Turquoise Blue ডাইজের কিছু বৈশিষ্ট্য
ডাইংয়ে যারা কাজ করে তাদের মাথা ব্যাথ্যার একটা কারণ। কারণ এর মত বেহায়া ডাইজ মনে হয় খুব কমই আছে। কিন্তু গ্রিন টাইপ সেড তো এটা ছাড়া করা টাফ। বাদও দেয়া যায় না। ব্যবহার ক রাও ঝামেলা। গলার কাটার মত অবস্থা না গেলা যায় না সহ্য করা যায়।
যাই হোক এর চরিত্র এতো খারাপ কেন তা নিয়ে আজ বলব।
Turquoise blue আগে ভাবতাম, তুরস্কে মনে হয় এই ডাইজের জন্ম পরে ডিকশনারিতে সার্চ দিয়ে বুঝলাম এর মানে" ফিরোজা।" মানে কালার হুইলে cyan টাইপের রং। বলে রাখা ভালো, কালার হুইলে এর ঠিক উল্টা দিকে আছে golden yellow. তাই দুইটা একসাথে দিলে সেড dull হবে।
আসল কথায় আসি, টার্কিশ ব্লু এর Molecular Formula: C40H25CuN9O14S5 এবং
Molecular Weight: 1079.535 g/mol
Molecular Weight: 1079.535 g/mol
মানে এর structure এর মধ্যবিন্দুু হচ্ছে একটা কপার আয়ন। যা এর structure কে বড় করে আর আশে-পাশের ডাই মলিকুলকে আকর্ষণ করে। ফলে বড় জালের মতে সৃষ্টি হয়। মানে dye aggregated থাকে তাই এর solubility খারাপ। ডাই যত ছোট থাকে সে তত সহজে ভিতরে ঢুকে।
যেহেতু পালোয়ান সাইজ, তাই একে ভিতরে ঢুকানো কঠিন। আর যেহেতু ভিতের ঢুকে কম তাই যত ওয়াস করা হয়, ততই এর আনফিস্কড ডাইজ বের হয়। তাই ফাস্টনেস খারাপ। আর সাইজ যেহেতু বড় তাই একে ঢুকানোর জন্য এনার্জি বেশি দিতে হয়। তাই একে ৮০C তে ডাইং করা হয়। এই হচ্ছে টার্কিশ ডাইয়ে চরিত্রের হালকা বিশ্লেষণ।
টার্কিশ ব্লু ডাইং, মাইগ্রেশন, ফিক্সেশনের এর ক্ষত্রে 80ºC-90ºC টেম্পারেচারের কারনঃ
✔ টার্কিশ ব্লু হচ্ছে পিথালো সাইরিন বেইজড ডাইজ যার ক্রোমোফোরে কপার বা নিকেল থাকে টার্কিশ ডাইজের মলিকিউল অন্য গ্রুপের ডাইজের চেয়ে বড়।
✔ লেভেল ডাইংয়ের জন্য বড় মলিকিউলের ডাইজের হাই এনার্জির দরকার হয় যেমন ৮০ বিগ টেম্পারেচারে ৬০-৯০ মিনিট ডাইং টাইম যাতে প্রপার এবং ইউনিফর্ম মাইগ্রেশন ফিক্সেশন হয়।
✔ যদি এই প্রসেস ফলো না করা হয় তবে কালার ৬০ ৩০ মিনিটে ডাইং শেষ করে ফেলা হয় তবে কালার সম্পুর্ণ উঠে যাবে
লিখেছেনঃ
ফাতেমা শারমিন
ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং
বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন