অপটিক্যাল ফাইবার এবং ফাইবার অপটিক ফেব্রিক্স | Optical Fibre - Textile Lab | Textile Learning Blog
অপটিক্যাল ফাইবার এবং ফাইবার অপটিক ফেব্রিকস্

অপটিকাল ফাইবার যদি সংগায়িত করতে চাই,তাহলে এটি একটা বিশেষ ফাইবার যা কি না কাচের তৈরী। অপটিকাল ফাইবার নেটওয়ার্কিং জগতে বহুল পরিচিত একটা জিনিস।এটি সিগনালকে আলোতে পরিনত করে এবং বার্তা প্রদানে সাহায্য করে থাকে। তবে এই আলো ভিজোওয়াল না হওয়ায় আলোর গতিকে ৩ ভাগের ১ ভাগ করে অন্য জায়গায় পৌছে দিতে বাধ্য হয়।অপটিকাল ফাইবার সমুদ্রের তলদেশে বার্তা পৌছে দিতে কার্যকারি বলেই আমরা একে সাব মেরিন কেবল বলি।




এখন আসি অপটিক ফেব্রিক্স এ যেটা অপটিকাল ফাইবারের বুননে তৈরী। অনেক সিনথেটিক ইয়ার্নের সাথে সমপরিমান অপটিকাল ফাইবারের তৈরী ইয়ার্নে ইন্টারলেসমেন্ট করে এই বিশেষ কাপড় তৈরী করা হয়।বিভিন্ন প্রকার রং এর ইফেক্ট চাইলে ঘটানো সম্ভব।তবে বেশির ভাগ সময় ফাইবার আলোকিত করার জন্য লেড ব্যাবহৃত হয কিন্তু অনেক রকম প্রসেসিং এর দ্বারা একে আরো আলো নির্গমনে পথ বানানো যায়।
অপটিক্যাল ফাইবার হচ্ছে অত্যন্ত সরু কাঁচের তৈরী তন্তু । নেটওয়ার্কিং এর ক্ষেত্রে এর ব্যাপক ব্যবহার রয়েছে । এটি সিগন্যালকে আলোতে পরিণত করে সেই আলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করে । এই আলো দৃশ্যমান নয় কারণ এটা ইনফ্রারেড আলো । এটি কাঁচের তৈরী বলে সিগন্যালকে আলোর গতির ৩ ভাগের ১ ভাগ গতিতে স্থানান্তরিত করে।

অনেক সময় সমুদ্রের তলদেশ দিয়ে এই ফাইবার এর মাঘ্যমেই সিগন্যাল স্থানান্তরিত করা হয় আর একেই আমরা বলি সাবমেরিন ক্যাবল ।


পৃথিবীকে এক প্রান্তকে অন্য প্রান্তে সংযুক্ত করে অপটিক্যাল ফাইবার ঘুচিয়েছে দেশ কাল সীমানার গন্ডি
এবার আসি ফাইবার অপটিক ফেব্রিকস্ এর বিষয়ে । এটি আসলে একটি বিশেষ ধরনের ফেব্রিক যা কৃত্রিম ফাইবার এর সাথে শত শত অপটিক্যাল ফাইবার দিয়ে বুনোন করা হয় । এটি বিভিন্ন রঙে বিভিন্ন ইফেক্ট তৈরী করতে পারে । এক্ষেত্রে অনেক সময় ফাইবার আলোকিত করার ক্ষেত্রে LED ব্যবহৃত হয় । লেড এর সাথে একটি ব্যাটারী সংযুক্ত থাকে ।অপটিক্যাল ফাইবারগুলোকে প্রসেস্ করে নিলে আলোর নির্গমন বেশী হয় । মজার কথা হলো এই ফেব্রিককে পানিতে ধোয়াও যায় ,তবে hand washing করতে হবে ।এই ক্ষেত্রে ব্যাটারী খুলে রাখতে হবে ।এই ফেব্রিক আলো নির্গমন কাপড়,সাজসজ্জায়,পর্দায় ব্যবহৃত হয় ৷



অপটিক্যাল ফাইবার এবং ফাইবার অপটিক ফেব্রিক্স | Optical Fibre

অপটিক্যাল ফাইবার এবং ফাইবার অপটিক ফেব্রিকস্

অপটিকাল ফাইবার যদি সংগায়িত করতে চাই,তাহলে এটি একটা বিশেষ ফাইবার যা কি না কাচের তৈরী। অপটিকাল ফাইবার নেটওয়ার্কিং জগতে বহুল পরিচিত একটা জিনিস।এটি সিগনালকে আলোতে পরিনত করে এবং বার্তা প্রদানে সাহায্য করে থাকে। তবে এই আলো ভিজোওয়াল না হওয়ায় আলোর গতিকে ৩ ভাগের ১ ভাগ করে অন্য জায়গায় পৌছে দিতে বাধ্য হয়।অপটিকাল ফাইবার সমুদ্রের তলদেশে বার্তা পৌছে দিতে কার্যকারি বলেই আমরা একে সাব মেরিন কেবল বলি।




এখন আসি অপটিক ফেব্রিক্স এ যেটা অপটিকাল ফাইবারের বুননে তৈরী। অনেক সিনথেটিক ইয়ার্নের সাথে সমপরিমান অপটিকাল ফাইবারের তৈরী ইয়ার্নে ইন্টারলেসমেন্ট করে এই বিশেষ কাপড় তৈরী করা হয়।বিভিন্ন প্রকার রং এর ইফেক্ট চাইলে ঘটানো সম্ভব।তবে বেশির ভাগ সময় ফাইবার আলোকিত করার জন্য লেড ব্যাবহৃত হয কিন্তু অনেক রকম প্রসেসিং এর দ্বারা একে আরো আলো নির্গমনে পথ বানানো যায়।
অপটিক্যাল ফাইবার হচ্ছে অত্যন্ত সরু কাঁচের তৈরী তন্তু । নেটওয়ার্কিং এর ক্ষেত্রে এর ব্যাপক ব্যবহার রয়েছে । এটি সিগন্যালকে আলোতে পরিণত করে সেই আলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করে । এই আলো দৃশ্যমান নয় কারণ এটা ইনফ্রারেড আলো । এটি কাঁচের তৈরী বলে সিগন্যালকে আলোর গতির ৩ ভাগের ১ ভাগ গতিতে স্থানান্তরিত করে।

অনেক সময় সমুদ্রের তলদেশ দিয়ে এই ফাইবার এর মাঘ্যমেই সিগন্যাল স্থানান্তরিত করা হয় আর একেই আমরা বলি সাবমেরিন ক্যাবল ।


পৃথিবীকে এক প্রান্তকে অন্য প্রান্তে সংযুক্ত করে অপটিক্যাল ফাইবার ঘুচিয়েছে দেশ কাল সীমানার গন্ডি
এবার আসি ফাইবার অপটিক ফেব্রিকস্ এর বিষয়ে । এটি আসলে একটি বিশেষ ধরনের ফেব্রিক যা কৃত্রিম ফাইবার এর সাথে শত শত অপটিক্যাল ফাইবার দিয়ে বুনোন করা হয় । এটি বিভিন্ন রঙে বিভিন্ন ইফেক্ট তৈরী করতে পারে । এক্ষেত্রে অনেক সময় ফাইবার আলোকিত করার ক্ষেত্রে LED ব্যবহৃত হয় । লেড এর সাথে একটি ব্যাটারী সংযুক্ত থাকে ।অপটিক্যাল ফাইবারগুলোকে প্রসেস্ করে নিলে আলোর নির্গমন বেশী হয় । মজার কথা হলো এই ফেব্রিককে পানিতে ধোয়াও যায় ,তবে hand washing করতে হবে ।এই ক্ষেত্রে ব্যাটারী খুলে রাখতে হবে ।এই ফেব্রিক আলো নির্গমন কাপড়,সাজসজ্জায়,পর্দায় ব্যবহৃত হয় ৷



কোন মন্তব্য নেই: