ভালো মানের চাইনিজ নিটিং মেশিন চেনার উপায় | Knitting Machine - Textile Lab | Textile Learning Blog
ভালো মানের চাইনিজ নিটিং মেশিন চেনার উপায়ঃ


বাংলাদেশে ৯০% ক্রেতা চাইনিজ নিটিং  মেশিন ক্রয় করার সময় ভুল সিদ্ধান্ত নেন। চায়না একটি অসম গুনগত পন্য উৎপাদনের  দেশ। চীনে হুয়াওয়ে এর মত বিশ্বমানের মোবাইল তৈরী হয় আবার সিম্পনী বা শাওমির মত  সাধারন মানের মোবাইলও পাওয়া যায়। 

Gree এর মত বিশ্বখ্যাত এয়ার কন্ডিশনার চায়নাতেই তৈর হয় আবার অনেক নিম্নৃানের চায়নিজ  এসিতে আমাদের সয়লাব। অন্যসব দেশে এমন অসম মানের পন্য পাওয়া যাবে না। বড়জোর ১৮/ ২০ হতে পারে। কিনতু  চায়নাতে ১০/২০ বা ৮/২০ হতে দেখা যায়।

অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশে ৯০% ক্ষেত্রে নিন্ম মানের নিটিং মেশিন আমদানী করা হয়। চায়নাতে ওয়ার্ল্ড ক্লাস নিটিং মেশিন তৈরী হয়। যার অতি সামান্যই বাংলাদেশে আসে। কারন,  এদেশের ক্রেতাগনের মাইন্ডসেট এমন যে চাইনিজ মেশিন মানে সস্তা এবং নিম্নমানের।


 সস্তা খুজতে গিয়ে নিম্নমানের পন্যকেই বেচে নেন তারা এবং তাদের বিনিয়োগ হুমকির মধ্যে পড়ে যায়। তারা ভুলে যান,  সস্তার তিন অবস্হা অথবা জিনিস যেটা ভাল দাম তার একটু বেশী। এখন দেখা যাক,  কিভাবে একই দেশের পন্যের দাম কম বেশী হয়।

প্রথমেই মেটাল। চায়না মেটাল অত্যান্ত সস্তা এবং অসহনশীল। পক্ষান্তরে জাপানীজ মেটাল এক্সপেনসিভ এবং সহনশীল।  চায়না মেটাল দিয়ে তৈরীকৃত একটি CAM এর দাম বড়জোর এক ডলার পক্ষান্তরে জাপানিজ  মেটালে তৈরীকৃত একটি CAM এর দাম নূন্যতম চার ডলার। তদ্রুপ,  চায়না মেটালে তৈরী একটি সিলিন্ডার এর দাম নয়শ ডলার সেখানে জাপানি মেটালে তৈরী একটা সিলিন্ডার এর দাম দুই হাজার ডলার।


সুতরাং দেখা যাচ্ছে,  শুধু মেটালের  কারনে প্রতিটা মেশিনের দাম ৪-৫ হাজার ডলার কমবেশি হয়। মেশিনের  দাম কম হলে নিশ্চিত থাকুন এর মেটাল নিম্নমানের চাইনিজ মেটাল।

আরেকটি অতি গুরুত্বপূর্ণ  তথ্য হলো,  সাপ্লায়ার বা তার এজেন্টকে জিজ্ঞেস করুন,  খোদ চায়নাতে তাদের মার্কেট শেয়ার কত?

বাংলাদেশে এমন নিটিং মেশিনও বিক্রি হচ্ছে  যা চায়নার মত বিশাল বাজারে কোন ক্রেতাই কিনছে না।
জেনে আশ্চর্য হবেন,  চায়নাতে নিটিং মেশিন বাকীতে বিক্রি হয়। যাদের মেশিনের মান ভাল না,  তারা ভয়ে চাইনিজ ক্রেতাদের কাছে মেশিন বিক্রি করো না।  কারন,  বাকীতে বিক্রি করা মেশিনের  পারফরম্যান্স খারাপ হলে মেশিন সোজা ফেরত আনতে হবে। তাতে তার আম ছালা দু'টোই যাবে। কিন্তু ওভারসিজ মার্কেটে এলসি বা টিটি'র মাধ্যমে বিক্রি করলে মেশিন ফেরত নেয়ার কোন চান্স নাই। আশা করি ক্রেতাসাধারণ নিটং মেশিন  কেনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন এবং বিনিয়োগ সিকিউর করবেন।

** জেনে আশ্চর্য হবেন বিশ্বের সেরা থ্রি ফ্লিজ ( Three Fleece) নিটিং মেশিন তৈরী হয় চায়নাতে! অথচ ঐ কোম্পানির  একটি মেশিনও বাংলাদেশে নাই!!
কালেক্টেড পোস্ট

ভালো মানের চাইনিজ নিটিং মেশিন চেনার উপায় | Knitting Machine

ভালো মানের চাইনিজ নিটিং মেশিন চেনার উপায়ঃ


বাংলাদেশে ৯০% ক্রেতা চাইনিজ নিটিং  মেশিন ক্রয় করার সময় ভুল সিদ্ধান্ত নেন। চায়না একটি অসম গুনগত পন্য উৎপাদনের  দেশ। চীনে হুয়াওয়ে এর মত বিশ্বমানের মোবাইল তৈরী হয় আবার সিম্পনী বা শাওমির মত  সাধারন মানের মোবাইলও পাওয়া যায়। 

Gree এর মত বিশ্বখ্যাত এয়ার কন্ডিশনার চায়নাতেই তৈর হয় আবার অনেক নিম্নৃানের চায়নিজ  এসিতে আমাদের সয়লাব। অন্যসব দেশে এমন অসম মানের পন্য পাওয়া যাবে না। বড়জোর ১৮/ ২০ হতে পারে। কিনতু  চায়নাতে ১০/২০ বা ৮/২০ হতে দেখা যায়।

অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশে ৯০% ক্ষেত্রে নিন্ম মানের নিটিং মেশিন আমদানী করা হয়। চায়নাতে ওয়ার্ল্ড ক্লাস নিটিং মেশিন তৈরী হয়। যার অতি সামান্যই বাংলাদেশে আসে। কারন,  এদেশের ক্রেতাগনের মাইন্ডসেট এমন যে চাইনিজ মেশিন মানে সস্তা এবং নিম্নমানের।


 সস্তা খুজতে গিয়ে নিম্নমানের পন্যকেই বেচে নেন তারা এবং তাদের বিনিয়োগ হুমকির মধ্যে পড়ে যায়। তারা ভুলে যান,  সস্তার তিন অবস্হা অথবা জিনিস যেটা ভাল দাম তার একটু বেশী। এখন দেখা যাক,  কিভাবে একই দেশের পন্যের দাম কম বেশী হয়।

প্রথমেই মেটাল। চায়না মেটাল অত্যান্ত সস্তা এবং অসহনশীল। পক্ষান্তরে জাপানীজ মেটাল এক্সপেনসিভ এবং সহনশীল।  চায়না মেটাল দিয়ে তৈরীকৃত একটি CAM এর দাম বড়জোর এক ডলার পক্ষান্তরে জাপানিজ  মেটালে তৈরীকৃত একটি CAM এর দাম নূন্যতম চার ডলার। তদ্রুপ,  চায়না মেটালে তৈরী একটি সিলিন্ডার এর দাম নয়শ ডলার সেখানে জাপানি মেটালে তৈরী একটা সিলিন্ডার এর দাম দুই হাজার ডলার।


সুতরাং দেখা যাচ্ছে,  শুধু মেটালের  কারনে প্রতিটা মেশিনের দাম ৪-৫ হাজার ডলার কমবেশি হয়। মেশিনের  দাম কম হলে নিশ্চিত থাকুন এর মেটাল নিম্নমানের চাইনিজ মেটাল।

আরেকটি অতি গুরুত্বপূর্ণ  তথ্য হলো,  সাপ্লায়ার বা তার এজেন্টকে জিজ্ঞেস করুন,  খোদ চায়নাতে তাদের মার্কেট শেয়ার কত?

বাংলাদেশে এমন নিটিং মেশিনও বিক্রি হচ্ছে  যা চায়নার মত বিশাল বাজারে কোন ক্রেতাই কিনছে না।
জেনে আশ্চর্য হবেন,  চায়নাতে নিটিং মেশিন বাকীতে বিক্রি হয়। যাদের মেশিনের মান ভাল না,  তারা ভয়ে চাইনিজ ক্রেতাদের কাছে মেশিন বিক্রি করো না।  কারন,  বাকীতে বিক্রি করা মেশিনের  পারফরম্যান্স খারাপ হলে মেশিন সোজা ফেরত আনতে হবে। তাতে তার আম ছালা দু'টোই যাবে। কিন্তু ওভারসিজ মার্কেটে এলসি বা টিটি'র মাধ্যমে বিক্রি করলে মেশিন ফেরত নেয়ার কোন চান্স নাই। আশা করি ক্রেতাসাধারণ নিটং মেশিন  কেনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন এবং বিনিয়োগ সিকিউর করবেন।

** জেনে আশ্চর্য হবেন বিশ্বের সেরা থ্রি ফ্লিজ ( Three Fleece) নিটিং মেশিন তৈরী হয় চায়নাতে! অথচ ঐ কোম্পানির  একটি মেশিনও বাংলাদেশে নাই!!
কালেক্টেড পোস্ট

1 টি মন্তব্য:

Rakib khan বলেছেন...

ডিয়ার স্যার আমি নিটিংয়ের টেকনিক্যাল সাইটে চাকরি করি। আমার প্রশ্ন? ফেব্রিক এ SL এর মত যদি Ly Cm এর মাধ্যমে যদি পারসেন্ট বের করা যায়. কত Cm দিলে Ly পারসেন্ট আসবে কাঙ্ক্ষিত পার্সেন্ট। তার সূত্র টা জানাবেন প্লিজ.