭ দিন সময় দেয়া উচিৎ ১২ ঘন্টা করে এতে ফ্লোরের কাজ বুঝতে সুবিধা হয়।
৩. এর ডাইং সেকশনের কোল্ড প্যাড ব্যাচ , জিগার ডাইং মেশিনে চলে আসুন এখানে ডাইং প্রসেস কালার ক্যামিকেল রেশিও ভালো করে জেনে নিন । প্রতিটা ডাইজের ধর্ম জেনে নিন। সেড অনুযায়ী ট্রাইক্রোমেটিক কম্বিনেশন কি হয়। কিভাবে কালার রেসিপি করে। কিভাবে প্রডাকশন রেপিড দেয়া হয় । কোন ব্রেন্ডের ডাইজে সেডের ডিফারেন্স হত তা জেনে নেয়া।
২. জিগার মেশিনে যান সেখানে হোয়াইট ফেব্রিক কিভাবে ডাইং হয় তা দেখতে পাবেন, এখানে ফেব্রিক স্ট্রিপ করা দেখতে পাবেন কিং সেড ডিপ লাইট হলে তা কিভাবে ঠিক করা হয় তা দেখা যাবে । জিগারের ডাইং প্রসেস নীট ডাইং এর মতো তাই এটা আলাদা দেখবেন। প্রসেস অনুযায়ী রেসিপি গুলি লিখে নিবেন। টোটাল কারেকশন প্রসেস।
৩. প্রডাকশন অফিসারের কাছে কালার রেসিপি ক্যাল্কুলেশন কিভাবে করা যায় তার হিসেব শিখে নিন। এর জন্য প্রডাকশন অফিসারের হেল্প নিন। তাদের বিভিন্ন প্রশ্ন করুন যা জেনে নেয়ার ইচ্ছে হয় । তাদের ফ্রি টাইমে তাদের কে জামানো প্রশ্ন গুলি করুন বিশেষ করে বিকেলে ।
⛔ ফিনিশিং সেকশনে ইন্টার্নশিপ লার্নিং টিপসঃ
✅ ইয়ার্ন ডাইং করা ফেব্রিক এর প্রসেস আলাদা দেখবেন৷ এটা সিনজিং ডিসাইজিং আর ওয়াস ফিনিশ করা হয়।
ফ্লানেল ফেব্রিক ব্রাশ আর ওভেন ফেব্রিক পিচ এর প্রাসেস মেশিন স্পিড, আরপিএম কি কিভাবে সেটিং ঠিক করে তা জেনে নিবেন।
✔ ফাইবারে যদি প্রসেস দেখতে চান তবে পলিস্টার পার্ট, টিসি, ১০০% কটন, ভিসকোস, মডাল, সিভিসি ডাবল পার্ট ডাইং কিভাবে করা হয় আপনাদের দেখা উচিৎ।
✔ ফিনিশিং এর সময় মেশিনের টেম্পারেচার , RPM , Speed, ডায়া কিভাবে কন্ট্রোল করা হয় এসব প্যারামিটার চেক করে লিখে ফেলুন, মেশিন ক্লিন, GSM,Bowing Shrinking, Twisting এগুলি কিভাবে কন্ট্রোল করা হয় তা দেখতে হবে ।
ক্যামিকেল স্টোর কি কি ক্যামিকেল ইউজ হয় তার নাম ফাংশন আর কস্টিং কঞ্জামশন, ক্যামিকেল মিজারমেন্ট হিসেব করুন।
ওভেন ডাইংয়ের কালার ক্যামিকেল কস্ট ক্যাল্কুলেশন করেন।
ওভেন ইন্সপেকশন ডিপার্টমেন্ট এ যান তাদের ইন্সপেকশন প্রসেস, সেড ব্যান্ড, ব্লাংকেট কিভাবে করে তা দেখে নিন।
স্টোর ডিপার্টমেন্ট অনেকটাই বিজি যায়গা তার পরো তাদের কাছে ফিনিশ গুডস ডেলিভারি কিভাবে হয় তাদেখে নিতে পারেন ।
✔ স্পেশাল ফিনিশিং যেমন ব্রাশ, সুইডিং মেশিনের প্যারামিটার ফাংশন প্রসেস দেখতে হবে। এটা কখন করা হয় সেড এর উপর ফিনিশিং এর প্রভাব কেমন জেনে নিন।
✔ প্রসেসের ভেতরে ডিসাইজিং, স্কাওয়ারিং+ব্লিচিং +এনজাইম , হোয়াইট, ইয়ার্ন ডাইড ওয়াস, ডাইং এর ভেতরে ব্লাক কালার, মেরিন কালার, টার্কিশ কালার, RSPL কালার, ফ্লোরোসেন্ট কালার, লাইট কালার, মিডিয়াম কালার, ডিপ কালার । মেশিন ক্লিন কিভাবে করে তা দেখবেন। স্ট্রিপিং কিভাবে হয় তা দেখবেন, টপিং কিভাবে হয় তা দেখবেন ৷ বিশেষ করে প্রসেস রান টাইম, টেম্পারেচার, ডোজিং, ডোজিং টাইম, রান টাইম, পাম্প প্রেশার ।
✔ স্টেনটার, কম্পেক্টরের, যাবতীয় প্যারামিটার জানতে হবে, এতে কি কি ক্যামিকেল ব্যাবহার করা হয় তার তার gpl জেনে নিতে হবে । সেড কতো টা চেইঞ্জ হয় তা দেখে নিতে পারেন ।
✔ রিপ্রসেস কিভাবে করে তা দেখতে হবে যেমন স্ট্রিপিং, রিডাকশন, টপিং, এডিশন এসব প্রসেস ভালো করে জেনে নিতে হবে ।
✔ ইন্সপেক্টশন সেকশনে কিভাবে GSM, সেড কাটে , কন্টিউনিটি করে প্যাকিং লিস্ট বানায়, কিভাবে ফোর পয়েন্ট ইন্সপেকশন করে তা জেনে রাখুন। ফাইবার টেস্ট, সেড রোল টেস্ট, রানিং সেড টেস্ট প্রসেস জানুন । এখানে ২-৩ দিন সময় দিন তাদের সাথে কাজ করার সুযোগ পাবেন, হাত দিয়ে কিছু কাজ তাদের সাথে করুন । বিভিন্ন GSM এর বিভিন্ন আইটেমের ফেব্রিক GSM স্যাম্পল নিন ।
✔ PO, APO দের কাজ গুলি দেখুন তারা কি করে কিভাবে করেন। PO, APO পোস্টে ২-১ মাসের মধ্যে আপনাকে করতে হবে তাই এখন নিলে পরে আপনি সহজে করতে পারবেন কাজ গুলি।
✔ ডেইলি অফিস ওয়ার্ক গুলি দেখুন কিভাবে প্রোগ্রাম দেয়, কিভাবে ফ্লোর সাজায়, ডাইং প্রোগ্রাম, ফিনিশিং প্রোগ্রাম দেয়ার প্রসেস গুলি শিখে নিতে পারেন ।
✔ বিভিন্ন প্রোডাকশন ক্যালকুলেশন গুলো বিভিন্ন সূত্র যেগুলো আমাদের প্রোডাকশন পরে প্রয়োজন হয় সেগুলো আমাদের সংশ্লিষ্ট প্রোডাকশন অফিসার কাছ থেকে আমরা এগুলো কালেক্ট করব । স্টিচ লেন্থ বের করা, কাউন্ট বের করা।
✔ আমরা প্ল্যানিং সেকশনে গিয়ে কিভাবে অর্ডার নিতে হয় কিভাবে ফেব্রিকের বুকিং গুলো নিতে হয় কিভাবে মেশিন সিলেকশন করা হয় কিভাবে মেশিনের ডাই অনুযায়ী মেশিন সিলেক্ট করা হয় এ বিষয়গুলো আমরা জেনে নিতে পারি। R&D তে তারা কিভাবে নতুন স্যাম্পস ডেভলপ করে তার প্রসেস জেনে নিন।
✔ ফেক্টরি কি কি বায়ারের কাজ করে তাদের টেকনিক্যাল রিকয়ারমেন্ট কি কি তা জেনে নিন, এবং নেটে তাদের কোয়ালিটি ম্যানুয়াল দেখে নিতে পারেন।
✔ আগে কোন স্পেশাল ফেব্রিক ডেভেলপ হয়েছে কিনা তা জেনে নেয়া, এর ডাইং ফিনিশিং প্রোগ্রাম রেসিপি জেনে নেয়া ।
✔ প্রোগ্রাম বানানো, প্লানিং করা, প্রডাকশন রিপোর্ট, ক্যালকুলেশন গুলি প্রডাকশন অফিসারের কাছ থেকে বুঝে নিন । কাজ ২ মাসে পরে আপনার তাই করা লাগতে পারে তাই আগেই দেখে রাখুন ।
✔ নিয়মিত মেশিন ক্লিন, ফ্লোর ক্লিন প্রসেস দেখুন কারন, নীট ডাইং সেকশনের জন্য ডাস্ট ফ্রি ফ্লোর থাকা কর্তব্য ।
✔ স্রিংকেজ, GSM, হোল, পাট্টা, লাইন মার্ক, সিংকার মার্ক গুলি চেক করা এবং এর সলিউশন কিভাবে তারা করে সেগুলি তাদের কাছে জেনে নিন । প্রয়োজনে প্রতিটি মেশিন দাঁড়িয়ে দেখুন কিভাবে সমস্যা গুলি যায় এবং তাদের ইমিডিয়েট একশন কি হয় এর জন্য । সেই মুহুর্তে এগুলির ডিসিশন দেয়া ইঞ্জিনিয়ার এর কাজ ২ মাসে পরে আপনার তাই করা লাগতে পারে তাই আগেই দেখে রাখুন ।
✔ ডেইলি মানথলি ইয়ারলি রিপোর্ট গুলি তৈরি করে কিভাবে কি কি থাকে তার তথ্য নিয়ে নিজেরা এক্সেল সিট বানানোর চেস্টা করুন । এটার স্যাম্পল প্রডাকশন অফিসারের কাছে পাবেন ।
✔ ক্যামিকেল স্টোরে গিয়ে কালার ক্যামিকেল গুলি লিস্ট করুন ,তাদের প্রাইস জেনে নিন । প্রাইস দিয়ে দু এক লট কালারের কস্টিং করুন । ক্যামিকেলের টেকনিক্যাল ডাটা সিট তাদের কাছ থেকে নিন সে গুলি স্টাডি করুন । তাদের টোটাল কঞ্জামশন বের করুন।
✔ ডাইং ফ্লোরে শেড ডিপ লাইট হলে তাকে আবার রিপ্রসেস করা হয় সে গুলি কি ক্যামিকেল দেয় কি প্রেসেস করে জেনে রাখুন ।
১. স্টেনটার কম্পেক্টর মেশিন
✔ এই মেশিনের টোটাল আপারেশন প্রসেস জানুন অন অফ থেকে শুরু করে প্রতিটা বাটনের কাজ, এটা অপারেটর হেল্পারের কাছ থেকে আপনি জানবেন । এরা মেশিন চালালে দূর থেকে আপনি খেয়াল করবেন আপনি ঠিক জেনেছেন কিনা । প্রয়োজনে কয়েক ব্যাচ কাপড় ফিনিশিং করা দেখুন । ক্যামিকেলের ব্যাবহার জানুন সফেনার কিভাবে দেয় কি কি ফেব্রিকে কোন কোন সফেনার ইউজ করা হয় । স্পেশাল ফিনিশিং কি কি আছে তার প্রসেস জেনে নিন। হিট সেটের নিয়ম, প্যারামিটার জেনে নিন
✔ সানফোরাইজ মেশিনের কিভাবে কাপড় সানফোরাইজ করে তা দেখে নিতে হবে, এর প্যারামিটার প্রেশার, স্টিম, স্পিড টোটাল প্যারামিটার শিখে নিন।
✔ আমরা যে ফ্লোরে ইন্টার্ন করবো ওই ফ্লোরে যে কোন কোন সমস্যা আছে কিনা ওই বিষয়গুলো আমাদের বের করতে হবে তাদের টাইম সেই কিভাবে করা যায় এ বিষয়গুলো আমাদের খুঁজে বের করতে হবে অর্থাৎ মোট কথা হচ্ছে ফ্লোরের সমস্যা যাবতীয় সমস্যা গুলো আমাদের বের করতে হবে বা কিভাবে প্রোডাকশন বাড়ানো যায় ওই বিষয়ে আইডিয়া গুলো আমাদের একটা রিকমেন্ডেশন আকারে তাদের দিতে হবে । বর্তমানে নীটে IE ডেভলপ করার চেস্টা চলছে এর সমভাব্যতা যাচাই করে দেখতে পারেন । ডাইং ফ্লোরে RFT - Right First Time ইম্পলিমেন্ট করা যায় কিনা দেখুন।
⛔ কোয়ালিটি ইন্সপেকশন সেকশনে ইন্টার্নশিপ লার্নিং টিপসঃ
✔ ইনস্পেকশন বা অনলাইন কোয়ালিটিতে কর্তব্যরত তাদের কাছ থেকে নীট ফেব্রিকের বিভিন্ন প্রোডাকশন লস এর কারনগুলো জেনে নিতে হবে প্রয়োজনে তাদের সাথে থেকে থেকে তাদের কাজ গুলো দেখতে হবে যখন তাদের শিফট চলে আমাদের উচিত ৮-৮ টা ইন্টার্নশিপ চালু রাখা । তাদের গ্রে ফেব্রিক ইন্সপেকশন করা দেখবেন । কিভাবে 4 point ইন্সপেকশন করে তা দেখুন । অনলাইন কোয়ালিটিদের কাছ থেকে ফেব্রিক এর ফল্ট গুলি চিনে নিন । এরা সব সময় ফ্লোরেই থাকে এদের কাজ ফল্ট চেক করা । এরা কিভাবে সেড কন্টিনিউইটি বানায়, GSM বোর্ড কিভাবে বানায় তা দেখুন।
✔ মেশিন পার্টস গুলি ছবি তুলে নিতে হবে , স্যাম্পল ছোট ছোট করে বোথ সাইড টেপ দিয়ে লাগিয়ে নিন ডাইরিতে । ফল্টের স্যাম্পল গুলি ইন্সপেকশন থেকে কালেক্ট করুন ।
✔ টিম মেম্বার বেশি হলে তথ্য গুলি ভাগে ভাগে টাইপ করে ফেলুন পরে অলসতা চলে আসবে তখন পুরাতন রিপোর্ট খুজে বেড়াতে হবে । ডাইং প্রসেস অনেক বেশি আর এটা ফ্লোচার্ট গ্রাফ সহ অনেক কিছু বানাতে হয় ।
✔ আপনাদের যারা ক্লাস মেট ইন্টার্ন শুরু করেছেন তাদের ওভেন ডাইং সেকশনে কি কি শিখেছে তা তাদের কাছে জেনে নিন আপনাদের কিছু বাকি থাকলে ম্যাকয়াপ হয়ে যাবে। আর প্রতিটি ফেক্টরির ডাইজ ক্যামিকেল প্রসেসে ভিন্নতা আছে যদিও বা সেইম কালার করা হোক না কেনো ।
✔ ফ্লোরের ম্যান পাওয়ার অর্গানোগ্রাম বানানো, এটা আপনার রিপোর্টে উল্লেখ করা লাগবে । মেশিন অনুযায়ী কি কি পরিমানে লোক লাগে ।
✔ টাইম টু টাইম প্রডাকশন আপডেট, প্রবলেম আপডেট গুলি রিপোর্ট বস এর কাছে পৌছে কিভাবে দেয় তা দেখার জন্য প্রডাকশন অফিসার, APO, Quality Officer দের মুভমেন্ট ফলো করুন ।
⛔ ইউটিলিটি সেকশনে ইন্টার্নশিপ লার্নিং টিপসঃ
✔ ইটিপি, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, বয়েলার, কমপ্রেশার, ওয়ার্কশপের এর কাজ গুলি ১-২ দিনে কাভার করবেন ।
✔ ওভেন ডাইং প্লান্টের জন্য কাস্টিক রিকোভারি প্লান্ট আছে সেখানে সময় দিতে হবে, কাস্টিক রিকোভারি প্রসেস সম্পুর্ন জেনে নিতে হবে ।
✔ মেইন্টেনেন্স ডিপার্টমেন্ট (ম্যাকানিক্যাল ইলেকট্রিক্যাল ) এর ফোরমেনদের কাছ থেকে মেশিন পার্টস, এবং মাইনর ফল্টস গুলি চিনে বুঝে নিন, আপনারা তাদের কাছে যেতে পারবেন তাদের প্রশ্ন করতে পারবেন । মেশিন সেটিং জানবেন ইনভার্টার, মেশিন RPM, হুইল, পুলি বেল্ট, কিভাবে সেট করবেন জেনে নিন। বেশিক কি কি সমস্যা হয় তা নোট করবেন, মেশিন অপারেটর এর কাছে নোট করে তার সলিউশন ম্যাকানিকাল এর ফোরম্যানের কাছে জিজ্ঞেস করবেন ।
🔺 বিদ্রঃ
উপরের উল্লেখিত পয়েন্ট গুলা এমন না যে আমি একবার দেখলাম আর শিখে গেলার এটা সারা জীবন কাজে লাগবে , এগুলি আরো আয়ত্ব করতে ৫-৬ বছর লেগে যায়, তাই ২-১ ঘন্টা দেখে খুব শিখে গেছেন এটা ভাবা ভুল । টেক্সটাইল ফ্লোর বিজি ফ্লোর কাজের ফাকে ফাকে আপনাদের এই বিষয় গুলি খুজে বের করতে হবে।
৪-৫ দিন বা ১ সাপ্তাহ যাই থাকুন ১২ ঘন্টা করে সময় দিন যা শিখতে পারেন। নিয়মিতভাবে আপনাদের ফেকাল্টি সুপারভাইজারের সাথে কন্সাল্ট করবেন । ফেক্টরিতে আমাদের সাউথইস্টের সিনিয়র ভাই থাকলে তাদের গাইড লাইন ফলো করবেন । ইন্টার্নশিপ উপভোগ করুন ভয়ের কিছুই নেই।৷ যে কোন সমস্যায় টেক্সটাইল ক্লাবে উন্মুক্ত প্রশ্ন করুন উত্তর দেয়ার মতো আমাদের অনেক সিনিয়র পাবেন ইনশাল্লাহ।
Best Regards
মাজেদুল হাসান শিশির
টেক্সটাইল -১৩ ব্যাচ
E Mail : mazadulhasan@yahoo.com
প্রথমেই বলে নিচ্ছি আপনাদের ডিপার্টমেন্ট থেকে এক পাতার একটা গাইডলাইন দেয়া হয়েছে সেটা ফলো করবেন আর যে ডাইরি দেয়া আছে সেটা ডেইলি বেসিস নোট করুন ।
আমাদের ডিপার্টমেন্ট এর বাইরে আমাদের কিছু আইডিয়া দিচ্ছি তা ফলো করতে পারেনঃ
✔ ওভেন ডাইং ফ্লোরে ইন্টার্নির সময় যে বিষয়টা প্রথমে করা উচিৎ সেটা হচ্ছে ফ্লোরে ডিজাইন ড্রইং এবং লে আউট করা । লে আউটে যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে ফ্লোরের মেজারমেন্ট, মেশিন টু মেশিন মেজারমেন্ট , করে ইমার্জেন্সি ইভাকুয়েশন সিস্টেম, আইল্যান্ড, মেশিন হাইট । লে আউট করার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন কোন যুদ্ধে যাই যুদ্ধের আগে ব্যাটেল্ফিল্ডের ম্যাপ নিয়ে আমাদের প্লানিং করতে হয় । ইন্টার্নি অনেকটাই ব্যাটেলের মতই যা শুরুর আগেই এর ম্যাপ করে নেয়া হয় । এটা করতে গিয়ে আপনার অটো অনেক মেশিন, মেশিন টাইপ মুখস্থ হয়ে যাবে ।
✔ ফ্লোর লে আউট করা শেষ হলে যে বিষয়টা আমাদের প্রথম কাজ হবে সেটা হচ্ছে মেশিনের স্পেসিফিকেশন বের করা, সাথে মেশিনের অরিজিন, পাওয়ার কন্সাম্পশন , ব্র্যান্ড, মডেল, স্পিড, RPM, প্রোডাকশন ক্যাপাচিটি বের করা ! এগুলি ভালো করে মুখস্থ করে নিন। মডেল নাম্বার লিখে নেটে এর যাবতীয় তথ্য পাবেন।
✔ আপনাদের ফ্লোর মেশিন রিলেটেড কাজ শেষ হয়ে যাওয়ার পর আমাদের যেতে হবে যেটা করতে র' ম্যাটেরিয়াল যেটা তার ডিটেইলস জানা । ইয়ার্ন স্টোর থেকে বিভিন্ন কাউন্টের আমরা কি ইয়ার্ন ব্যাবহার করি সে গুলো সম্পর্কে জানব । বর্তমানে অনেক ভিন্ন ভিন্ন কম্পোজিশনের, ব্লেড % এর ইয়ার্ন আছে যেগুলোর আমাদের কম্পোজিশন কাউন্ট গুলো জেনে নিতে হবে যেমনঃ ১০০% কটন কার্ড, কম্বড ইয়ার্ন, স্লাব ইয়ার্ন, মিলাঞ্জ ইয়ার্ন, সাইরো ইয়ার্ন, ইঞ্জেক্ট ইয়ার্ন, লাইক্রা, পলিস্টার, সিভিসি, পিসি ইত্যাদি ।
আমরা যদি পারি ইয়ার্নের প্রাইস গুলো আমরা জেনে নিতে পারি এবং কি কি কাউন্টের সুতা বেশি ব্যবহার করা হয় ! কোথায় থেকে আসে! প্রাইস এর তথ্য ক্লাসিফাইড এটা দিতে নাও চাইতে পারে ।
✔ তার পর ফেব্রিক গ্রে স্টোর যাবেন সেখানে গ্রে ইন্সপেকশন এর ফোর পয়েন্ট ইন্সপেকশন দেখবেন , কিভাবে ফেব্রিক মেন্ডিং করা হয় সেলভেজ কাটা হয় এবং থান করা হয় তা দেখেতে হবে । এবং গ্রে ফেব্রিক ডিসাইজিং মেশিনে ডেলিভারি হয় তা দেখবেন।
⛔ প্রি ট্রিটমেন্ট সেকশনে ইন্টার্নশিপ লার্নিং টিপসঃ
1.ওভেন ডাইং এর শুরু করবেন মেন্ডিং এবং গ্রে ইন্সপেকশন থেকে এখানে গ্রে ফেব্রিক এর চেকিং মেন্ডিং, সেলভেজ কাটিং করা হয় এর নিয়ম কানুন ভালো করে জেনে নিন । স্টোরে কিভাবে তারা ফেব্রিক গুলি রাখে তা দেখে নিতে পারেন।
২. এর পর ব্যাক প্রসেস ডিপার্টমেন্ট এ চলে আসবেন এখানে ৩ টা মেশিনের কাজ দেখতে হবে সিনজিং ডিসাইজিং, ব্লিচ মার্সারাইজ মেশিনের কাজ। এখানে মিনিমাম ২-৩ দিন সময় করে দেখতে হবে।
সিনজিং ডিসাইজিং মেশিনের মেশিন প্যারামিটার ক্যামিকেল রেসিপি ভালো করে জেনে নিন । বিশে করে ডিসাইজ ক্যামিকেলের রেসিপি করা, ফেব্রিক লট দেয়া। কাস্টিক কিভাবে গোলানো হয় ক্যামিকেল গুলি কিভাবে ডোজিং করা হয় তা জেনে রাখতে পারেন ।
ব্লিচ মেশিনের মেশিন প্যারামিটার ক্যামিকেল রেসিপি ভালো করে জেনে নিন । বিশেষ করে কাস্টিক ও অন্য ক্যামিকেল গুলির ব্যাবহার জেনে নিন।
মার্সারাইজ মেশিনের মেশিন প্যারামিটার ক্যামিকেল রেসিপি ভালো করে জেনে নিন । ফেব্রিকের জিএসএম অনুযায়ী রেসিপি গুলি লিখবেন। এগুলি তাদের প্রডাকশন খাতায় লিখে রাখা হয়। বিশেষ করে তাদের টাইট্রেশন প্রসেস জেনে নিন।
কিভাবে কাপড়ের অফ লাইন কোয়ালিটি টেস্ট করে হোয়াইনেস, এবজর্বেন্সি, pH আছে তা চেক করার নিয়ম দেখুন।
⛔ ডাইং সেকশনে ইন্টার্নশিপ লার্নিং টিপসঃ
১. টেক্সটাইল ল্যাবে কি কি টেস্ট করা হয় ফ্যাজিক্যাল টেস্ট , ক্যামিকেল ল্যাবে কিভাবে কালার ম্যাচ করা হয় তা দেখতে হবে কোন কালারের জন্য কি কি ডাইজ লাগে এবং এর % কতো । কালার কম্বিনেশন কি কি স্পেট্রোফটোমিটারের ব্যাবহার জেনে নিন, স্টক সলিউশন কিভাবে বানায় , ল্যাবের কি কি রিয়েজেন্ট ইউজ হয় তা জেনে নিন, কিভাবে র্যাপিড প্যাড করে । যতো প্রকার ফিজিক্যাল টেস্ট আছে তার প্রসেস শিখে নিবেন । ল্যাবে মিনিমাম ৫-৭ দিন সময় দেয়া উচিৎ ১২ ঘন্টা করে এতে ফ্লোরের কাজ বুঝতে সুবিধা হয়।
৩. এর ডাইং সেকশনের কোল্ড প্যাড ব্যাচ , জিগার ডাইং মেশিনে চলে আসুন এখানে ডাইং প্রসেস কালার ক্যামিকেল রেশিও ভালো করে জেনে নিন । প্রতিটা ডাইজের ধর্ম জেনে নিন। সেড অনুযায়ী ট্রাইক্রোমেটিক কম্বিনেশন কি হয়। কিভাবে কালার রেসিপি করে। কিভাবে প্রডাকশন রেপিড দেয়া হয় । কোন ব্রেন্ডের ডাইজে সেডের ডিফারেন্স হত তা জেনে নেয়া।
২. জিগার মেশিনে যান সেখানে হোয়াইট ফেব্রিক কিভাবে ডাইং হয় তা দেখতে পাবেন, এখানে ফেব্রিক স্ট্রিপ করা দেখতে পাবেন কিং সেড ডিপ লাইট হলে তা কিভাবে ঠিক করা হয় তা দেখা যাবে । জিগারের ডাইং প্রসেস নীট ডাইং এর মতো তাই এটা আলাদা দেখবেন। প্রসেস অনুযায়ী রেসিপি গুলি লিখে নিবেন। টোটাল কারেকশন প্রসেস।
৩. প্রডাকশন অফিসারের কাছে কালার রেসিপি ক্যাল্কুলেশন কিভাবে করা যায় তার হিসেব শিখে নিন। এর জন্য প্রডাকশন অফিসারের হেল্প নিন। তাদের বিভিন্ন প্রশ্ন করুন যা জেনে নেয়ার ইচ্ছে হয় । তাদের ফ্রি টাইমে তাদের কে জামানো প্রশ্ন গুলি করুন বিশেষ করে বিকেলে ।
⛔ ফিনিশিং সেকশনে ইন্টার্নশিপ লার্নিং টিপসঃ
✅ ইয়ার্ন ডাইং করা ফেব্রিক এর প্রসেস আলাদা দেখবেন৷ এটা সিনজিং ডিসাইজিং আর ওয়াস ফিনিশ করা হয়।
ফ্লানেল ফেব্রিক ব্রাশ আর ওভেন ফেব্রিক পিচ এর প্রাসেস মেশিন স্পিড, আরপিএম কি কিভাবে সেটিং ঠিক করে তা জেনে নিবেন।
✔ ফাইবারে যদি প্রসেস দেখতে চান তবে পলিস্টার পার্ট, টিসি, ১০০% কটন, ভিসকোস, মডাল, সিভিসি ডাবল পার্ট ডাইং কিভাবে করা হয় আপনাদের দেখা উচিৎ।
✔ ফিনিশিং এর সময় মেশিনের টেম্পারেচার , RPM , Speed, ডায়া কিভাবে কন্ট্রোল করা হয় এসব প্যারামিটার চেক করে লিখে ফেলুন, মেশিন ক্লিন, GSM,Bowing Shrinking, Twisting এগুলি কিভাবে কন্ট্রোল করা হয় তা দেখতে হবে ।
ক্যামিকেল স্টোর কি কি ক্যামিকেল ইউজ হয় তার নাম ফাংশন আর কস্টিং কঞ্জামশন, ক্যামিকেল মিজারমেন্ট হিসেব করুন।
ওভেন ডাইংয়ের কালার ক্যামিকেল কস্ট ক্যাল্কুলেশন করেন।
ওভেন ইন্সপেকশন ডিপার্টমেন্ট এ যান তাদের ইন্সপেকশন প্রসেস, সেড ব্যান্ড, ব্লাংকেট কিভাবে করে তা দেখে নিন।
স্টোর ডিপার্টমেন্ট অনেকটাই বিজি যায়গা তার পরো তাদের কাছে ফিনিশ গুডস ডেলিভারি কিভাবে হয় তাদেখে নিতে পারেন ।
✔ স্পেশাল ফিনিশিং যেমন ব্রাশ, সুইডিং মেশিনের প্যারামিটার ফাংশন প্রসেস দেখতে হবে। এটা কখন করা হয় সেড এর উপর ফিনিশিং এর প্রভাব কেমন জেনে নিন।
✔ প্রসেসের ভেতরে ডিসাইজিং, স্কাওয়ারিং+ব্লিচিং +এনজাইম , হোয়াইট, ইয়ার্ন ডাইড ওয়াস, ডাইং এর ভেতরে ব্লাক কালার, মেরিন কালার, টার্কিশ কালার, RSPL কালার, ফ্লোরোসেন্ট কালার, লাইট কালার, মিডিয়াম কালার, ডিপ কালার । মেশিন ক্লিন কিভাবে করে তা দেখবেন। স্ট্রিপিং কিভাবে হয় তা দেখবেন, টপিং কিভাবে হয় তা দেখবেন ৷ বিশেষ করে প্রসেস রান টাইম, টেম্পারেচার, ডোজিং, ডোজিং টাইম, রান টাইম, পাম্প প্রেশার ।
✔ স্টেনটার, কম্পেক্টরের, যাবতীয় প্যারামিটার জানতে হবে, এতে কি কি ক্যামিকেল ব্যাবহার করা হয় তার তার gpl জেনে নিতে হবে । সেড কতো টা চেইঞ্জ হয় তা দেখে নিতে পারেন ।
✔ রিপ্রসেস কিভাবে করে তা দেখতে হবে যেমন স্ট্রিপিং, রিডাকশন, টপিং, এডিশন এসব প্রসেস ভালো করে জেনে নিতে হবে ।
✔ ইন্সপেক্টশন সেকশনে কিভাবে GSM, সেড কাটে , কন্টিউনিটি করে প্যাকিং লিস্ট বানায়, কিভাবে ফোর পয়েন্ট ইন্সপেকশন করে তা জেনে রাখুন। ফাইবার টেস্ট, সেড রোল টেস্ট, রানিং সেড টেস্ট প্রসেস জানুন । এখানে ২-৩ দিন সময় দিন তাদের সাথে কাজ করার সুযোগ পাবেন, হাত দিয়ে কিছু কাজ তাদের সাথে করুন । বিভিন্ন GSM এর বিভিন্ন আইটেমের ফেব্রিক GSM স্যাম্পল নিন ।
✔ PO, APO দের কাজ গুলি দেখুন তারা কি করে কিভাবে করেন। PO, APO পোস্টে ২-১ মাসের মধ্যে আপনাকে করতে হবে তাই এখন নিলে পরে আপনি সহজে করতে পারবেন কাজ গুলি।
✔ ডেইলি অফিস ওয়ার্ক গুলি দেখুন কিভাবে প্রোগ্রাম দেয়, কিভাবে ফ্লোর সাজায়, ডাইং প্রোগ্রাম, ফিনিশিং প্রোগ্রাম দেয়ার প্রসেস গুলি শিখে নিতে পারেন ।
✔ বিভিন্ন প্রোডাকশন ক্যালকুলেশন গুলো বিভিন্ন সূত্র যেগুলো আমাদের প্রোডাকশন পরে প্রয়োজন হয় সেগুলো আমাদের সংশ্লিষ্ট প্রোডাকশন অফিসার কাছ থেকে আমরা এগুলো কালেক্ট করব । স্টিচ লেন্থ বের করা, কাউন্ট বের করা।
✔ আমরা প্ল্যানিং সেকশনে গিয়ে কিভাবে অর্ডার নিতে হয় কিভাবে ফেব্রিকের বুকিং গুলো নিতে হয় কিভাবে মেশিন সিলেকশন করা হয় কিভাবে মেশিনের ডাই অনুযায়ী মেশিন সিলেক্ট করা হয় এ বিষয়গুলো আমরা জেনে নিতে পারি। R&D তে তারা কিভাবে নতুন স্যাম্পস ডেভলপ করে তার প্রসেস জেনে নিন।
✔ ফেক্টরি কি কি বায়ারের কাজ করে তাদের টেকনিক্যাল রিকয়ারমেন্ট কি কি তা জেনে নিন, এবং নেটে তাদের কোয়ালিটি ম্যানুয়াল দেখে নিতে পারেন।
✔ আগে কোন স্পেশাল ফেব্রিক ডেভেলপ হয়েছে কিনা তা জেনে নেয়া, এর ডাইং ফিনিশিং প্রোগ্রাম রেসিপি জেনে নেয়া ।
✔ প্রোগ্রাম বানানো, প্লানিং করা, প্রডাকশন রিপোর্ট, ক্যালকুলেশন গুলি প্রডাকশন অফিসারের কাছ থেকে বুঝে নিন । কাজ ২ মাসে পরে আপনার তাই করা লাগতে পারে তাই আগেই দেখে রাখুন ।
✔ নিয়মিত মেশিন ক্লিন, ফ্লোর ক্লিন প্রসেস দেখুন কারন, নীট ডাইং সেকশনের জন্য ডাস্ট ফ্রি ফ্লোর থাকা কর্তব্য ।
✔ স্রিংকেজ, GSM, হোল, পাট্টা, লাইন মার্ক, সিংকার মার্ক গুলি চেক করা এবং এর সলিউশন কিভাবে তারা করে সেগুলি তাদের কাছে জেনে নিন । প্রয়োজনে প্রতিটি মেশিন দাঁড়িয়ে দেখুন কিভাবে সমস্যা গুলি যায় এবং তাদের ইমিডিয়েট একশন কি হয় এর জন্য । সেই মুহুর্তে এগুলির ডিসিশন দেয়া ইঞ্জিনিয়ার এর কাজ ২ মাসে পরে আপনার তাই করা লাগতে পারে তাই আগেই দেখে রাখুন ।
✔ ডেইলি মানথলি ইয়ারলি রিপোর্ট গুলি তৈরি করে কিভাবে কি কি থাকে তার তথ্য নিয়ে নিজেরা এক্সেল সিট বানানোর চেস্টা করুন । এটার স্যাম্পল প্রডাকশন অফিসারের কাছে পাবেন ।
✔ ক্যামিকেল স্টোরে গিয়ে কালার ক্যামিকেল গুলি লিস্ট করুন ,তাদের প্রাইস জেনে নিন । প্রাইস দিয়ে দু এক লট কালারের কস্টিং করুন । ক্যামিকেলের টেকনিক্যাল ডাটা সিট তাদের কাছ থেকে নিন সে গুলি স্টাডি করুন । তাদের টোটাল কঞ্জামশন বের করুন।
✔ ডাইং ফ্লোরে শেড ডিপ লাইট হলে তাকে আবার রিপ্রসেস করা হয় সে গুলি কি ক্যামিকেল দেয় কি প্রেসেস করে জেনে রাখুন ।
১. স্টেনটার কম্পেক্টর মেশিন
✔ এই মেশিনের টোটাল আপারেশন প্রসেস জানুন অন অফ থেকে শুরু করে প্রতিটা বাটনের কাজ, এটা অপারেটর হেল্পারের কাছ থেকে আপনি জানবেন । এরা মেশিন চালালে দূর থেকে আপনি খেয়াল করবেন আপনি ঠিক জেনেছেন কিনা । প্রয়োজনে কয়েক ব্যাচ কাপড় ফিনিশিং করা দেখুন । ক্যামিকেলের ব্যাবহার জানুন সফেনার কিভাবে দেয় কি কি ফেব্রিকে কোন কোন সফেনার ইউজ করা হয় । স্পেশাল ফিনিশিং কি কি আছে তার প্রসেস জেনে নিন। হিট সেটের নিয়ম, প্যারামিটার জেনে নিন
✔ সানফোরাইজ মেশিনের কিভাবে কাপড় সানফোরাইজ করে তা দেখে নিতে হবে, এর প্যারামিটার প্রেশার, স্টিম, স্পিড টোটাল প্যারামিটার শিখে নিন।
✔ আমরা যে ফ্লোরে ইন্টার্ন করবো ওই ফ্লোরে যে কোন কোন সমস্যা আছে কিনা ওই বিষয়গুলো আমাদের বের করতে হবে তাদের টাইম সেই কিভাবে করা যায় এ বিষয়গুলো আমাদের খুঁজে বের করতে হবে অর্থাৎ মোট কথা হচ্ছে ফ্লোরের সমস্যা যাবতীয় সমস্যা গুলো আমাদের বের করতে হবে বা কিভাবে প্রোডাকশন বাড়ানো যায় ওই বিষয়ে আইডিয়া গুলো আমাদের একটা রিকমেন্ডেশন আকারে তাদের দিতে হবে । বর্তমানে নীটে IE ডেভলপ করার চেস্টা চলছে এর সমভাব্যতা যাচাই করে দেখতে পারেন । ডাইং ফ্লোরে RFT - Right First Time ইম্পলিমেন্ট করা যায় কিনা দেখুন।
⛔ কোয়ালিটি ইন্সপেকশন সেকশনে ইন্টার্নশিপ লার্নিং টিপসঃ
✔ ইনস্পেকশন বা অনলাইন কোয়ালিটিতে কর্তব্যরত তাদের কাছ থেকে নীট ফেব্রিকের বিভিন্ন প্রোডাকশন লস এর কারনগুলো জেনে নিতে হবে প্রয়োজনে তাদের সাথে থেকে থেকে তাদের কাজ গুলো দেখতে হবে যখন তাদের শিফট চলে আমাদের উচিত ৮-৮ টা ইন্টার্নশিপ চালু রাখা । তাদের গ্রে ফেব্রিক ইন্সপেকশন করা দেখবেন । কিভাবে 4 point ইন্সপেকশন করে তা দেখুন । অনলাইন কোয়ালিটিদের কাছ থেকে ফেব্রিক এর ফল্ট গুলি চিনে নিন । এরা সব সময় ফ্লোরেই থাকে এদের কাজ ফল্ট চেক করা । এরা কিভাবে সেড কন্টিনিউইটি বানায়, GSM বোর্ড কিভাবে বানায় তা দেখুন।
✔ মেশিন পার্টস গুলি ছবি তুলে নিতে হবে , স্যাম্পল ছোট ছোট করে বোথ সাইড টেপ দিয়ে লাগিয়ে নিন ডাইরিতে । ফল্টের স্যাম্পল গুলি ইন্সপেকশন থেকে কালেক্ট করুন ।
✔ টিম মেম্বার বেশি হলে তথ্য গুলি ভাগে ভাগে টাইপ করে ফেলুন পরে অলসতা চলে আসবে তখন পুরাতন রিপোর্ট খুজে বেড়াতে হবে । ডাইং প্রসেস অনেক বেশি আর এটা ফ্লোচার্ট গ্রাফ সহ অনেক কিছু বানাতে হয় ।
✔ আপনাদের যারা ক্লাস মেট ইন্টার্ন শুরু করেছেন তাদের ওভেন ডাইং সেকশনে কি কি শিখেছে তা তাদের কাছে জেনে নিন আপনাদের কিছু বাকি থাকলে ম্যাকয়াপ হয়ে যাবে। আর প্রতিটি ফেক্টরির ডাইজ ক্যামিকেল প্রসেসে ভিন্নতা আছে যদিও বা সেইম কালার করা হোক না কেনো ।
✔ ফ্লোরের ম্যান পাওয়ার অর্গানোগ্রাম বানানো, এটা আপনার রিপোর্টে উল্লেখ করা লাগবে । মেশিন অনুযায়ী কি কি পরিমানে লোক লাগে ।
✔ টাইম টু টাইম প্রডাকশন আপডেট, প্রবলেম আপডেট গুলি রিপোর্ট বস এর কাছে পৌছে কিভাবে দেয় তা দেখার জন্য প্রডাকশন অফিসার, APO, Quality Officer দের মুভমেন্ট ফলো করুন ।
⛔ ইউটিলিটি সেকশনে ইন্টার্নশিপ লার্নিং টিপসঃ
✔ ইটিপি, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, বয়েলার, কমপ্রেশার, ওয়ার্কশপের এর কাজ গুলি ১-২ দিনে কাভার করবেন ।
✔ ওভেন ডাইং প্লান্টের জন্য কাস্টিক রিকোভারি প্লান্ট আছে সেখানে সময় দিতে হবে, কাস্টিক রিকোভারি প্রসেস সম্পুর্ন জেনে নিতে হবে ।
✔ মেইন্টেনেন্স ডিপার্টমেন্ট (ম্যাকানিক্যাল ইলেকট্রিক্যাল ) এর ফোরমেনদের কাছ থেকে মেশিন পার্টস, এবং মাইনর ফল্টস গুলি চিনে বুঝে নিন, আপনারা তাদের কাছে যেতে পারবেন তাদের প্রশ্ন করতে পারবেন । মেশিন সেটিং জানবেন ইনভার্টার, মেশিন RPM, হুইল, পুলি বেল্ট, কিভাবে সেট করবেন জেনে নিন। বেশিক কি কি সমস্যা হয় তা নোট করবেন, মেশিন অপারেটর এর কাছে নোট করে তার সলিউশন ম্যাকানিকাল এর ফোরম্যানের কাছে জিজ্ঞেস করবেন ।
🔺 বিদ্রঃ
উপরের উল্লেখিত পয়েন্ট গুলা এমন না যে আমি একবার দেখলাম আর শিখে গেলার এটা সারা জীবন কাজে লাগবে , এগুলি আরো আয়ত্ব করতে ৫-৬ বছর লেগে যায়, তাই ২-১ ঘন্টা দেখে খুব শিখে গেছেন এটা ভাবা ভুল । টেক্সটাইল ফ্লোর বিজি ফ্লোর কাজের ফাকে ফাকে আপনাদের এই বিষয় গুলি খুজে বের করতে হবে।
৪-৫ দিন বা ১ সাপ্তাহ যাই থাকুন ১২ ঘন্টা করে সময় দিন যা শিখতে পারেন। নিয়মিতভাবে আপনাদের ফেকাল্টি সুপারভাইজারের সাথে কন্সাল্ট করবেন । ফেক্টরিতে আমাদের সাউথইস্টের সিনিয়র ভাই থাকলে তাদের গাইড লাইন ফলো করবেন । ইন্টার্নশিপ উপভোগ করুন ভয়ের কিছুই নেই।৷ যে কোন সমস্যায় টেক্সটাইল ক্লাবে উন্মুক্ত প্রশ্ন করুন উত্তর দেয়ার মতো আমাদের অনেক সিনিয়র পাবেন ইনশাল্লাহ।
Best Regards
মাজেদুল হাসান শিশির
টেক্সটাইল -১৩ ব্যাচ
E Mail : mazadulhasan@yahoo.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন