টেক্সটাইল কার্ডের এড্রেস ডিরেক্টরি বানানোর উপায় - Textile Lab | Textile Learning Blog
টেক্সটাইল মেলার জন্য পরামর্শঃ

টেক্সটাইল মেলায় যারা গিয়েছেন এদের মধ্যে  ভিজিটিং কার্ড গুলি যারা সংগ্রহ করেছেন তারা বিপদের সময় বা ইনফোরমেশন গুলি কাজে লাগাতে পারবেন । যেমন আপনারা এই ভিজিটিং কার্ড গুলি দিয়ে পার্সোনাল এলবাম বানিয়ে রাখতে পারেন ।



মেলায় প্রায় ৩০০ এর মতো সাপ্লাইয়ার, এজেন্ট, রিপ্রেজেন্টেটিভ এর স্টল পাবেন  যেমনঃ ফেব্রিক সাপ্লাইয়ার, একসেসোরিস সাপ্লাইয়ার, মেশিন সাপ্লাইয়ার, ক্যামিকেল সাপ্লাইয়ারের নাম, যোগাযোগ এর ঠিকানা থাকে। এই যোগাযোগ এর ঠিকানা যা আপনার পরবর্তীতে  জব বা বিজনেস পারপাসে কাজে লাগবে , বা যাদের সাপ্লাইয়ার ডিটেইল প্রয়োজনে অন্যদের এই বিষয়ে হেল্প করতে পারবেন ।

আমাদের জবে সোর্সিং পারপাসে যেনো কার্ড গুলি ডিরেক্টরি হিসেবে কাজে লাগে আমাদের সেই ব্যাবস্থা করতে হবে।

মেলায় গেলে প্রতিটা স্টলে তাদের কন্টাক্ট ভিজিটর কার্ড যোগার করবেন, তাদের ডাইরিতে নিজের ইমেইল এড্রেস দিয়ে আসবেন তারা আপনার ইমেইলে পরবর্তীতে তাদের তথ্য ফরোয়ার্ড করবেন।

লাইব্রেরীতে ১৫০-২০০ ভিজিটিং কার্ডের এলবাম কিনবেন তার পর আপনি সিরিয়াল অনুযায়ী  মেশিন সাপ্লাইয়ার, ফেব্রিক সাপ্লাইয়ার, ডাইজ ক্যামিকেল, স্পেয়ার পার্টস সাপ্লাইয়ার দের  কার্ড গুলি লাগিয়ে রাখবেন ।

আপনার নেটে সার্চ দিয়ে পরবর্তিতে  ডাটা খোজার চেয়ে এই ফর্মুলা অনেক অথেন্টিক ।

স্টুডেন্ট লাইফে আমার সংগ্রহ করা নিজস্ব এলব্যাম।

mazadulhasan@yahoo.com
www.textilelab.blogspot.com

টেক্সটাইল কার্ডের এড্রেস ডিরেক্টরি বানানোর উপায়

টেক্সটাইল মেলার জন্য পরামর্শঃ

টেক্সটাইল মেলায় যারা গিয়েছেন এদের মধ্যে  ভিজিটিং কার্ড গুলি যারা সংগ্রহ করেছেন তারা বিপদের সময় বা ইনফোরমেশন গুলি কাজে লাগাতে পারবেন । যেমন আপনারা এই ভিজিটিং কার্ড গুলি দিয়ে পার্সোনাল এলবাম বানিয়ে রাখতে পারেন ।



মেলায় প্রায় ৩০০ এর মতো সাপ্লাইয়ার, এজেন্ট, রিপ্রেজেন্টেটিভ এর স্টল পাবেন  যেমনঃ ফেব্রিক সাপ্লাইয়ার, একসেসোরিস সাপ্লাইয়ার, মেশিন সাপ্লাইয়ার, ক্যামিকেল সাপ্লাইয়ারের নাম, যোগাযোগ এর ঠিকানা থাকে। এই যোগাযোগ এর ঠিকানা যা আপনার পরবর্তীতে  জব বা বিজনেস পারপাসে কাজে লাগবে , বা যাদের সাপ্লাইয়ার ডিটেইল প্রয়োজনে অন্যদের এই বিষয়ে হেল্প করতে পারবেন ।

আমাদের জবে সোর্সিং পারপাসে যেনো কার্ড গুলি ডিরেক্টরি হিসেবে কাজে লাগে আমাদের সেই ব্যাবস্থা করতে হবে।

মেলায় গেলে প্রতিটা স্টলে তাদের কন্টাক্ট ভিজিটর কার্ড যোগার করবেন, তাদের ডাইরিতে নিজের ইমেইল এড্রেস দিয়ে আসবেন তারা আপনার ইমেইলে পরবর্তীতে তাদের তথ্য ফরোয়ার্ড করবেন।

লাইব্রেরীতে ১৫০-২০০ ভিজিটিং কার্ডের এলবাম কিনবেন তার পর আপনি সিরিয়াল অনুযায়ী  মেশিন সাপ্লাইয়ার, ফেব্রিক সাপ্লাইয়ার, ডাইজ ক্যামিকেল, স্পেয়ার পার্টস সাপ্লাইয়ার দের  কার্ড গুলি লাগিয়ে রাখবেন ।

আপনার নেটে সার্চ দিয়ে পরবর্তিতে  ডাটা খোজার চেয়ে এই ফর্মুলা অনেক অথেন্টিক ।

স্টুডেন্ট লাইফে আমার সংগ্রহ করা নিজস্ব এলব্যাম।

mazadulhasan@yahoo.com
www.textilelab.blogspot.com

কোন মন্তব্য নেই: